
01/03/2025
মাহে রমজানকে স্বাগত জানিয়ে সন্দ্বীপে জামায়াতে ইসলামের মিছিল-সমাবেশ
নিউজ ডেক্স:
‘আহ্লান সাহ্লান মাহে রমাদান’ বছর ঘুরে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান আমাদের মাঝে আবার ফিরে এসেছে। এই উপলক্ষ্যে জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে রমজান মাসকে স্বাগত জানিয়ে ও এর পবিত্রতা রক্ষার্থে এক স্বাগত মিছিল সন্দ্বীপের এনাম নাহার মোড় হতে উপজেলা কমপ্লেক্স গেইটে এসে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন-সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আলাউদ্দীন সিকদার। আরো বক্তব্য রাখেন-সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ আবু তাহের।
বক্তারা বলেন- পবিত্র রমজান মাস মুসলিম উম্মার আত্মশুদ্ধির মাস। রমজান মাস মুসলমানদের জন্য এক প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষনের মধ্যদিয়েই মুসলমানরা আল্লাহর রহমত,মাগফেরাত ও নাজাত লাভে স্বচেষ্ট থাকেন। তাই এই মাসের পবিত্রতা যাতে কোনক্রমেই ক্ষুন্ন না হয় সেদিকে সবাইকে মনোনিবেশ করতে হবে।