28/08/2025
সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া ক্লাব, সংগঠন সমূহকে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ক্লাব থেকে আগত প্রতিনিধিদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।
আরো উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শওকত তালুকদার, সদস্য ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সেক্রেটারী ওমর ফয়সাল, ক্রীড়া সংস্থার সদস্য আরিফুল আলম খালেদ, সন্দ্বীপ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেল মাহমুদ, সন্দ্বীপ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন প্রমুখ।