সন্দ্বীপ সংযোগ

সন্দ্বীপ সংযোগ মানুষের জন্য কথা বলি।
Speak for people.
(3)

28/07/2025

#আর্জেন্ট
সন্দ্বীপে এখন ইমার্জেন্সি এবি+ লাগবে। স্বর্নদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল
+8801832365086
(রোগীর স্বামী)

28/07/2025

গ্রামে গঞ্জে সাপে কাটার পর যারা ওঝার কাজ করে তাদেরকে ভণ্ডামির জন্য আইনের আওতায় আনা উচিৎ।

28/07/2025

কালাপানিয়া ১ নং ওয়ার্ডে সাপের কামরে নিহত আলমগীরকে সাপে কামরের পর ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল।সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসার জন্য রোগীকে অস্থির না করে, শান্ত রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। ওঝার কাছে গেলে মূল্যবান সময় নষ্ট হয় এবং রোগীর অবস্থার অবনতি হতে পারে।

28/07/2025

সন্দ্বীপের একজন মুমূর্ষু রোগীর জন্য জরুরী রক্ত প্রয়োজন।
রক্তের গ্রুপ O (-)
স্থান:মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল, এক্সেস রোড, হালিশহর, চট্টগ্রাম।

+880 1815-523650

ছেলেটির নাম সজিব সন্দ্বীপ উপজেলার আমান  উল্ল্যাহ ইউনিয়নে স্থায়ী নিবাস। ঢাকার মিরপুর ১০ নাম্বার কাজি পাড়ায় একটি প্রাইভেট ...
28/07/2025

ছেলেটির নাম সজিব সন্দ্বীপ উপজেলার আমান উল্ল্যাহ ইউনিয়নে স্থায়ী নিবাস। ঢাকার মিরপুর ১০ নাম্বার কাজি পাড়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে।গত ৩ দিন আগে কর্মস্থল থেকে এক ছেলের সাথে বের হয়ে বাসায় কিংবা অফিসে আর ফিরে আসেনি।মোবাইল ও বন্ধ আছে।সজিবের খোঁজ নেওয়ার জন্য পরিবার এবং স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সন্ধান পায়নি।
যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল
01731120068

28/07/2025
28/07/2025

আগামীকাল ফেরী কপোতাক্ষ সন্দ্বীপ থেকে ভোর ৫.৩০ টা বাঁশবাড়িয়া থেকে দুপুর ১২ টা

28/07/2025

কালাপানিয়া ১ নং ওয়ার্ডে সাপের কা/ম/রে আলমগীর (৪০) মৃ/ত্যু বরন করেছে।

আগামী সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসন থেকে দল সমর্থিত প্রার্থীর পাশাপাশি দল নিরপেক্ষ প্রার্থীর প্রচারনা শুরু হয়েছে।
27/07/2025

আগামী সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসন থেকে দল সমর্থিত প্রার্থীর পাশাপাশি দল নিরপেক্ষ প্রার্থীর প্রচারনা শুরু হয়েছে।

27/07/2025

আগামীকাল২৮ জুলাই রোজ সোমবার ফেরী কপোতাক্ষ এবং শীপ মালঞ্চ চলাচলের সময় সুচি

27/07/2025

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে থাকে লা/শ কাঁ/টা/র ঘর
সন্দ্বীপের লা/শ কা/টা/র
ঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

27/07/2025

আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের সমুদ্র বন্দর গুলোকে সংকেত নামিয়ে নেওয়া হয়েছে।অতিরিক্ত জোয়ারে কারনে বাঁশবাড়িয়া ঘাটে ইট উঠে গিয়েছে রাস্তা মেরামতের কাজ চলছে আবহাওয়া ভালো থাকলে আগামীকাল থেকে ফেরী চলাচল করবে এই তথ্য জানিয়েছেন ফেরি মাস্টার সাইফুল ইসলাম।

Address

Sandwip

Telephone

+8801881885292

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ সংযোগ:

Share