আমাদের সন্দ্বীপ

আমাদের সন্দ্বীপ অপরুপ সৌন্দর্যের লীলাভূমি আমার জন্মভূমি সন্দ্বীপ!
(1)

স্বাগতম আমাদের সন্দ্বীপ পেইজে।

১২-১০-২০১৬ তারিখ থেকে আমরা প্রথম যাত্রা শুরু করি। আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারনেই আমাদের সাবলীল অগ্রযাত্রা। আমরা সব সময় চাই সকলে মিলে মিশে সুন্দরভাবে পেইজটিকে সামনে এগিয়ে নিতে

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সারিকাইত ২নং ওয়ার্ডের লতিফের গো ডাক্তার শহীদুল্লাহর বাড়ির লতিফ পাড়া বায়তুল্লা...
04/11/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সারিকাইত ২নং ওয়ার্ডের লতিফের গো ডাক্তার শহীদুল্লাহর বাড়ির লতিফ পাড়া বায়তুল্লাহ জামে মসজিদের সম্মানিত মোয়াজ্জেম এবং গ্রামের শিশুদের কুরআন শিক্ষার শিক্ষক, জনাব মোঃ মহসিন হুজুরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। আল্লাহ পাক তাঁদেরকে এই অপূরণীয় ক্ষতি সইবার তৌফিক দান করুন।

আমরা সকলেই মরহুমের মাগফিরাতের জন্য দোয়া করি।

বিএনপি'র চূড়ান্ত প্রার্থী এখনো নির্বাচিত হয়নি। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, চট্টগ্রাম সন্দ্বীপ-৩ আসনে তাদের ম...
03/11/2025

বিএনপি'র চূড়ান্ত প্রার্থী এখনো নির্বাচিত হয়নি। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, চট্টগ্রাম সন্দ্বীপ-৩ আসনে তাদের মনোনীত প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। এই আসনে একাধিক ব্যক্তি মনোনয়নের জন্য আবেদন করেছেন এবং বিএনপি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। বিএনপি থেকে কে পাবে এই সোনার হরিণ সবার মতামত কমেন্ট বক্সে দেখতে চাই।

সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টাসেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টাঢাকায় নিযুক্ত ...
02/11/2025

সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির নিক থেকে পাওয়া সেই নৌকা কী করবেন? এই প্রশ্নের উত্তর হয়তো পাননি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অবশেষে সেই নৌকার ঠাঁই হয়েছে সরকারি তোষাখানায়।
গতকাল শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।

পরে রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উপহারের নৌকা নিয়ে কী করবেন, তা জানতে চান উপদেষ্টা। পরে সেই উপহারের নৌকা সরকারি তোষাখানায় জমা দেন তিনি।

রবিবার বিকেলে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে এজন্য প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হয়েছে।

সারিকাইত ওয়াদুদিয়া মাদরাসার ছাত্র মোহাম্মদ  সাইমুন সড়ক দু/র্ঘ/ট/না/য় মা/রা/ত্ম/ক/ভা?বে আ/হ/ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ...
31/10/2025

সারিকাইত ওয়াদুদিয়া মাদরাসার ছাত্র মোহাম্মদ সাইমুন সড়ক দু/র্ঘ/ট/না/য় মা/রা/ত্ম/ক/ভা?বে আ/হ/ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা নেতৃবৃন্দ অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং চি/কি/ৎ/সা/র জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, আহত সাইমুন পৌরসভা ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মীর ইসমাইল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বঙ্গোপসাগরে খুশির বন্যা! এক ট্রলারে ১৭৫ মণ ইলিশ! 🎣**আলহামদুলিল্লাহ! শেষ মৌসুমে ইলিশের প্রাচুর্যে জেলেদের মুখে ফুটেছে চওড়...
31/10/2025

বঙ্গোপসাগরে খুশির বন্যা! এক ট্রলারে ১৭৫ মণ ইলিশ! 🎣**

আলহামদুলিল্লাহ! শেষ মৌসুমে ইলিশের প্রাচুর্যে জেলেদের মুখে ফুটেছে চওড়া হাসি। আজকের দিনে বঙ্গোপসাগরে একটি ট্রলারেই ধরা পড়েছে রেকর্ড পরিমাণ ১৭৫ মণ ইলিশ!

ইলিশ আমাদের জাতীয় মাছ, আর এই বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরে সারা দেশের মৎস্যজীবী ও মৎস্যপ্রেমীদের মধ্যে আনন্দের ঢেউ লেগেছে। কঠোর পরিশ্রমের পর এমন সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই শুভ মুহূর্তে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আশা করি আগামী দিনগুলোতেও আমাদের জেলেরা এমন সফলতার দেখা পাবেন।

#ইলিশ #বঙ্গোপসাগর #জেলেদেরহাসি #মৎস্যসম্পদ #১৭৫মণইলিশ

28/10/2025

আজ থেকে গুপ্তছড়া ফেরিঘাটে ড্রেজিং শুরু হয়েছে, ধন্যবাদ BIWTA কতৃপক্ষকে।
© কবির সোহেল ভাই
#আমাদেরসন্দ্বীপ

সন্দ্বীপের পূর্ব প্রান্তে নতুন চরের হাতছানি! 🌊দ্বীপের কোল ঘেঁষে জেগে উঠেছে এক নতুন ভূমি, যা সন্দ্বীপবাসীর জন্য বয়ে এনেছে...
25/10/2025

সন্দ্বীপের পূর্ব প্রান্তে নতুন চরের হাতছানি! 🌊

দ্বীপের কোল ঘেঁষে জেগে উঠেছে এক নতুন ভূমি, যা সন্দ্বীপবাসীর জন্য বয়ে এনেছে অপার সম্ভাবনা আর অফুরন্ত কৌতূহল। যাতায়াতের কষ্ট সত্ত্বেও, নতুন চরের হাতছানি যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছে জনজীবনে।

এই নতুন চর শুধু একখণ্ড মাটি নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, যা প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর এক জীবন্ত উদাহরণ। বালুকাময় এই চর ভবিষ্যতে হয়ে উঠতে পারে নতুন বসতি, কৃষিক্ষেত্র কিংবা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য।

আসুন, আমরা সবাই মিলে এই নতুন চরকে স্বাগত জানাই এবং এর সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর স্বপ্ন দেখি।

24/10/2025

আমার পুতের মুখটা একটু দেহাই দেসনা বাবা-দেখতাম | ছেলের লা'শ নিতে এসে বিমানবন্দরে মায়ের আ'হা'জা'রি!

23/10/2025

১৯ তারিখ সকালটা... যখনই মনে পড়ে, বুকের ভেতরটা কেঁপে ওঠে। শুধু আমার বুক নয়, মনে হয় সেদিন সন্দ্বীপের মাটিও কেঁপে উঠেছিল এক অজানা আতঙ্কে। এতগুলো অ্যাম্বুলেন্স একসাথে, তাদের সাইরেনের তীক্ষ্ণ আওয়াজগুলো যেন এখনো কানে বাজে। সেই দৃশ্য, সেই শব্দ, সেই অনুভূতি – সব মিলিয়ে এক দুঃস্বপ্ন হয়ে আছে। সেই সকালের স্মৃতিগুলো আজও বড় বেশি জীবন্ত, বড় বেশি বেদনাদায়ক।

19/10/2025

সন্দ্বীপের আকাশে আজ শোকের কালো মেঘ। প্রতিটি পরিবারে কান্নার রোল, এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা। এর আগে সন্দ্বীপের ইতিহাসে প্রবাস থেকে একসাথে এতগুলো মরদেহ আসেনি। আমাদের ৭ জন রেমিট্যান্স যোদ্ধার দাফন কাফন সম্পন্ন হয়েছে।

আজ রাতের গভীর অন্ধকার যেন কাটছেই না, ভোরের আলো ফুটতে চাইছে না। চারদিক কেমন নিস্তব্ধ, দীপ যেন শোকে পাথর। এই ঘোর কাটলেই সন...
19/10/2025

আজ রাতের গভীর অন্ধকার যেন কাটছেই না, ভোরের আলো ফুটতে চাইছে না। চারদিক কেমন নিস্তব্ধ, দীপ যেন শোকে পাথর। এই ঘোর কাটলেই সন্দ্বীপের তীরে এসে পৌঁছাবে ৭ জন ওমান প্রবাসীর প্রাণহীন দেহ। দ্বীপের ৪০০ বছরের ইতিহাসে প্রবাস থেকে একসাথে এতগুলো লাশ আর কখনো আসেনি। এই শোক সন্দ্বীপবাসীকে স্তব্ধ করে দিয়েছে।

হে আল্লাহ, সন্দ্বীপবাসীকে এই বিশাল শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।

Address

Sandwip Chittagong
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সন্দ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের সন্দ্বীপ:

Share

Our Story

স্বাগতম আমাদের সন্দ্বীপ পেইজে। ১২-১০-২০১৬ তারিখ থেকে আমরা প্রথম যাত্রা শুরু করি। আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারনেই স্বাবলম্বী অার অামাদের অগ্রযাত্রা। আমরা সব সময় চাই সকলে মিলে মিশে সুন্দরভাবে পেইজটিকে সামনে এগিয়ে নিতে।তাই সবসময় অাপনাদের সহযোগিতা কামনা করি।