আমাদের সন্দ্বীপ

  • Home
  • আমাদের সন্দ্বীপ

আমাদের সন্দ্বীপ অপরুপ সৌন্দর্যের লীলাভূমি আমার জন্মভূমি সন্দ্বীপ!
(1)

স্বাগতম আমাদের সন্দ্বীপ পেইজে।

১২-১০-২০১৬ তারিখ থেকে আমরা প্রথম যাত্রা শুরু করি। আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারনেই আমাদের সাবলীল অগ্রযাত্রা। আমরা সব সময় চাই সকলে মিলে মিশে সুন্দরভাবে পেইজটিকে সামনে এগিয়ে নিতে

21/07/2025

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের দিকে ট্রেনিং বিমান বিধ্বস্ত!!

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়া-বহ বিমান দু-র্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বি-ধ্বস...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়া-বহ বিমান দু-র্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বি-ধ্বস্ত হয়।অনেক হতাহতের ঘটনা ঘটে।

18/07/2025

সন্দ্বীপের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির জন্য সকলের দোয়া প্রার্থনা।

চট্টগ্রাম, ১৮ই জুলাই, ২০২৫: আজ সন্দ্বীপের আদর্শ পাড়ায় একটি মর্মান্তিক অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে চট্টগ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংকটময় মুহূর্তে, আহত ব্যক্তির দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার পরিবারকে এই কঠিন সময় ধৈর্য্য ধরার শক্তি দেন।
সন্দ্বীপ থেকে রোগী পরিবহনের অসুবিধা এবং জরুরি চিকিৎসার অপ্রতুলতা একটি দীর্ঘদিনের সমস্যা।[1][2] বিশেষ করে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বা রাতে জরুরি রোগী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।[1][2] এই ঘটনাটি আবারও প্রমাণ করলো যে, সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন কতটা জরুরি।
আসুন, আমরা সবাই এই বিপদগ্রস্ত মানুষটির জন্য দোয়া করি এবং gleichzeitig সড়ক নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হই।

সন্দ্বীপের পশ্চিম উপকূলের মনোমুগ্ধকর দৃশ্য এবং সাগরের গর্জনের মুখে তালগাছের টিকে থাকার সংগ্রাম সত্যিই এক অসাধারণ চিত্রকল...
18/07/2025

সন্দ্বীপের পশ্চিম উপকূলের মনোমুগ্ধকর দৃশ্য এবং সাগরের গর্জনের মুখে তালগাছের টিকে থাকার সংগ্রাম সত্যিই এক অসাধারণ চিত্রকল্প।

চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ একটি প্রাচীন দ্বীপ, যা এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।[1] দ্বীপটির পশ্চিম তীরে, বিশেষ করে রহমতপুর ইউনিয়নে, নয়নাভিরাম সমুদ্র সৈকত রয়েছে।[2] এখানে নারিকেল গাছের সারি, সবুজ ঘাসের গালিচা এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।[3] এই এলাকাটি স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় অবকাশ যাপনের স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।[4]
তবে এই সৌন্দর্যের পাশেই রয়েছে এক কঠিন বাস্তবতা। মেঘনা নদীর মোহনায় ও বঙ্গোপসাগরের কিনারায় অবস্থানের কারণে সন্দ্বীপ প্রতিনিয়ত নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়।[1][5] ইতিহাসে এই দ্বীপের আয়তন ক্রমাগত নদী ভাঙনের ফলে উল্লেখ্যযোগ্যভাবে হ্রাস পেয়েছে।[1][6] পঞ্চদশ শতাব্দীতে সন্দ্বীপের আয়তন প্রায় ৬৩০ বর্গমাইল থাকলেও বর্তমানে তা ৮০ বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে।[1]
দ্বীপের পশ্চিম উপকূল, যা তার সৌন্দর্যের জন্য প্রশংসিত,।[3][7] আপনার দেখা তালগাছগুলো যেন এই দ্বীপের মানুষের মতোই প্রতিনিয়ত প্রকৃতির এই রুদ্ররূপের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে।
তবে আশার কথাও রয়েছে। সন্দ্বীপের চারপাশে নতুন চর জেগে উঠছে, যা দ্বীপটির আয়তন বাড়ার সম্ভাবনা তৈরি করেছে।[8][9] এছাড়া, দ্বীপটিকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন সময়ে বেড়িবাঁধ নির্মাণ ও পুনর্বাসনের মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে।[7]
সুতরাং, সন্দ্বীপের পশ্চিম পাড়ের দৃশ্য একদিকে যেমন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক, তেমনই অন্যদিকে তা সাগর ও নদীর সাথে এই দ্বীপের মানুষের বেঁচে থাকার সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি।

গুপ্তছড়া ফেরিঘাটে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধের আশঙ্কাসন্দ্বীপ, চট্টগ্রাম: সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটের খালে টানা বৃষ...
11/07/2025

গুপ্তছড়া ফেরিঘাটে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধের আশঙ্কা
সন্দ্বীপ, চট্টগ্রাম: সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটের খালে টানা বৃষ্টি এবং চ্যানেল খননের ফলে জমে থাকা পলি মাটিতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। এর ফলে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ড্রেজিং বা পলি অপসারণের ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফেরি চলাচলের সঙ্গে যুক্ত সূত্রের বরাত দিয়ে জানা যায়, সাম্প্রতিক বৃষ্টিপাত ও পূর্বে চ্যানেল খননের কারণে খালের মুখে প্রচুর পলি জমেছে। এতে ফেরি ভেড়ানো এবং ঘাট থেকে ছেড়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিকে ফেরি চলাচলের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। যদিও ফেরি মাস্টার শামসুল আলম সাইফুল-এর সাম্প্রতিক কোনো বক্তব্য গণমাধ্যমে পাওয়া যায়নি, তবে পূর্বে উদ্বোধনের সময় তিনি এই রুটের চ্যালেঞ্জ সম্পর্কে অবগত ছিলেন।[1][2][3]
চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিসটি চালুর পর থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকা এবং রুটে চলাচলকারী ফেরিটি সমুদ্রপথে চলাচলের জন্য পুরোপুরি উপযুক্ত না হওয়া।[4][5][6] এপ্রিল মাস থেকেই সাগর উত্তাল থাকার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।[5][6][7] এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় সন্দ্বীপের প্রায় চার লাখ বাসিন্দা দুর্ভোগের শিকার হন।[6]
গুপ্তছড়া ঘাটের নাব্যতা সংকট একটি পুরোনো সমস্যা। পূর্বেও এই ঘাটে ড্রেজিং করা হয়েছে এবং নিয়মিত ড্রেজিংয়ের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।[8][9] ২০২৪ সালে ঘাটটি উন্মুক্ত ঘোষণার পর থেকে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে।[4] তবে, স্থায়ী সমাধান না হওয়ায় সমস্যাটি রয়েই গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই রুটের নাব্যতা বজায় রাখার দায়িত্বে রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে ঘাট উন্নয়ন ও ড্রেজিংয়ের প্রকল্প গ্রহণ করা হয়েছে।[10] তবে, সাম্প্রতিক পলি জমে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে ড্রেজিং প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তা না হলে, সন্দ্বীপের বাসিন্দাদের স্বপ্নের এই ফেরি সার্ভিস আবারও বন্ধ হয়ে যেতে পারে, যা দ্বীপের অর্থনীতি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে।

11/07/2025

সন্দ্বীপে ১০ মাসে ৬ খুন, উত্তাল দ্বীপের জনজীবন
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে গত ১০ মাসে ৬টি খুনের ঘটনা ঘটেছে, যা দ্বীপের শান্ত জনজীবনকে অশান্ত করে তুলেছে। এই সময়ের মধ্যে একাধিক হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব সহিংস ঘটনা ঘটছে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে দেখা যায়, জুন মাসের শুরুতেই মগধরা ইউনিয়নে শিপন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।[1][2][3] তিনি স্থানীয় একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতার ভাই ছিলেন।[1] এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহমতপুর ইউনিয়নে সাবেক এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।[4][5][6]
এর আগে মে মাসে, খাল দখল ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এক সংঘর্ষে রিফাত নামের এক স্কুলছাত্র নিহত হয়।[7][8] এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে দেখছেন অনেকে।[7] এছাড়াও গত কয়েকমাসে বিভিন্ন সময়ে সহিংসতায় আরও কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন বিএনপি নেতা জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার ঘটনাও রয়েছে।[9]
হত্যাকাণ্ডের পাশাপাশি হত্যাচেষ্টার ঘটনাও বেড়েছে। এক ঠিকাদারকে অপহরণ করে হত্যার চেষ্টা এবং ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার আসামিদের জামিনে বেরিয়ে বাদীকে হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।[10][11] একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৮ মাসে সন্দ্বীপে ১২টি সংঘর্ষের ঘটনায় ৩টি হত্যাকাণ্ড ঘটেছে, যার প্রতিটির পেছনেই রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকা দখল কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা রয়েছে।[7]
আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতিতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।[9][12] স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা বিভিন্ন گروه-উপগোষ্ঠীর অন্যায়-অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ।[9] মাদক ব্যবসা, অবৈধভাবে মাটি কাটা ও দখল বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় দ্বীপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।[13] এই পরিস্থিতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৃষ্টি আকর্ষণ: অবহেলিত সারিকাইত ২নং ওয়ার্ডের লতিফ পাড়া সড়কএকটি রাস্তা, ১৫ বছরের অবহেলা এবং একটি জনপদের নিরব কান্না। মোঃ ...
11/07/2025

দৃষ্টি আকর্ষণ: অবহেলিত সারিকাইত ২নং ওয়ার্ডের লতিফ পাড়া সড়ক
একটি রাস্তা, ১৫ বছরের অবহেলা এবং একটি জনপদের নিরব কান্না।

মোঃ আরিফ সন্দ্বীপ আমাদের সন্দ্বীপ পেইজ। লোকেশন সাঈদ মার্কেট থেকে দক্ষিণ দিকের রাস্তা।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের অধিকাংশ সড়ক বিগত ১৫ বছর অবহেলিত। উল্লেখ্য ২নং ওয়ার্ডের অন্তর্গত লতিফ পাড়া সড়কটি যেন উন্নয়নের আলো থেকে বঞ্চিত এক বিচ্ছিন্ন দ্বীপ। দীর্ঘ ১৫ বছর ধরে সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষায় হাঁটু সমান কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালির রাজত্ব—এটাই যেন এখানকার মানুষের নিয়তি।
সবচেয়ে বেশি কষ্ট আর দুর্ভোগের শিকার হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। প্রতিদিন এই ভাঙা রাস্তা দিয়েই শত শত শিশু স্কুল ও মাদ্রাসায় যায়। কাদা-পানিতে মাখামাখি হয়ে ক্লাসে যাওয়া, বই-খাতা নষ্ট হওয়া আর হোঁচট খেয়ে আহত হওয়া তাদের নিত্যদিনের সঙ্গী। তাদের শিক্ষার অধিকার কি এই রাস্তায় এসে থেমে যাবে?
অন্যদিকে, আমাদের বয়স্ক মুরুব্বিরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া কিংবা দৈনন্দিন কাজে বের হওয়া তাদের জন্য এক বিরাট ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিগত শাসন আমলে রাজনৈতিক বিভাজনের অজুহাতে এই সড়কটি অবহেলিত ছিল। বিগত শাসন আমলে বলতো এই রাস্তার আশেপাশে বসবাসকারী পরিবারগুলো নাকি বিএনপি পরিবারের সাথে যুক্ত এইজন্য এই সড়কের সহজকার কাজ হয়নি। বারবার আবেদন করেও কোনো ফল মেলেনি। কিন্তু আমরা বিশ্বাস করি, উন্নয়ন হোক সার্বজনীন। একজন নাগরিকের পথ চলার অধিকার তার রাজনৈতিক পরিচয় দিয়ে নির্ধারিত হতে পারে না। ওরা কোনো দলের নয়, ওরা বাংলাদেশের নাগরিক।
বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা সদস্য, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, দল-মত নির্বিশেষে এই এলাকার সকল নাগরিকের কথা ভেবে দ্রুততম সময়ে লতিফ পাড়া সড়কটি সংস্কারের উদ্যোগ নিন।
আসুন, শিশুদের নিরাপদে স্কুলে যাওয়া এবং মুরুব্বিদের স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করি।
#সন্দ্বীপ #সারিকাইত #রাস্তার_দুর্ভোগ #জনদুর্ভোগ #মাননীয়_উপদেষ্টা_মহোদয়_সন্দ্বীপ #উপজেলা_প্রশাসন_সন্দ্বীপ #স্থানীয়_সরকার #উন্নয়ন_চাই #নাগরিক_অধিকার #চট্টগ্রাম

আগামীকাল কুমিরা গুপ্তছড়া রুটে সবধরনের নৌ-যান চলাচল করবে ইনশাআল্লাহ।জাহাজ সন্দ্বীপ থেকে সকাল ৮টায় এবং কুমিরা হতে সকাল ১০ ...
10/07/2025

আগামীকাল কুমিরা গুপ্তছড়া রুটে সবধরনের নৌ-যান চলাচল করবে ইনশাআল্লাহ।

জাহাজ সন্দ্বীপ থেকে সকাল ৮টায় এবং কুমিরা হতে সকাল ১০ টা ৩০

ফেরি সন্দ্বীপ থেকে ভোর ৪ টায় এবং বাঁশবাড়িয়া হতে সকাল ১০ টায়
মালের বোট কুমিরা হতে সকাল ১১ টায় এবং সন্দ্বীপ থেকে দুপুর ১ টা
জোয়ার ভাটার কারনে সিডিউল বিলম্ব হতে পারে।
📌১১ জুলাই ২০২৫

10/07/2025

সন্দ্বীপের সকল ট্রাক, টলি ও অটোরিকশা চালক ভাইদের প্রতি একটি আকুল আবেদন।

প্রিয় চালক ভাইয়েরা,
আপনারা দয়া করে যানবাহনগুলো ধীর গতিতে এবং অনেক বেশি সতর্কতার সাথে চালান। সন্দ্বীপের রাস্তায় আপনাদের চালানো গাড়িগুলোর অতিরিক্ত গতি সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করছে এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মনে রাখবেন, আপনার একটি মুহূর্তের অসতর্কতা বা একটি দুর্ঘটনা শুধু আপনার জীবনকেই নয়, একটি বা একাধিক পরিবারকে সারা জীবনের জন্য কান্না ও অসহায়ত্বের মধ্যে ঠেলে দিতে পারে। আপনার পরিবার যেমন আপনার ফেরার অপেক্ষায় থাকে, তেমনি রাস্তার প্রতিটি মানুষেরও একটি পরিবার আছে।
আসুন, আমরা সবাই সচেতন হই। নিজে নিরাপদে থাকুন এবং অন্যদেরও নিরাপদে রাখুন।

09/07/2025

ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সন্দ্বীপের বিভিন্ন জায়গায়,
অতিবৃষ্টি পানি পর্যাপ্ত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, রাস্তাঘাটের উপর পানি জমে গেছে।

08/07/2025

সন্দ্বীপ বাসী আজকের মতো আগামী কালও হতে পারে ভারী বর্ষন।🌧️🌧️

Address


Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সন্দ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের সন্দ্বীপ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

স্বাগতম আমাদের সন্দ্বীপ পেইজে। ১২-১০-২০১৬ তারিখ থেকে আমরা প্রথম যাত্রা শুরু করি। আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারনেই স্বাবলম্বী অার অামাদের অগ্রযাত্রা। আমরা সব সময় চাই সকলে মিলে মিশে সুন্দরভাবে পেইজটিকে সামনে এগিয়ে নিতে।তাই সবসময় অাপনাদের সহযোগিতা কামনা করি।