Sandwip24

Sandwip24 আমরা মানবতার কথা বলি

সন্দ্বীপের একটি অনলাইন টেলিভিশন। হৃদয়ে সন্দ্বীপ দৃষ্টিতে বাংলাদেশ।
(2)

18/07/2025

স্মরণীয় দিন-

16/07/2025

আজ শহীদ ওয়াসিম আকরাম স্মরণে ছাত্র সমাবেশে মিছিল সহ অংশগ্রহণ করেন সন্দ্বীপ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল সমূহ।

16/07/2025

আবু সায়েদ ওয়াশিম আকরাম সহ যারা আজকের এই দিনে শ-হী-দ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

14/07/2025

মহিষ কান্ডে তদন্ত কমিটি ও মালিকদের আগমন-

কোন অপরাধ সংগঠিত হলে বহিষ্কার করবেন,কিন্তু কেন?আযমত আলী বাহাদুর, সন্দ্বীপ উপজেলা বিএনপি।কোন অপরাধ সংগঠিত হলে বহিষ্কার কর...
14/07/2025

কোন অপরাধ সংগঠিত হলে বহিষ্কার করবেন,কিন্তু কেন?

আযমত আলী বাহাদুর, সন্দ্বীপ উপজেলা বিএনপি।

কোন অপরাধ সংগঠিত হলে বহিষ্কার করবেন,কিন্তু কেন? যারা খারাপ লোক তাদেরকে দায়িত্ব না দিলে কি হয় ? কিংবা অপরাধ সংগঠিত করার পূর্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে কি সমস্যা?

অপরাধ সংগঠিত হলে তো দল ক্ষতিগ্রস্হ হচ্ছে-- এটা বুঝতে আপনাদের দেরী হচ্ছে কেন? দলকে আর কত ক্ষতিগ্রস্হ করবেন?
নিজের লোক,কমিশন পাচ্ছেন-- ইত্যাদি ইত্যাদি।

দায়িত্ব দেওয়া হয়েছে পরিচ্ছন্ন থেকে সঠিক প্রক্রিয়ায় দল পরিচালনার জন্য, দলকে জনসমক্ষে হেয়প্রতিপন্ন করার জন্য নয়-- "মাইন্ড ইট"।

সন্মান নিয়ে বাঁচুন।
সমাজ ও রাষ্ট্রের উপকারের জন্য রাজনীতি করুন।
রাজনীতিকে অনৈতিকভাবে অর্থ উপার্জনের হাতিয়ার বানাবেন না।
সবাইকে ধন্যবাদ।

13/07/2025

দ্রুত বেঁড়িবাঁধের সুরক্ষা ব্লক দিয়ে শক্তিশালী করুন অন্যথায় ঝুকিতে থাকবে বাসিন্দারা।

একটি হারানো বিজ্ঞপ্তি:  ছবির ছেলে দুইজনের নাম জোনায়েদ ও  আবরার।গতকাল আসরের নামাজের পর থেকে পাওয়া যাচ্ছে না। কেউ তাদের স...
13/07/2025

একটি হারানো বিজ্ঞপ্তি:
ছবির ছেলে দুইজনের নাম জোনায়েদ ও আবরার।গতকাল আসরের নামাজের পর থেকে পাওয়া যাচ্ছে না। কেউ তাদের সন্ধান পেলে অনুগ্রহ করে নিন্মুক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
01727305225

সারিকাইত ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও মংচিংনু মারমা১২ই জুলাই ২০২৫ইং, শনিবার || Sandwip24 ❝স্থানীয় সরকার❞ বিভাগের কার্যক্...
12/07/2025

সারিকাইত ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও মংচিংনু মারমা

১২ই জুলাই ২০২৫ইং, শনিবার || Sandwip24

❝স্থানীয় সরকার❞ বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ ১২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার সারিকাইত ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং পরিষদের নথিপত্র হালনাগাদ, সেবা কার্যক্রমে গতিশীলতা আনা ও প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি প্যানেল চেয়ারম্যানের জিম্মায় থাকা মহিষগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

ইউএনও মংচিংনু মারমা সকলকে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

তিনি জানান, স্থানীয় সরকারের কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে পর্যায়ক্রমে সন্দ্বীপ উপজেলার সব ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হবে।

12/07/2025

সোহাগের ক/ব/রের পাশে এসে স্ত্রী হৃদয়বিদারক কান্না করতেছেন।

12/07/2025

সন্দ্বীপ সোসাইটি ইউ এস এর বনভোজন তথা উত্তর আমোরিকার সন্দ্বীপবাসীর সবচেয়ে বড় মিলনমেলা।

Sandwip24 পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

মাননীয় উপদেষ্টা, সন্দ্বীপ এর কৃতি সন্তান ফওজুল কবীর খান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
12/07/2025

মাননীয় উপদেষ্টা, সন্দ্বীপ এর কৃতি সন্তান ফওজুল কবীর খান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwip24:

Share

Category