
23/09/2024
কেমন্নে এই কাজ করলা তুমি,,,,
তুমি জীবনেও সুখী হতে পারবে না,এই বাচ্চা দের অবিশাপে তুমি ডংশ হয়ে যাবে,,,,,তোমার যদি আরেক টা ছেলের সাথে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে বাচ্চা কেনো নিলে,,,পর পর তিন টা বাচ্চা,,, আল্লাহ তোমার বিচার করবে,,,,,
চট্টগ্রাম সন্দ্বীপ থানা।
বাউরিয়া ৬নং ওয়ার্ড,
ফজল সেরাং এর বাড়ির পূর্ব পাশে।
ওমান প্রবাসী মোঃ সুমনের স্ত্রী, বাউরিয়া ৮নং ওয়ার্ড,
মৌলভীবাজারের পূর্ব পাশে
ইয়াসিন মেম্বারের বাড়ির।
পিতা: মাহফুজ
মাতা: সোফিয়া বেগমের মেয়ে! ফারজানা আক্তার।
ওমান প্রবাসী, সুমনের স্ত্রী ফারজানা আক্তার ৩টা ছেলে মেয়ে! ১ম, মেয়ে টার বয়স (৪) বছর।
২য় টা ছেলের বয়স (২) বছর। আর ১টা মেয়ে ৮মাসের ছোট বাচ্চা মেয়ে টাকে শ্বশুর বাড়িতে রেখে। অনেক নগদ টাকা, আর অনেক স্বর্ণ নিয়ে অন্য একজনের সাথে পালিয়ে গেছে।
যদি এই ফারজানা আক্তার কে কেউ দেখেন। তাহলে চট্টগ্রাম সন্দ্বীপ থানা পুলিশের কাছে খবর দিবেন।