Sandwip Barta

Sandwip Barta admin -mhd kamrul Hasan

সন্দ্বীপ বার্তা পত্রিকার মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম

সন্দ্বীপের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। আপনাদের প্রোগ্রামের নিউজ কাভারেজ করতে যোগাযোগ করুন-নাহিন আবির ক্যামেরাপারসন সন্দ্বীপ বার্তা 01891740351

11/10/2025
10/10/2025

আপনারা দেখছেন সাপ্তাহিক সন্দ্বীপ বার্তা'র বিশেষ আয়োজন রাজনীতির আলাপন

বিষয়:সন্দ্বীপের উন্নয়ন পরিকল্পনায় রাজনীতিবিদদের ভাবনা

আজকের অতিথি: এডভোকেট মোঃ আবু তাহের
আহবায়ক, সন্দ্বীপ উপজেলা বিএনপি ও
চট্টগ্রাম -০৩ (সন্দ্বীপ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সঞ্চালনায়: আব্দুর রহমান ইমন
হোস্ট - সাপ্তাহিক সন্দ্বীপ বার্তা

অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আজ রাত ১০টায়
10/10/2025

অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আজ রাত ১০টায়

সন্দ্বীপে ধানের শীষের পক্ষে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণনিজস্ব প্রতিবেদকঃআজ শুক্রবার (১০ অক্টোবর) স...
10/10/2025

সন্দ্বীপে ধানের শীষের পক্ষে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ও বিকালে সন্দ্বীপ উপজেলার গাছুয়া, সন্তোষপুর, কালাপানিয়া ও মুছাপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এবং চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে গাছুয়া, সন্তোষপুর ও কালাপানিয়া ইউনিয়নে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের অঙ্গীকার তুলে ধরেন।

এছাড়া মুছাপুর ইউনিয়নে সেচ্ছাসেবক দল মুছাপুর ইউনিয়নের সদস্য সচিব ও মঘধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ কায়সার এবং উরিরচর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাতজন প...
10/10/2025

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাতজন প্রবাসীর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান।

তিনি নিহত পরিবারগুলো সহ সন্দ্বীপবাসীকে বলেন, 'প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রম দেশের উন্নয়নের ভিতকে মজবুত করেছে। এই দুর্ঘটনায় আমরা হারিয়েছি সন্দ্বীপের পরিশ্রমী সন্তানদের, যারা পরিবারের স্বপ্ন পূরণে দূর প্রবাসে সংগ্রাম করছিলেন।'

এসময় তিনি আরও জানান, 'বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে নগদ ৫০,০০০ ( পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।'

তিনি আশ্বাস দেন, নিহতদের পরিবার যেন সরকারি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাপ্য সকল সহায়তা দ্রুত পায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো বলেন, আমরা আমাদের সন্দ্বীপের মাননীয় উপদেষ্টা ডা. ফাওজুল কবির সাহেবের সাথে কথা বলেছি।ওনার সার্বিক তত্ত্ববধানে নিহতদের কফিন যেন দ্রুত সময়ে পরিবারের কাছে পৌছায় এবং সরকারীভাবে পরিপূর্ণ আর্থিক সহায়তা যেন পাই,সেই দাবিও জানিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা পেশাজীবি সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব, মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন,
উপজেলা সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন, মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন সভাপতি মাওলানা ফোরকান উদ্দিন, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, পৌরসভা সেক্রেটারি আব্দুল আলীম মাসুদ, সারিকাইত ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাকছুদ আলী, মগধরা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন প্রমুখ।

বিশেষ রিপোর্ট :মানবিক মানুষটার নাম মংচিংনু মারমা কেফায়েত উল্লাহ কায়সার সিনিয়র সাংবাদিক। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট রেমি...
10/10/2025

বিশেষ রিপোর্ট :
মানবিক মানুষটার নাম মংচিংনু মারমা

কেফায়েত উল্লাহ কায়সার
সিনিয়র সাংবাদিক।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট রেমিট্যান্স যোদ্ধার সাতজন ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পৈত্রিক নিবাসের। মৃত্যু যেমন স্বাভাবিক, তেমনি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বেদনা আরো করুণ। আর তা যদি হয় হাজার মাইল দূরে, প্রিয়জনের চোখের আড়ালে, নিঃসঙ্গ কোন মরুর দেশে তাহলে সেই শোক বহন করা আরও কষ্টের। এমন সময়ে আমরা অনেকেই দেখি প্রশাসনের 'নির্বিকার' চেহারা। ফাইল ঘোরানো, প্রটোকলের আড়ালে শোকের বাস্তবতা থেকে দূরে থাকা, দায়সারা সহানুভূতি। কিন্তু সন্দ্বীপে যা ঘটেছে, তা একটি ব্যতিক্রম। সেটি শুধু একটি ‘দাপ্তরিক সমবেদনা সফর’ নয়, বরং এক মানবিক প্রশাসনিক উদ্যোগের উজ্জ্বল উদাহরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা সরাসরি গিয়ে নিহত প্রবাসীদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি শুধু সহানুভূতি জানাননি, বরং "আমি আপনাদের পাশে আছি"—এই প্রতিশ্রুতি দিয়েছেন চোখে চোখ রেখে। সরকারি সহায়তার আশ্বাস, তাৎক্ষণিক কিছু অনুদান প্রদান, এবং প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার উদ্যোগ, সবকিছুই একটি ‘ মানবিক ও হৃদয়বান প্রশাসনের’ প্রকাশ।
একজন ইউএনও কী করতে পারেন, তাঁর সীমাবদ্ধতা কত, আর সম্ভাবনা কত দূর বিস্তৃত তা বোঝার জন্য সন্দ্বীপের এই ঘটনাটি একটি পাঠ হতে পারে। একটি প্রশাসন তখনই মানুষকে আপন করে নিতে পারে, যখন তার চোখেও কান্না জমে। অশ্রু আসে।
এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- মর্যাদার সাথে প্রবাসীদের বেদনার স্বীকৃতি। আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে যে মানুষগুলো মরুপ্রান্তরে জীবন বিলিয়ে দেন, তাঁদের মৃত্যুকে আমরা প্রায়ই সংখ্যায় পরিণত করি। শিরোনামে দেখি—“৭ জন নিহত”। কিন্তু মংচিংনু মারমা দেখালেন, প্রতিটি মৃত্যু একটি গল্প, একটি সংসার, একটি হারানো স্বপ্ন। প্রশাসনের মানবিক রূপ সেই গল্পগুলোকেই প্রকাশ্য করে তোলে। এই মৃত্যু শুধুমাত্র সাতটি পরিবারের নয়, এ জাতিরও। আমরা আশা করি, দেশের অন্যান্য প্রশাসনিক অঞ্চলেও মানবিকতা এমনই জেগে উঠবে। আমরা এমনই এক প্রশাসন চাই—যেখানে আইন ও আদেশের বাইরেও সহানুভূতির অধিকার থাকে। সন্দ্বীপের ইউএনও সেটি প্রমাণ করেছেন। তাঁর এই পদক্ষেপ শুধু শোকের সঙ্গী নয়, এক নতুন প্রশাসনিক সংস্কৃতির সম্ভাবনাও।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীদের লাশ ফিরে আনার জন্য তৎপর সন্দ্বীপ উপজেলা বিএনপি।ইকবাল ইবনে মালেক, সন্দ্বীপ, চট্টগ্র...
10/10/2025

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীদের লাশ ফিরে আনার জন্য তৎপর সন্দ্বীপ উপজেলা বিএনপি।

ইকবাল ইবনে মালেক, সন্দ্বীপ, চট্টগ্রাম।

ওমানের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীদের লাশ দেশে ফিরে আনার জন্য তৎপর সন্দ্বীপ উপজেলা বিএনপি বিষয়টি সন্দ্বীপ বার্তাকে নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের। তিনি এই বিষয় বলেন, ঘটনা পর থেকে আমরা প্রত্যেকের পরিবার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজ পত্র ব্যবস্থা করে বাংলাদেশ ওমান দূতাবাসে জমা দেওয়ার ব্যবস্থা করি। ওমানে অবস্থানরত আবদুল কাদের ইবনে মালেক এই বিষয় আমাদের সহায়তা করে যাচ্ছে এবং তার মাধ্যমে ওমান এম্বাসীতে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছি। এছাড়া এম্বাসীতে কর্মরত কর্মকর্তাদের সাথে আমার আলাপ হয় এবং তারা দ্রুত লাশ পাঠানো প্রক্রিয়া শুরু করছে এছাড়া তারা আমাদের আশ্বস্ত করছে আগামী ১৫ তারিখের মধ্যে লাশ দেশে পাঠাবে। আর স্হানীয় পর্যায়ে নেতৃবৃন্দ মধ্যে বিশেষ করে সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, মাইটভাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ ইব্রাহিম রাজু,পৌরসভা ছাত্র দলের নেতা মোঃ কামরুল ইসলাম এ ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছে।

প্রবাসীদের লাশ কবে দেশে ফিরবে বিষয়টা নিশ্চিত হতে আমরা ওমানে অবস্থানরত ব্যবসায়ী কাদের ইবনে মালেকের সাথে অনলাইনে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলা বিএনপি লাশ দেশে ফিরে নেওয়ার ব্যবহারে তৎপর এবং দেশ থেকে বিএনপি উপজেলা নেতৃবৃন্দ প্রয়োজনীয় কাগজপত্র সরবাহ করেছে যা ইতিমধ্যে এম্বাসীতে জমা দেওয়া হয়েছে। অতি দ্রুত সময়ে লাশ গুলো দেশে ফিরবে।

শোকাহত পরিবার গুলো এখন শুধু অপেক্ষা করছে প্রিয় জনের লাশের। এই দূর্ঘটনায় কেউ হারিয়েছে প্রিয় আপনজন স্বামী, কেউ হারিয়েছে প্রিয় সন্তান, কেউ হারিয়েছে প্রিয় বাবা। প্রিয়জন হারানো শোকের মাতম চলছে সন্দ্বীপে।

আমজাদ হোসাইনের অর্থায়নে দ্রুতগতিতে  চলছে মগধরায় শিশু আলীর পিতার ঘর নির্মাণের কাজ........সন্দ্বীপ মগধরা ৫নং ওয়ার্ডে শিশু ...
10/10/2025

আমজাদ হোসাইনের অর্থায়নে দ্রুতগতিতে চলছে মগধরায় শিশু আলীর পিতার ঘর নির্মাণের কাজ
........
সন্দ্বীপ মগধরা ৫নং ওয়ার্ডে শিশু আলীর পিতা আবু তাহেরের ঘর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মানবিক এই উদ্যোগটি গ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ঘরটি নির্মাণ করছেন অধ্যাপক আমজাদ হোসাইন। মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও গৃহহীন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই কার্যক্রমে।
স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই মহতী উদ্যোগ। অনেকে বলছেন, “রাজনীতি মানে যদি জনগণের পাশে থাকা হয়, তাহলে অধ্যাপক আমজাদ হোসাইন সে দৃষ্টান্ত স্থাপন করছেন।” অধ্যাপক আমজাদ হোসাইন সাদা কাগজকে জানান, “এটা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। মানবিক বিবেচনায় আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় মানুষের পাশে দাঁড়াতে।” এদিকে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা জানায়, প্রতিদিনই অগ্রগতি হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে এমন প্রত্যাশা তাদের।

আমজাদ হোসাইনের পক্ষ থেকে ওমানে নিহত সন্দ্বীপের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা তুলে দেয় ইসলামী আন্দোলন....... সন্দ্বীপ উপ...
09/10/2025

আমজাদ হোসাইনের পক্ষ থেকে ওমানে নিহত সন্দ্বীপের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা তুলে দেয় ইসলামী আন্দোলন.......
সন্দ্বীপ উপজেলার প্রবাসী ৭ জন নাগরিক সম্প্রতি ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ ও সহমর্মিতা জানাতে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা।
সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইনের সহায়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার নেতারা প্রতিটি শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এ সময় নিহতদের পরিবারগুলোর হাতে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এক শোকবার্তায় অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাঁদের এই দুর্ঘটনাজনিত মৃত্যু শুধু পরিবার নয়, পুরো সন্দ্বীপবাসীর হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেছে।"
তিনি আরও বলেন,"আমি সন্দ্বীপের প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানাই—এই শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ান, তাঁদের দুঃসময়ে সহমর্মিতা দেখান।"
উল্লেখ্য, ওমানে নিহতদের মধ্যে ৭জন ছিলেন সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের রেমিট্যান্স যোদ্ধাদের বাড়িতে ইউএনও’র শোক ও সহানুভূতিনিজস্ব প্রতিবেদকওমানে (মধ্যপ্রাচ...
09/10/2025

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের রেমিট্যান্স যোদ্ধাদের বাড়িতে ইউএনও’র শোক ও সহানুভূতি

নিজস্ব প্রতিবেদক

ওমানে (মধ্যপ্রাচ্য) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপ উপজেলার সাতজন রেমিট্যান্স যোদ্ধার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারিকাইত ইউনিয়নের নিহত চারজনের পৈত্রিক নিবাসে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ইউএনও মংচিংনু মারমা জানান, বাকি তিনজন নিহত শ্রমিকের বাড়ি মগধরা ও রহমতপুর ইউনিয়নে হওয়ায় আগামীকাল (শুক্রবার) তিনি সেখানে যাবেন এবং পরিবারের পাশে দাঁড়াবেন।

এসময় সারিকাইত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও মংচিংনু মারমা শোকাহত পরিবারগুলোকে সরকার থেকে প্রাপ্য সব ধরনের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।

এদিকে, নিহত রেমিট্যান্স যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সব মসজিদে বিশেষ দোয়া করার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও খতিবদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

আগামীকাল সাপ্তাহিক সন্দ্বীপ বার্তা'র বিশেষ আয়োজন রাজনৈতিক আলাপন বিষয়:সন্দ্বীপের উন্নয়ন পরিকল্পনায় রাজনীতিবিদদের ভাবনাপ্র...
09/10/2025

আগামীকাল সাপ্তাহিক সন্দ্বীপ বার্তা'র বিশেষ আয়োজন রাজনৈতিক আলাপন

বিষয়:সন্দ্বীপের উন্নয়ন পরিকল্পনায় রাজনীতিবিদদের ভাবনা

প্রচার:
📺 অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সন্দ্বীপ বার্তার অফিসিয়াল ফেসবুক লাইভে
🗓️ ১০ অক্টোবর, শুক্রবার
⏰ রাত ১০:০০ টায়

অতিথি:
🎤 এডভোকেট মোঃ আবু তাহের
আহবায়ক, সন্দ্বীপ উপজেলা বিএনপি ও
চট্টগ্রাম -০৩, সন্দ্বীপ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সঞ্চালনায়:
🎙️ আব্দুর রহমান ইমন
হোস্ট - সাপ্তাহিক সন্দ্বীপ বার্তা

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন হারুন ইউসুফ কর্তৃক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০ টি হু...
09/10/2025

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন হারুন ইউসুফ কর্তৃক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০ টি হুইল চেয়ার প্রদান |

=========================================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ও লায়ন ডিসট্রিক্ট ৩১৫/বি৪ এর রিজোন চেয়ারম্যান হেডকোয়ার্টার লায়ন হারুন ইউসুফ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি হুইল চেয়ার আনুদান প্রদান করেন। এই উপলক্ষ্যে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বকর ছিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন আলহাজ¦ রফিক আহমেদ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, লায়ন্স অব চিটাগং প্রেসিডেন্টসির সভপতি লায়ন শামিম আকবর ও লায়ন্স কা¬ব অব চিটাগং প্রেসিডেন্টসির নেতৃবৃন্দ, হাসপাতালের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহামম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব হারুন ইউসুফ, পরিচালক (প্রশাসন) ড. মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ, নার্সি ইনষ্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানী দাশ প্রমুখ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্টসির পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালের জন্য এক লক্ষ টাকা নগদ অনুদান এবং রোগীদের জন্য বিভিন্ন মেডিকেল সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা গভর্নর বলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্য সেবায় বৃহত্তর চট্টগ্রামে অসমান্য অবদান রেখে চলেছে। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সবসময় আপনাদের সাথে আছি। প্রান্তিক জনগোষ্টির কাছে যাতে সহজে সেবা পৌছানো যায় সেলক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অক্টোবর সার্ভিস মাস হিসেবে বিশ্বব্যাপি লায়ন্স ক্লাব সমূহ মানবতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। তারই অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিাটাগং প্রেসিডেন্টসির পক্ষ থেকে অনুদান ও বিভিন্ন মেডিকেল সামগ্রী প্রদান করা হয়েছে। কার্যনির্বাহির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন লায়ন্স নেতৃবৃন্দকে তাদের এই অনুদান ও সহযোগীতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Address

Deloar Kha Road
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwip Barta:

Share