
28/09/2025
অনেকেই আবেগে গা ভাসাচ্ছে। বিস্তারিত না জেনে সংগঠন নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে- মর্মে ফেসবুকে পোস্ট করছেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। তবে জামায়াতের কেন্দ্রীয় একাধিক নেতা সময় সংবাদকে জানিয়েছেন, লোগো পরিবর্তন নয়, বরং নতুন লোগো তৈরি করা হচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর দুজন কেন্দ্রীয় নেতা সময় সংবাদকে জানান, দলটির নির্বাচনী প্রতীক থাকলেও নির্দিষ্ট কোনো লোগো বা পতাকা কখনোই ছিল না। এবার সেটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এজন্য কয়েকটি প্রস্তাবিত লোগোও নির্ধারণ করা হয়েছে।
আজ সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। দাঁড়িপাল্লার সঙ্গে দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত লোগোটি তৈরি করা হয়েছে। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।
স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের সময় পেছনে দলটির নতুন লোগ এবং পতাকা দেখা যায়।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই দুই নেতা সময় সংবাদকে জানান, আজ জামায়াত আমিরের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাৎকালে যে লোগোটি দেখা গেছে সেটিও একটি প্রস্তাবিত লোগো মাত্র।
তারা আরো জানান, এতদিন নির্ধারিত কোনো লোগো না থাকায় এখন সেটি নির্ধারণের কাজ চলছে।
এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা সাংবাদিকদের ডেকে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।