Celebrity Update

Celebrity Update ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত পাবেন 💔
(2)

মন দিয়ে পড়ুন আর পেট ভরে হাসুন
09/08/2025

মন দিয়ে পড়ুন আর পেট ভরে হাসুন

FtoF
06/08/2025

FtoF

04/08/2025

"ফেসবুক চালায় 📱 কিন্তু প্রেম করে না 💔 — এমন নিষ্পাপ আইডি গুলা 😇 একটু দেখি! 👀😊"

31/07/2025

🌍 পৃথিবীটা বড়ই সুন্দর 😍
কিন্তু আমাদেরই করা কর্ম 🙈 আর ভুল সিদ্ধান্তগুলোই
এই পৃথিবীতে বেঁচে থাকাটাকে করে তুলেছে দুঃখজনক 💔😔

30/07/2025

**🥄 "মিনিকেট" নামে কোনো ধানের জাত আসলে বাংলাদেশের কৃষি গবেষণায় নেই। 🤔
এই নামে বাজারে যে চাল বিক্রি হয়, তা মূলত BR-28, BR-29 বা অন্যান্য ধানের চাল—যেগুলোকে অতিরিক্ত পালিশ করে চকচকে করা হয় ✨। এই পালিশের মাধ্যমে চালের বাইরের স্তর (যেখানে ভিটামিন B, ফাইবার ও অন্যান্য পুষ্টি থাকে) সম্পূর্ণভাবে হারিয়ে যায় ❌🥦।

👉 অতিরিক্ত পালিশ = কম পুষ্টি 🩺
👉 চকচকে চাল মানেই স্বাস্থ্যকর নয় 🚫

তাহলে প্রশ্ন হলো—আপনি প্রতিদিন যে চাল খাচ্ছেন, সেটা কি আসল নাকি সাজানো?
একটু খেয়াল করলেই আপনি সুস্থ থাকতে পারেন! 💡🍚

#পুষ্টির_পেছনে_না_ছুটে
াল_চেনুন
#সতর্ক_থাকুন_সুস্থ_থাকুন**

30/07/2025

💥আইফোন কিনছি!
অবাক করার কিছু নেই নোয়াখালী ভাষায় আবার পড়ুন!😁

26/07/2025

৯ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।

আজ, ২২ জুলাই ২০২৫, দেশের সার্বিক পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
22/07/2025

আজ, ২২ জুলাই ২০২৫, দেশের সার্বিক পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

21/07/2025

রাস্তায় বেরোলেই বুক ধকধক করে…
এই বুঝি একটা বাস পেছন থেকে উঠে আসবে,
চাপা দিয়ে চলে যাবে…
আর কেউ জানতেও পারবে না, ঘরে ফেরার অপেক্ষায় ছিল একজোড়া চোখ।

গলির কোণে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারীর হাতে
গলা কাটা পড়ে যায়—
শুধু একটা আর্তচিৎকার বাতাসে ভেসে থাকে কিছুক্ষণ,
তারপর সব শেষ…

ঘর, যে ঘরটা নিরাপদের আশ্রয় হবার কথা—
সেই ঘরেই ঢুকে পড়ে ডাকাত…
তলোয়ারের কোপে রক্তে ভেসে যায় বিছানা,
ভাঙে পরিবারের স্বপ্ন, ভেঙে চুরমার হয় বুকের সবটুকু শান্তি।

বাজারে গেলেও কি বাঁচা যায়?
একটা গুলি হঠাৎই বিদ্ধ করে বুক…
চাঁদাবাজের অস্ত্রে থেমে যায় জীবন,
সবজি, মাছ, চাল-ডাল একপাশে পড়ে থাকে…
আর মানুষটা পড়ে থাকে অন্যপাশে—নিস্তব্ধ, নিথর।

বৃষ্টি নামে…
কেউ গান গায়, কেউ ভালোবাসার গল্প খোঁজে।
আমরা?
আমরা ড্রেনে পড়ে হারিয়ে যাই,
কেউ খোঁজে না, কেউ জানে না—
একজন মানুষ স্রেফ পানিতে পড়ে মারা গেল।

আর মাথার ওপরে?
সেই পুরনো বিল্ডিং থেকে হঠাৎ একটা ইট ভেঙে পড়ে,
যেমনভাবে ভেঙে পড়ে স্বপ্ন, বিশ্বাস… আর বুকের ভিতর জমে থাকা আশা।

এখন তো আকাশও বিশ্বাসঘাতক—
ওখান থেকেও নেমে আসছে মৃত্যু—
ভাঙাচোরা এক প্লেন হয়ে,
ভাঙা রাষ্ট্রের মতোই… মানুষের ওপরে ভেঙে পড়ে জীবন।

জানেন তো?
এত বৈচিত্র্যময় মৃত্যুর সুযোগ আর কোনো দেশ দেয় না।
এমন 'ক্রিয়েটিভ' মৃত্যু কেবল বাংলাদেশই পারে উপহার দিতে।

তাই আর দেরি না করে,
একবার ভেবে নিন…
আপনারটা কোনটা হবে?
বাস, ছুরি, গুলি, ইট, ড্রেন, নাকি ভাঙ্গারি প্লেন?

নাকি আপনি বসেই আছেন,
যেদিন মৃত্যু নিজেই পথ চিনে আসবে,
আপনার দরজার সামনে… এই দেশেই, এই বেঁচে থাকার যন্ত্রণার ভেতরে।

21/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে যেখানে প্রতিদিন স্বপ্ন বোনা হতো,
সেখানে আজ ঝরে পড়লো মৃত্যুর ছায়া।
একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে শিক্ষার প্রাঙ্গণে—
আকাশ থেকে যেন নেমে এলো শোক, আতঙ্ক আর নীরবতা।
চোখের সামনে ধোঁয়া, কান্না আর হতবিহ্বলতা—
এই ক্ষতি শুধু সংখ্যা নয়, এই ক্ষতি এক জাতির বুকে রক্তাক্ত ছাপ।
আল্লাহ নিহতদের মাফ করুন,
এ ব্যথা যেন আর না বাড়ে...

05/07/2025

"জীবন হলো—মৃত্যুর দেয়া সাময়িক ছুটি।" ⏳

যদি থাকে টাকা। সুন্দরি মেয়ে হয়ে যাবে বুইড়া কাকা বউ😏
27/06/2025

যদি থাকে টাকা। সুন্দরি মেয়ে হয়ে যাবে বুইড়া কাকা বউ😏

Address

Kalapania, Chattogram
Sandwip
4300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Celebrity Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share