আমাদের সন্দ্বীপ

আমাদের সন্দ্বীপ অপরুপ সৌন্দর্যের লীলাভূমি আমার জন্মভূমি সন্দ্বীপ!
(1)

স্বাগতম আমাদের সন্দ্বীপ পেইজে।

১২-১০-২০১৬ তারিখ থেকে আমরা প্রথম যাত্রা শুরু করি। আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারনেই আমাদের সাবলীল অগ্রযাত্রা। আমরা সব সময় চাই সকলে মিলে মিশে সুন্দরভাবে পেইজটিকে সামনে এগিয়ে নিতে

16/08/2025

অতিরিক্ত গতিই কি ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনার মূল কারণ?

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন এবং দুর্ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে, ব্যাটারিচালিত অটোরিকশাগুলির অতিরিক্ত গতি বহু দুর্ঘটনার একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যানবাহনগুলো দ্রুতগতিতে চলার জন্য ডিজাইন করা হয়নি এবং এদের গঠনগত দুর্বলতার কারণে উচ্চ গতিতে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতামত ও দুর্ঘটনার চিত্র:
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের একজন সহকারী অধ্যাপক কাজী মোঃ শিফুন নেওয়াজ জানান, এই অটোরিকশাগুলো দ্রুত চললেও, সেই গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কাঠামো তাদের নেই, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। [২] তিনি আরও বলেন, এই যানগুলো সাধারণ রিকশার মতো দেখতে হলেও অনেক বেশি গতিসম্পন্ন হওয়ায় অন্য চালকদের জন্য বিভ্রান্তির সৃষ্টি করে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও উঠে এসেছে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার ভয়াবহ চিত্র। ২০২২ সালের আগস্টে ঢাকার জুরাইনে একটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রীকে চাপা দেয়, যেখানে একজন মারা যায়। [২] সন্দ্বীপ আদর্শ পাড়াতে কিছুদিন আগে অতিরিক্ত গতির কারণে এক্সিডেন্ট হয়। [২] দেখা গেছে, চালকরা প্রায়শই অপ্রয়োজনীয়ভাবে উচ্চ গতিতে গাড়ি চালান, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
গতি ছাড়াও অন্যান্য কারণ:
অতিরিক্ত গতি দুর্ঘটনার একটি বড় কারণ হলেও, আরও কিছু বিষয় এর সাথে জড়িত:
অদক্ষ চালক: অনেক চালকেরই যথাযথ প্রশিক্ষণ এবং লাইসেন্স নেই।
যান্ত্রিক ত্রুটি: ব্রেকিং সিস্টেম দুর্বল হওয়া এবং যানের ভারসাম্য ঠিক না থাকাও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। [৭]
আইনের প্রয়োগে শিথিলতা: অবৈধভাবে চলাচলকারী এসব অটোরিকশার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেওয়ার কারণেও চালকরা বেপরোয়া হয়ে উঠছে।
রাস্তার অবস্থা: অনেক সময় রাস্তার খানাখন্দ বা মোড় ঘোরার সময়ও দুর্ঘটনা ঘটে থাকে।
সামগ্রিক চিত্র:
যদিও ব্যাটারিচালিত অটোরিকশা স্বল্প দূরত্বে যাতায়াতের একটি সহজ ও সাশ্রয়ী মাধ্যম, তবে এর অনিয়ন্ত্রিত চলাচল এবং চালকদের বেপরোয়া মনোভাব এটিকে একটি ঝুঁকিপূর্ণ যানে পরিণত করেছে। [৬, ৭] শুধুমাত্র গতি নিয়ন্ত্রণ নয়, বরং চালকদের প্রশিক্ষণ, যানবাহনের নিবন্ধন এবং ট্র্যাফিক আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই দুর্ঘটনাগুলো কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই সবার অবস্থান থেকে অটো রিক্সাওয়ালাদেরকে ধীরে গতিতে চালানোর জন্য অনুরোধ করবেন। যারা অটো রিক্সাটি যাত্রী বিশেষ কি আপনারা সব সময় বলবেন অতিরিক্ত গতি হলে আপনারা নেমে যাওয়ার ধমকি দিবেন। আমাদের সন্দ্বীপের ব্যাটারি চালিত রিক্সাওয়ালা ভাইরা আপনাদেরকে অনুরোধ করব ধীরে গতিতে দেখে শুনে চালানোর জন্য।

14/08/2025

পরিবর্তন হয়নি সন্দ্বীপের স্বাস্থ্য খাত,পরিবর্তন হয়নি চিকিৎসা ব্যবস্থা🙂

সন্দ্বীপের জেলে ভাইদের জন্য জরুরি সতর্কতা বার্তাবিষয়: সমুদ্র উত্তাল এবং ৩ নম্বর সতর্ক সংকেত।চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার...
14/08/2025

সন্দ্বীপের জেলে ভাইদের জন্য জরুরি সতর্কতা বার্তা
বিষয়: সমুদ্র উত্তাল এবং ৩ নম্বর সতর্ক সংকেত।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সকল জেলে ভাইদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আবহাওয়া অফিস কর্তৃক সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর বর্তমানে অনেক উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সকল জেলে ভাইদের প্রতি অনুরোধ:
জীবন সর্বাগ্রে: এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যাওয়া থেকে বিরত থাকুন।
আবহাওয়ার খবর রাখুন: আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং সতর্ক সংকেত তুলে না নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নিয়মিত আবহাওয়ার বুলেটিন ও সংবাদের ওপর নজর রাখুন।
নিরাপদে থাকুন: যারা বর্তমানে সাগরে অবস্থান করছেন, তাদের অতিসত্বর উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে ফিরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
পারিবারিক দায়িত্ব: মনে রাখবেন, আপনার পরিবারের কাছে আপনার জীবন্য। আপনার নিরাপত্তার ওপর আপনার পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ভরশীল।
সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি ও জেলে নিখোঁজ হওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এছাড়াও, জেলেদের অপহরণের মতো ঘটনাও ঘটছে। তাই, সকল প্রকার বিপদ এড়াতে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যক।
আসুন, আমরা সবাই মিলে প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকি এবং নিজেদের ও অন্যের জীবন রক্ষায় সচেতন ভূমিকা পালন করি।
প্রচারে:
[আমাদের সন্দ্বীপ পেইজ]
সন্দ্বীপ, চট্টগ্রাম।

ফেরীর মাষ্টার সাইফুল ভাই না থাকলে কি ফেরী চলবে না?  ২৪ এপ্রিল আমি একটা ল্যাপটপ কিনার জন্য চট্টগ্রাম যায়। নদীর অবস্থা তেম...
12/08/2025

ফেরীর মাষ্টার সাইফুল ভাই না থাকলে কি ফেরী চলবে না?

২৪ এপ্রিল আমি একটা ল্যাপটপ কিনার জন্য চট্টগ্রাম যায়। নদীর অবস্থা তেমন একটা ভালো ছিল না, খুব ভোর বেলায় ঘাটে যায়, আমাকে দিনে দিনে আবার সন্দ্বীপ ফিরে আসতে হবে। ঘাটে যখন পৌঁছাই তখন ঘড়ির কাটায় সাতটা ত্রিশ। নদী সব সময় ভোরে একটু শান্ত থাকে আমরা সবাই জানি। তারপরও সে দিন দু’একটা স্পিড বোট চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেলেও তাতে ঝুঁকি বেশি ছিল।

আটটা বারো মিনিটে ফেরী ছেড়ে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমি মাস্টার কেভিনের বাম পাশে দাড়িয়ে কতদূরে গেলেও আধাঘন্টা পর ফেরী কন্ট্রোল রুমে প্রবেশ করি। সেখানে আমার সাথে সাইফুল ভাই ও তার সহযোগি সহ অন্যান্যদের সাথে সালাম বিনিময় হয়।কয়েকজন সিনিয়র রাজনীতি ব্যক্তিবর্গ সহ আমি পেছনে বসে নদী পাড় হচ্ছিলাম।

কিছু দূর যেতেই হঠাৎ নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেলো, শুরু হয়ে গেলো ফেরী মাস্টার সাইফুল ভাই ও তার সহযোগির তৎপরতা। আমি যে জায়গায় বসে আছি সেখানে বসে থাকাটাই দায় হয়ে গেছে। আমি কন্ট্রোল রুম থেকে বাহিরে দেখতে গিয়ে ফ্লোরে পড়ে যায়। ফেরীতে থাকা সামনের গাড়ী, কাভার্ড ভ্যান গুলো নড়াচড়া দেখে আমার মাথা ঘুরাচ্ছিল অতিরিক্ত। আমি এতো কিছুর ভিতরেও লক্ষ্য করলাম সাইফুল ভাই এই ঢেউ কাটানো এবং ফেরী কন্ট্রোলের যে আপ্রাণ চেষ্টা। কিন্তু তার সহযোগি মেজাজ হারিয়ে আবোল তাবোল শব্দ উচ্চারণ করতে শুরু করলো। এ রকম প্রায় বাঁশ বাড়িয়া ঘাট পর্যন্ত ঢেউয়ের তীব্রতা চলতে থাকলো।

শেষ পর্যন্ত ঘাটে অনেক কষ্টে ভিড়লো ফেরী। আমার অতিরিক্ত মাথা ঘুরার কারণে আমি মাস্টার কন্ট্রোল রুম থেকে বের হয়ে সাইডে বাতাসে দাঁড়িয়ে যাত্রী নামার দৃশ্য দেখছিলাম। আমার পাশে সাইফুল ভাই এসে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই মুহুর্তে একজন কর্তব্যরত লোক এসে সাইফুল ভাইয়ের সাথে তর্কে জড়ালেন। এক এক করে কয়েকজন জড়ো হয়ে তার সাথে তর্কে জড়ালেন। (দেখে মনে হচ্ছিল তারা এই রকম রুটে কখনোই ফেরী চালানোর অভ্যাস নেই।) একজন বলছেন আপনি এ মুহুর্তে চিঠি পাঠান এই রুটে ফেরী চলবে না! একজন বলছেন আমাদের ফেরী উদ্বোধনের কথা বলে এখানে এনেছেন, এক মাস চলবে, এখন আমরা কি জান দিবো নাকি? আমার পরিবার আছে, জেনেশুনে মরবো নাকি? একজন বলছেন আপনার মতো সাগরে থাকার অভ্যাস আমাদের আছে নাকি! এই রকম রুট আমরা কখনোই দেখি নাই। (তারা বুঝাতে চাইলো ফেরী আগে যে রুটে ছিল সে রুটে নদীর অবস্থা এমন ছিল না।) একজন বলছেন আপনি একা চালান ফেরী আমরা আজই নেমে যাবো ফেরী থেকে। সাইফুল ভাই তাদের শান্তনা দিলো নাকি পরিস্থিতি শান্ত করতে বলতে দেখলাম আমি তো চিঠি অনেক আগেই দিয়ে রাখছি। বাকীটা অফিসের নির্দেশনায় আমার করার কিছু নেই। পরক্ষণে আমি নেমে গেলেও ওনাদের তর্কাতর্কি চলছিল.....

সাইফুল ভাই ছাড়াও ফেরী চলবে, তিনি না থাকলেও কিছু আসবে না যাবেও না, বাংলাদেশে শুধু মাস্টার সাইফুল ইসলাম না আরো শত শত মাস্টার রয়েছে। ফেরী চলবে নতুন কারো মাধ্যমে। কিন্তু সন্দ্বীপে যে তার জন্মস্থান হিসেবে নদীর সাথে তার সাহস আর অভ্যাস আছে সেটি নতুন কারো থাকবে কি-না? অন্য জেলার নদীর সাথে আমাদের নদীর রুটে মিল থাকবে কি-না? থাকলেও নিয়মিত বা একটু খারাপ ওয়েদারেও ফেরী চলবে কি-না সেটি দেখার বিষয়।

নাকি আমরা আবারও লিখতে হবে, মালের বোট, লাল বোট, স্পীড বোট এবং সার্ভিস বোট সবই চলছে কিন্তু ফেরী বন্ধ কেনো? লিখে ফেইসবুক তোলপাড় করতে হবে?

লিখেছেন
আলি হোসেন
দপ্তর সম্পাদক
সন্দ্বীপ প্রেস ক্লাব।

বি:দ্র: -উপরের ঘটনার অন্য আরেকদিনের প্রত্যক্ষদর্শী ছিলাম আমি।🙂

হঠাৎ সন্দ্বীপের কিং খ্যাত হেজন ভাইয়ের সাথে দেখা কমপ্লেক্সে ছবি তুলার বদলে পান খাওয়াইতে হইছে😀
07/08/2025

হঠাৎ সন্দ্বীপের কিং খ্যাত হেজন ভাইয়ের সাথে দেখা কমপ্লেক্সে
ছবি তুলার বদলে পান খাওয়াইতে হইছে😀

গতকাল নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ নারায়ণগঞ্জে আনন্দ শিপইয়ার্ডে গিয়েছিলাম কোস্টাল ফেরীর নির্মাণ কাজের...
05/08/2025

গতকাল নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ নারায়ণগঞ্জে আনন্দ শিপইয়ার্ডে গিয়েছিলাম কোস্টাল ফেরীর নির্মাণ কাজের অগ্রগতি দেখতে। আদতে এগুলি সিট্রাক-সকল আবহাওয়ায় উত্তাল সমুদ্রে চলাচলের উপযোগী। আসনসংখ্যা ৩১৯।

অসুবিধা হলো গাড়ী পরিবহন সুবিধা সীমিত। চার পাঁচটি ছোট গাড়ী বা মাঝারি ট্রাক পরিবহন করতে পারবে। আরেকটি ভিন্নতা হলো ফেরীর পেছন দিক থেকে গাড়ী ফেরিতে উঠবে।

সবদিক বিবেচনা করে নৌ পরিবহন উপদেষ্টা সিদ্ধান্ত দিয়েছেন ফেরী কপোতাক্ষ সন্দ্বীপে চলাচল করবে।এ ছাড়াও দুটি সিট্রাক দেয়া হবে সব আবহাওয়ায় চলাচলের জন্য।

চেয়ারম্যান বিআইডব্লিউটিএ জানালেন, আবহাওয়ার উন্নতি হলেই ড্রেজিং এর কাজ শুরু হবে দুই প্রান্তেই।
©ফাউজুল কবির খান
মাননীয় উপদেষ্টা

28/07/2025

দাদুর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় সন্দ্বীপ মেডিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাচ্ছি। সাগরে প্রচুর বৃষ্টি আর বাতাস। অনেকেই আমাকে রাত থেকে মেসেজ এবং কল দিচ্ছেন, ব্যস্ততার কারণে আমি অনেকের কল বা মেসেজের রিপ্লাই করতে পারছিনা। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন।
©

26/07/2025

সন্দ্বীপের জেলেদের মুখে হাসি, জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাংলাবাজার ঘাট ও গাছতলার হাটে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বইছে। 최근 বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়ায় তাদের মুখে হাসি ফুটেছে।[1] দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় জেলেপল্লীগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১২ জুন থেকে জেলেরা সাগরে মাছ ধরতে নামেন।[1] মৌসুমের শুরুতে তেমন ইলিশের দেখা না মিললেও, জুলাই মাসের শেষ দিকে এসে পরিস্থিতি পাল্টে যায়। জেলেরা জানাচ্ছেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি ট্রলারেই এখন দ্বিগুণ-তিনগুণ বেশি ইলিশ ধরা পড়ছে।[2] এর ফলে সন্দ্বীপের প্রধান মাছঘাট বাংলাবাজার ও গাছতলীসহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলো এখন ইলিশে সয়লাব।
এই বছর ইলিশের আকারও বেশ ভালো। জাটকা ও মা ইলিশ শিকার নিষিদ্ধ করার ইতিবাচক প্রভাব হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।[1] ভালো আকারের মাছ পাওয়ায় এবং বাজারে ভালো দাম থাকায় জেলেরা খুশি।[1] মৎস্য কর্মকর্তারা আশা করছেন, এই বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ টন ছাড়িয়ে যাবে, যা গত কয়েক বছরের তুলনায় বেশি।[1]
তবে, জেলেদের মুখে হাসি থাকলেও বাজারে ইলিশের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।[1] খুচরা বাজারে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।[1] জেলেরা ভালো দাম পেলেও, আড়তদার ও খুচরা বিক্রেতাদের হাত বদলে দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে।
উল্লেখ্য, গত বছর ও চলতি বছরের শুরুতে সন্দ্বীপ চ্যানেলে ইলিশের আকাল দেখা দিয়েছিল, যার ফলে অনেক জেলে ও ট্রলার মালিককে লোকসান গুনতে হয়েছিল।[3][4] সেই তুলনায় বর্তমানে ইলিশের প্রাচুর্য জেলেদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

সন্দ্বীপের কিশোর আরাফাত পদ্মা নদীতে নিখোঁজ, সন্ধান মেলেনি।চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের কিশোর আরাফাত পদ্...
25/07/2025

সন্দ্বীপের কিশোর আরাফাত পদ্মা নদীতে নিখোঁজ, সন্ধান মেলেনি।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের কিশোর আরাফাত পদ্মা নদীতে নিখোঁজ হয়েছে। সে সুরেশ্বরী নামের একটি বাল্কহেডে কাজ করার সময় উত্তাল নদীতে পড়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর থেকে কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, আরাফাতের বাড়ি সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নোয়ালি গো বাড়িতে। তার বাবার নাম মোহাম্মদ কবির। ঘটনার দিন বাল্কহেডে কাজ করার সময় উত্তাল পদ্মার কবলে পড়ে যান তিনি। মূলত, নদী উত্তাল থাকায় বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরাফাতের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

21/07/2025

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের দিকে ট্রেনিং বিমান বিধ্বস্ত!!

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়া-বহ বিমান দু-র্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বি-ধ্বস...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়া-বহ বিমান দু-র্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বি-ধ্বস্ত হয়।অনেক হতাহতের ঘটনা ঘটে।

Address

Sandwip Chittagong
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সন্দ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের সন্দ্বীপ:

Share

Our Story

স্বাগতম আমাদের সন্দ্বীপ পেইজে। ১২-১০-২০১৬ তারিখ থেকে আমরা প্রথম যাত্রা শুরু করি। আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারনেই স্বাবলম্বী অার অামাদের অগ্রযাত্রা। আমরা সব সময় চাই সকলে মিলে মিশে সুন্দরভাবে পেইজটিকে সামনে এগিয়ে নিতে।তাই সবসময় অাপনাদের সহযোগিতা কামনা করি।