S M JIBON SS209

S M JIBON SS209 Another name for love is the ocean of tears

কেমন্নে এই কাজ করলা তুমি,,,, তুমি জীবনেও সুখী হতে পারবে না,এই বাচ্চা দের অবিশাপে তুমি ডংশ হয়ে যাবে,,,,,তোমার যদি আরেক টা...
23/09/2024

কেমন্নে এই কাজ করলা তুমি,,,,
তুমি জীবনেও সুখী হতে পারবে না,এই বাচ্চা দের অবিশাপে তুমি ডংশ হয়ে যাবে,,,,,তোমার যদি আরেক টা ছেলের সাথে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে বাচ্চা কেনো নিলে,,,পর পর তিন টা বাচ্চা,,, আল্লাহ তোমার বিচার করবে,,,,,
চট্টগ্রাম সন্দ্বীপ থানা।
বাউরিয়া ৬নং ওয়ার্ড,
ফজল সেরাং এর বাড়ির পূর্ব পাশে।
ওমান প্রবাসী মোঃ সুমনের স্ত্রী, বাউরিয়া ৮নং ওয়ার্ড,
মৌলভীবাজারের পূর্ব পাশে
ইয়াসিন মেম্বারের বাড়ির।
পিতা: মাহফুজ
মাতা: সোফিয়া বেগমের মেয়ে! ফারজানা আক্তার।
ওমান প্রবাসী, সুমনের স্ত্রী ফারজানা আক্তার ৩টা ছেলে মেয়ে! ১ম, মেয়ে টার বয়স (৪) বছর।
২য় টা ছেলের বয়স (২) বছর। আর ১টা মেয়ে ৮মাসের ছোট বাচ্চা মেয়ে টাকে শ্বশুর বাড়িতে রেখে। অনেক নগদ টাকা, আর অনেক স্বর্ণ নিয়ে অন্য একজনের সাথে পালিয়ে গেছে।
যদি এই ফারজানা আক্তার কে কেউ দেখেন। তাহলে চট্টগ্রাম সন্দ্বীপ থানা পুলিশের কাছে খবর দিবেন।

লেখাটা আমি যত বার পড়েছি তত বার মনের অজান্তে কেঁদেছি ।🥲মৃ*তঃ মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি।ওমা; তুমি নেই, তাও বেশ ভালো ...
13/07/2024

লেখাটা আমি যত বার পড়েছি তত বার মনের অজান্তে কেঁদেছি ।🥲
মৃ*তঃ মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি।

ওমা; তুমি নেই, তাও বেশ ভালো আছি।
নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়...!
বাসী তরকারি, পঁ"চা ভাত আর ন"ষ্ট ডালে আমার খুব ভালই পেট ভরে যায়।

মা, ওমা! জানো ? আমি এখন শার্ট ধুঁতে পারি। তাই প্রতিদিন বাড়ি শুদ্ধু সব লোকের কাপড় ধুঁই আমি।
জানো মা....
পড়তে এখন আমার আর ভালো লাগেনা। আমার এখন আর কোন বই নেই, আমার এখন কোন খাতা নেই, কলম নেই, নেই কোন স্কুল ব্যাগ।

জানো মা ? আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লা"থি দেয়। আমায় ভীষণ ভালবাসে কিনা তাই...!
ওকে আমি প্রতিদিন জুতো মোজা পড়িয়ে দেই
মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই, এতে আমার আনন্দ হয় মা।

তোমার দেয়া খাট-বিছানাটায় এখন ভাই শোয়।
ওঁর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছো ?
আমি সিঁড়ির নিচে মাঁদুড় পেতে শুই,
আমার একটুও ক"ষ্ট হয়না...

মা জানো..?
ঈদ এলে আমি পুরনো কাপড় পাই।
সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা!
যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী!

মা জানো ?
বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই, তোমার শেষ পড়নে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা,ওটা জুড়ে যে তোমার গন্ধ.........!
ঐগন্ধে আমার আর ভয় হয়না মা !
মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছ বুকে।

একটা কথা রাখবে মা ?
আমায় কয়েকদিনের ছুঁটির ব্যবস্থা করে দেবে ??তোমার কাছে গিয়ে থাকব দু'দিন একটু
শান্তিতে ঘুমাব তোমার বুকে.....
আজও ভালবাসি তোমাকে💖মা।

বাবাদের উচিত আড়াল থেকে মা হারানো এতিম সন্তানের পাশে গোপনে ও প্রকাশ্যে খবর নেওয়া একটু কাছে নেয়া 🥹

পেইজ লিং 👉https://www.facebook.com/profile.php?id=61553804757368&mibextid=ZbWKwL

03/01/2024
04/12/2023

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M JIBON SS209 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share