সন্দ্বীপ লাইভ ২৪.কম

সন্দ্বীপ লাইভ ২৪.কম দৈনিক ঘটে যাওয়া খবর নিয়ে আয়োজন

06/11/2025

সাবেক এমপি মোস্তফা কামাল পাশা সমর্থনে বিশাল মিছিল

05/11/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনে বি এন পির মনোনয়ন ঘোষণা বিলম্বিত হওয়ায় এবং শান্তির সন্দ্বীপ বিনির্মানে সন্দ্বীপ আসনে মোস্তফা কামাল পাশাকে মনোনয়ন দিতে সন্দ্বীপের পেশাজীবিদের মতবিনিময়।

23/10/2025

আগে ম*দ খেয়ে এসে কল দাও,
---- সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে জার্মানের এক সাংবাদিক কে আগে ভালো একটি বার থেকে মদ্য পান করে এসে কল দিতে বলেন সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলাম খান।

তিনি মানুষকে হ*ত্যা করতেও ১ মিনিটের সময়ও লাগে বলে হুমকি প্রদান করেন।
তার অপর একটি ভিডিওতে ইউএনও চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান বলে পড়নের জামা খুলে শিক্ষা অফিসের সামনে হাঁটার ভিডিও ভাইরাল হয়।

বিঃদ্রঃ তার পদায়নের পর থেকে মাধ্যমিক বিদ্যালয়ের তেমন কোন শিক্ষকদের উপজেলা পরিষদের আশপাশে খুবই কম দেখা যায় 😃

চিৎ সাঁতার (মধ্যম বালক)জেলা চ্যাম্পিয়ন হয়ে সন্দ্বীপ ফিরে এসেছে মাহিন রহমান।আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার অ...
15/10/2025

চিৎ সাঁতার (মধ্যম বালক)জেলা চ্যাম্পিয়ন হয়ে সন্দ্বীপ ফিরে এসেছে মাহিন রহমান।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার অর্জনের অনুভূতি শুনছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সন্দ্বীপে ছাত্রদলের কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত"শিক্ষা ঐক্য প্রগতি" ছাত্রদলের এই তিন মূলনীতি এবং জনাব তারেক রহমানের ৩১ দফা নত...
14/10/2025

সন্দ্বীপে ছাত্রদলের কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

"শিক্ষা ঐক্য প্রগতি" ছাত্রদলের এই তিন মূলনীতি এবং জনাব তারেক রহমানের ৩১ দফা নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা জনাব আলমগীর হোসাইন ঠাকুরের নির্দেশনায় "ছাত্রদলের কর্মশালা-২০২৫" সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসাইন ঠাকুর।
প্রধান বক্তা- মো: নিঝুম খান, আহবায়ক সন্দ্বীপ উপজেলা যুবদল ও সাবেক সভাপতি, সন্দ্বীপ উপজেলা ছাত্রদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: শহীদুল ইসলাম, সদস্য সচিব সন্দ্বীপ উপজেলা ছাত্রদল, মো: সাখাওয়াত হেসেন শাহীন, যুগ্ম আহবায়ক, সন্দ্বীপ উপজেলা ছাত্রদল, মো: আরিফুল ইসলাম, সদস্য সন্দ্বীপ উপজেলা ছাত্রদল, মো: আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মুছাপুর ইউনিয়ন ছাত্রদল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন- মো: ইকবাল হোসেন পপেল, যুগ্ম আহবায়ক সন্দ্বীপ উপজেলা ছাত্রদল।

দূর্জয় জলদাস, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।জেলা সাঁতার প্রতিযোগিতায় দুটি পুরষ্কার অর্জন করেছে।১০০ মিটা...
13/10/2025

দূর্জয় জলদাস, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জেলা সাঁতার প্রতিযোগিতায় দুটি পুরষ্কার অর্জন করেছে।
১০০ মিটার সাঁতারে- তৃতীয় এবং ২০০ মিটার সাঁতারে- তৃতীয় স্থান দখল করেছেন।
সমগ্র সন্দ্বীপে আজকের সবচেয়ে আনন্দের একটি সংবাদ এটি। সন্দ্বীপের চারিদিকে সাগর বেষ্টিত একটি দ্বীপ উপজেলা। এখানে ছেলেরা ছোটকাল থেকেই পানির সাথে খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হয়। এদের যত্ন করতে হবে। উপজেলা ক্রীড়া সংস্থা থেকে যেকোন ক্রীড়ায় তাদের অংশগ্রহণ এবং যাবতীয় প্রশিক্ষণের সুযোগ সুবিধা দিলে তারা ভবিষ্যতে সন্দ্বীপকে এনে দিবে বড় বড় বিজয়ের সংবাদ।
অন্যান্য উপজেলা এবং জেলার চাইতে সন্দ্বীপের যে কোন ক্ষেত্রে ক্রীড়াপ্রেমিদের শক্তি মেধা একটু বেশি প্রখর থাকবে এটাই স্বাভাবিক। অনেক সাঁতারো স্কুল ভিত্তিক হওযায় কোন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেটাও ঠিক। কিন্তু আমাদের সন্দ্বীপের স্কুল পড়ুয়া ছাত্রদের মানষিকভাবে একটু বেশি এগিয়ে। সাঁতারে বেশ দমের বিষয় আছে। যেটা আমাদের সন্দ্বীপের সন্তানরা অন্যদের তুলনায় এগিয়ে থাকবে।
আজকের এই প্রতিযোগিতামূলক ফলাফলকে সন্দ্বীপকে তোমরা এগিয়ে রেখেছো-সে জন্য সন্দ্বীপবাসীর পক্ষ থেকে অভিনন্দন।

চিৎ সাতারে সন্দ্বীপের মহিম জেলা চ্যাম্পিয়ান 🏅🏅🏊মহিম রহমান মুছাপুর শেখ মোহাম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। সে ম...
13/10/2025

চিৎ সাতারে সন্দ্বীপের মহিম জেলা চ্যাম্পিয়ান 🏅🏅🏊
মহিম রহমান মুছাপুর শেখ মোহাম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। সে মধ্যম বালক বিভাগে চিৎ সাতারে জেলা চ্যাম্পিয়ন হয়েছে!
তার অর্জনের জন্য সন্দ্বীপের সুনাম এবং উজ্জ্বল ভবিষ্যতের দৃষ্টান্ত স্থাপনে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা রইলো।
অভিনন্দন🏆🏆💐💐

শাহাবুদ্দিন - বিয়ে করছে বছর দেড়েক হয়েছে। তার ছোট্ট একটি অবুঝ শিশু বয়স মাত্র ৪ মাস। এখনো বাবা কি সেটা জানে বুঝে না, বিয়ের...
09/10/2025

শাহাবুদ্দিন - বিয়ে করছে বছর দেড়েক হয়েছে। তার ছোট্ট একটি অবুঝ শিশু বয়স মাত্র ৪ মাস। এখনো বাবা কি সেটা জানে বুঝে না, বিয়ের পর পরই বিদেশ চলে যায় সে। মেয়ে দুনিয়ায় আসার পর বাবা দেশে সফরে আসছে মেয়েকে দেখতে। মাত্র ২৫ দিন আগে শাহাবুদ্দিন দেশ থেকে গেছে সফর শেষ করে। যাওয়ার আগে চট্টগ্রাম শশুরের বাসা থেকে বাবা মেয়ে শেষ খুনসুটিও সেরে গেছেন। আজকে শাহাবুদ্দিন না ফেরার দেশে চলে গেছে এটা মেনে নিতে পারছে না তার স্ত্রী ও পরিবার। তার পরিবারের দাবি শাহাবুদ্দিনের মৃত দেহ দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া।
একই জায়গায় শাহাবুদ্দিনের বড় ভায়েরাও ভিন্ন মালিকের হয়ে কাজ করেন। মৃত্যুর আগের দিনও একসাথে দু’জনেই চা-নাস্তায় আড্ডা দিয়েছেন। সেই স্মৃতি ভুলতে পারছেন না কোন ভাবেই। বার বার জ্ঞান হারাচ্ছেন।

-------------------------------------
-------------------------------------

রনি- দুই বছর পূর্বে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রবাসে ফাড়ি জমিয়েছেন। এর মধ্যে দেশে দুই বার ছুটি কাটানোর জন্য এসেছেন। 1 মাস 21 দিন আগে দ্বিতীয় বার ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে গেছেন। তার একটি মাত্র পুত্র সন্তান সাইফান, বয়স মাত্র দেড় বছর। রনির পরিবারে 5 ভাই ও 4 বোনের মধ্যে তার ছোট দুটি বোন রয়েছে। বাবা-মা এখনো জীবিত আছেন দুনিয়ায়। তার বাবার শোকে স্তব্ধ হয়ে থাকলেও মা আছেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে। এই নিয়ে দফায় দফায় জ্ঞান হারাচ্ছেন। ডাক্তারও বলে দিয়েছেন শেষ পজিশনে আছেন স্ট্রোক করার। সন্তান হারানোর বেদনায় পরিবার ও এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
প্রায় তিন বছর আগে রনির বড় ভাই এবং মেঝো ভাইয়ের দুটি সন্তান পানিতে ডুবে মৃত্যুবরণ করে, ২০২৪ সালের ১১ জুনে তার মেঝো ভাইয়ের আরেকটি সন্তান লিভার ক্যান্সারে মারা যায়,২০২৫ সালের ৮ অক্টোবর রনি তার এক স্ত্রী ও দেড় বছরের সন্তান রেখে ওমানে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুবরণ করেন।

ওমানে নিহত ৭ জন সন্দ্বীপেরহাতিয়ার ৩ জনমিরসরাইয়ের ১ জন সর্বমোট ১১ জন ছিলো ঐ গাড়ীতে১০ জন নিহত হয়েছে ১ জন গুরুতর আহত
08/10/2025

ওমানে নিহত ৭ জন সন্দ্বীপের
হাতিয়ার ৩ জন
মিরসরাইয়ের ১ জন

সর্বমোট ১১ জন ছিলো ঐ গাড়ীতে
১০ জন নিহত হয়েছে ১ জন গুরুতর আহত

04/10/2025

ফেরি কপোতাক্ষ বেলা ১১ টা সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়ার উদ্দেশ্য ছেড়ে যাবে।

26/09/2025

#সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলার সংসদীয় আসন হতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে সম্ভাব্য প্রার্থীগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলাকালীন সময়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
#যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনসাধারণের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি করছে এবং উক্ত কার্যক্রম নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে।
#তাই সন্দ্বীপ উপজেলার সংসদীয় আসন হতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে সম্ভাব্য প্রার্থীগণকে নির্বাচনী প্রচারণা করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
#তাছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলার সংসদীয় আসন হতে বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি (মিছিল, সমাবেশ, কর্মী সভা এবং অন্যান্য সভা) আয়োজনের ক্ষেত্রে উপজেলা পরিষদ কম্পাউন্ড মাঠ ও কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়াম পরিহার করার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো।
#আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু , সুন্দর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

C :::: Uno Sandwip

24/09/2025

আলোচিত শিশু আলী হ*ত্যা ঘটনায় আসামীর পক্ষে দাঁড়াইনি সন্দ্বীপ আইনজীবি সমিতির কোন আইনজীবি....

Address

Sandwip
4300

Telephone

01827899124

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ লাইভ ২৪.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ লাইভ ২৪.কম:

Share