02/06/2025
বীমা ভেঙে মাঝপথে থেমে যাবেন না!
মাঝপথে বীমা ভেঙে কেন আপনাকে টিভি, ফ্রিজ বা চেয়ার-টেবিল কিনতে হবে? ২০-৫০ হাজার টাকা সঞ্চয় জমে গেছে বলে বীমা ভেঙে এনে সমিতির কিস্তি দেবেন—এমনটা যারা করেন, তারা কখনোই প্রকৃত বীমার গুরুত্ব বোঝেন না।
বীমা মানে ভবিষ্যতের নিরাপত্তা। এটা পূর্ণ মেয়াদে চালাতে হয়। তাহলেই আপনার করা আশার বীজ একদিন ফল দেবে।
সমিতির কিস্তি দিতে হবে বলে, পাশের বাড়ির কেউ টাকা চাইছে বলে—এইসব ছোটখাটো কারণে বীমা ভেঙে ফেলা মানে নিজেকে ঠকানো।
লাখ টাকা জমেছে—তাকে সময় দিন বড় হওয়ার।
সামান্য সমস্যায় পড়ে বীমা ভাঙার সিদ্ধান্ত নেবেন না।
জীবনের যেকোনো ভালো কিছুর জন্য সামান্য কষ্ট হবেই। সেই কষ্টের পরেই আসে স্বপ্নপূরণের স্বাদ।
নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করুন, নিজের বীমা সচল রাখুন।
সময়মতো টাকা পরিশোধ করুন, ভবিষ্যতকে নিশ্চিত করুন।
Sonali Life Insurance Company Limited
🔐 #বীমা_হোক_নিরাপত্তার_অঙ্গীকার
🇧🇩 #বাংলাদেশ_বীমা_সচেতনতা
🚫 #বীমা_নয়_বিকল্প