Mohammed Murad Sonali

Mohammed Murad Sonali ইউনিট ম্যানেজার • সোনালী লাইফ ইন্স্যুরেন্স
যোগাযোগ করুন:
01813-220814
01716-808569

26/06/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা
সন্দ্বীপ বাইক মেকানিক এসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকে প্রতি শুক্রবার সমস্ত বাইক মেকানিকের দোকান বন্ধ থাকবে।

🛠️ আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত, তবে এটি আমাদের সম্মিলিত স্বার্থ ও সংগঠনের শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয়।

আপনাদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ।
— সন্দ্বীপ বাইক মেকানিক এসোসিয়েশন।
Mohammed Murad

📌 আপনি কত টাকা উপার্জন করেন তা বিষয় নয়,তবে আপনি কত টাকা জমিয়ে রাখেন এইটা বিষয়। 💰📌 যখন মানুষ খুব বেশি উপার্জন করে তখন...
18/06/2025

📌 আপনি কত টাকা উপার্জন করেন তা বিষয় নয়,
তবে আপনি কত টাকা জমিয়ে রাখেন এইটা বিষয়। 💰

📌 যখন মানুষ খুব বেশি উপার্জন করে তখন সে খুব আবেগী হয়…
সবসময় মনে রাখবেন —
👉 যে ব্যক্তি আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে অর্থও নিয়ন্ত্রণ করতে পারবে না।

📌 মনে রাখবেন, সঞ্চয় কখনোই বৃথা স্বপ্ন নয়। ✨
এই সঞ্চয়ই একদিন আপনার হাসির কারণ হবে। 😊

📌 জেনে বুঝে সঠিক জায়গায় সঞ্চয় করুন।
নিজের ও পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলুন। 🏡👨‍👩‍👧‍👦

🔰 মুহাম্মাদ মুরাদ
ইউনিট ম্যানেজার
সন্দ্বীপ টাউন মেট্রো
📞 ০১৭১৬৮০৮৫৬৯

16/06/2025

এক মুহুর্তেই বদলে যেতে পারে জীবন! আজকের নিশ্চিন্ত নির্ভাবনায় সুখী পরিবারের স্বাচ্ছন্দ্যময় বাস্তবতা অনাকাঙ্ক্ষিত বিপদ বা দুর্ঘটনায় আগামীকালই পাল্টে যেতে পারে চোখের পলকে! ঠিক সেরকম পরিস্থিতির জন্যই বীমার সুপরিকল্পিত আর্থিক সুরক্ষার নিশ্চয়তা নিয়ে আপনারই অপেক্ষায় আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

বিভিন্ন যুগোপযোগী পলিসির মাধ্যমে সঞ্চয় করে সুরক্ষিত করুন নিজের ও প্রিয়জনদের ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা হোক নিশ্চিন্ত। পাশে আছি আমরা সর্বদা, সবসময়।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০৯৬৭৮২০০০০৪, ০১৯৭৬৬২৫৪৮৮, ০১৯৭৬৬২৫৪৯৯।

❝ সরকারি চাকরি ছাড়া পেনশন? সোনালী লাইফ-এ সম্ভব! ❞এক সময় ভাবতাম—প্রভিডেন্ট ফান্ড কিংবা মৃত্যুজনিত ক্ষতিপূরণ শুধু সরকারি ...
04/06/2025

❝ সরকারি চাকরি ছাড়া পেনশন? সোনালী লাইফ-এ সম্ভব! ❞

এক সময় ভাবতাম—প্রভিডেন্ট ফান্ড কিংবা মৃত্যুজনিত ক্ষতিপূরণ শুধু সরকারি চাকরিজীবীরাই পায়।
কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ যোগ দিয়ে জানলাম, এই সুযোগগুলো এখন বেসরকারি খাতেও পাওয়া যায়—যদি প্রতিষ্ঠানটা হয় সোনালী লাইফ।

🎯 আমাকে সোনালী লাইফে যোগ দিতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে দুটি বিষয়ঃ
✅ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা:
যেখানে কর্মজীবনের শেষ প্রান্তে গিয়েও আর্থিক নিশ্চয়তা পাওয়া যায়।

✅ মৃত্যুকালীন ঝুঁকি বিমা:
স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু হলে পরিবার পায় ১০-২০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ—যা পরিবারের পাশে থাকার এক বাস্তব উদাহরণ।

💡 এটা শুধু একটা চাকরি নয়—এটা ভবিষ্যতের নিরাপত্তা।

🌟 সোনালী লাইফ কেন বেছে নেবেন?
🔸 নিজ এলাকায় থেকেই সম্মানজনক ক্যারিয়ার
🔸 দেশ বা দেশের বাইরে থেকেও কাজ করার সুযোগ
🔸 সীমিত শিক্ষাগত যোগ্যতায় শুরু করার সুযোগ
🔸 বিকাশযোগ্য আয় এবং পদোন্নতির সুবর্ণ সুযোগ
🔸 সময়োপযোগী ট্রেনিং ও সাপোর্ট

📣 আপনিও পারেন সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে!
আজই সোনালী লাইফ-এর ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে আমাদের সঙ্গে যোগ দিন এবং নিজের ও পরিবারের জন্য গড়ে তুলুন এক নিরাপদযৎ।

📍 অফিস: সন্দ্বীপ টাউন মেট্রো। Sonali Life Insurance Company Limited
👨‍💼
মোহাম্মদ মুরাদ
ইউনিট ম্যানেজার (UM)
📞 ০১৭১৬৮০৮৫৬৯.০১৮১৩২২০৮১৪

👉 আপনার ক্যারিয়ার, আপনার ভবিষ্যৎ—সোনালী লাইফের সাথে নিরাপদ ও সম্মানজনক পথে পা রাখুন।

[📩 ইনবক্স করুন আজই অথবা সরাসরি কল দিন]
জীবনের নতুন অধ্যায় শুরু হোক এখান থেকেই...

বীমা ভেঙে মাঝপথে থেমে যাবেন না!মাঝপথে বীমা ভেঙে কেন আপনাকে টিভি, ফ্রিজ বা চেয়ার-টেবিল কিনতে হবে? ২০-৫০ হাজার টাকা সঞ্চয় ...
02/06/2025

বীমা ভেঙে মাঝপথে থেমে যাবেন না!

মাঝপথে বীমা ভেঙে কেন আপনাকে টিভি, ফ্রিজ বা চেয়ার-টেবিল কিনতে হবে? ২০-৫০ হাজার টাকা সঞ্চয় জমে গেছে বলে বীমা ভেঙে এনে সমিতির কিস্তি দেবেন—এমনটা যারা করেন, তারা কখনোই প্রকৃত বীমার গুরুত্ব বোঝেন না।

বীমা মানে ভবিষ্যতের নিরাপত্তা। এটা পূর্ণ মেয়াদে চালাতে হয়। তাহলেই আপনার করা আশার বীজ একদিন ফল দেবে।
সমিতির কিস্তি দিতে হবে বলে, পাশের বাড়ির কেউ টাকা চাইছে বলে—এইসব ছোটখাটো কারণে বীমা ভেঙে ফেলা মানে নিজেকে ঠকানো।
লাখ টাকা জমেছে—তাকে সময় দিন বড় হওয়ার।
সামান্য সমস্যায় পড়ে বীমা ভাঙার সিদ্ধান্ত নেবেন না।

জীবনের যেকোনো ভালো কিছুর জন্য সামান্য কষ্ট হবেই। সেই কষ্টের পরেই আসে স্বপ্নপূরণের স্বাদ।
নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করুন, নিজের বীমা সচল রাখুন।
সময়মতো টাকা পরিশোধ করুন, ভবিষ্যতকে নিশ্চিত করুন।

Sonali Life Insurance Company Limited

🔐 #বীমা_হোক_নিরাপত্তার_অঙ্গীকার
🇧🇩 #বাংলাদেশ_বীমা_সচেতনতা
🚫 #বীমা_নয়_বিকল্প

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Murad Sonali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Murad Sonali:

Share