16/08/2025
এই কৃতী শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার সৈনিক- চসিক মেয়র
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “এই কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার সৈনিক। তাদের সাফল্য আমাদের গর্বিত করে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে শিক্ষার্থীদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।”
শুক্রবার বিকেল ৩টায় সন্দ্বীপ প্যালেস মিলনায়তনে নুরুল মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ প্রদান করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম ও সাবেক ছাত্রনেতা রাহের মাহমুদ ও কৃতি শিক্ষার্থী মুনতাহা মাহমুদ তাসফিয়া। সংবর্ধনা হয়ে কৃতী শিক্ষার্থীরা বলেন, এই সম্মাননা তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশের জন্য গর্ব করার মতো কিছু করতে চান।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।