Dwiper Prottasha - দ্বীপের প্রত্যাশা

Dwiper Prottasha - দ্বীপের প্রত্যাশা Welcome To The
Official Page Of Dwiper Prottasha
Follow- www.fb.com/Dwiper.prottasha.14

✎.24Hour

ফেরি বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলনসন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও ...
21/04/2025

ফেরি বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রয়োজনের প্রতীক বাঁশবাড়িয়া #আমরা_সন্দ্বীপবাসী ট বন্ধের পাঁয়তারা চলছে—এই ষড়যন্ত্রের প্রতিবাদে গর্জে উঠছে সন্দ্বীপবাসী।

📅 তারিখ: ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর

এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হচ্ছি "আমরা সন্দ্বীপবাসী"-এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে।

আসুন, সন্দ্বীপের স্বার্থ রক্ষায় এক কণ্ঠে প্রতিবাদ জানাই।
আপনার অংশগ্রহণই পারে আন্দোলনকে বেগবান করতে।

👉 শেয়ার করে সবাইকে জানান!

#সন্দ্বীপ #ফেরি_রুট_চাই #গুপ্তছড়া_বাঁশবাড়িয়া #আমরা_সন্দ্বীপবাসী

ফেরি চলাচলের সময়সূচি০৪/০৪/২০২৫, শুক্রবার।
03/04/2025

ফেরি চলাচলের সময়সূচি
০৪/০৪/২০২৫, শুক্রবার।

সন্দ্বীপে জমি সংক্রান্ত বিরোধে প্রাণহানি, অভিযুক্ত আটকনিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ ন...
03/04/2025

সন্দ্বীপে জমি সংক্রান্ত বিরোধে প্রাণহানি, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজমতের গো বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ খান নামের এক ব্যক্তিকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

22/08/2024

ব্রেকিং_নিউজ:
স্পীড বোড ২৫০, মালের বোট ও সার্ভিস বোট ১২০ টাকা, শীপ ১২০ আজ এখন থেকে কার্যকর।
ঘাট উন্মুক্ত, যে কোন নৌ যান চালানোর জন্য আবেদন করতে পারবে।

25/05/2024

"চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে"
গভীর নিম্নচাপটি সন্ধ্যা ছয়টার দিকেই ঘূর্ণিঝড় ‘রিমাল’–এ পরিণত হয়েছে। এ কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে ছিল।

31/12/2023

সন্দ্বীপে মোট ভোটার ২,৪১,২২৪ জন
পুরুষ ভোটারঃ ১,২৩,২৬২ জন
মহিলা ভোটারঃ ১,১৭,২৪৩ জন
হিজরা ভোটারঃ ০২ জন

সন্দ্বীপ পৌরসভাঃ ৩৭১৭৩ জন

ইউনিয়ন ভিত্তিক ভোটারঃ

মুছাপুর মোট ভোটারঃ ৩৫০৩৭ জন
মগধরা মোট ভোটারঃ ২৮৬৭০ জন
সারিকাইত মোট ভোটারঃ ২১৪২৯ জন
মাইটভাংগা মোট ভোটারঃ ১৯২৫১ জন
বাউরিয়া মোট ভোটারঃ ১৮১১৯ জন
গাছুয়া মোট ভোটারঃ ১৫৯২৩ জন
হারামিয়া মোট ভোটারঃ ১৫১৭৪ জন
কালাপানিয়া মোট ভোটারঃ ১৩৬৫০ জন
সন্তোষপুর মোট ভোটারঃ ১০৫৯৬ জন
রহমতপুর মোট ভোটারঃ ৭৫১৮ জন
উড়িরচর মোট ভোটারঃ ৭১৯৪ জন
আমানউল্লাহ মোট ভোটারঃ ৪২৯৯ জন
হরিশপুর মোট ভোটারঃ ৩৬১১ জন
আজিমপুর মোট ভোটারঃ ২৭৯৫ জন
দীর্ঘাপাড় মোট ভোটারঃ ১৪৭৭ জন

শেয়ার করে প্রোপাইলে রাখতে পারেন।

মধ্য মাইটভাঙ্গা আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আহম্মদ উল্লাহ্ স্যারের জানাজার নামাজ ...
13/07/2023

মধ্য মাইটভাঙ্গা আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
এর সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আহম্মদ উল্লাহ্ স্যারের জানাজার নামাজ আগামীকাল সকাল দশ ঘটিকায় সাউথ সন্দ্বীপ হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে।
সাবাই জানাজার নামাজে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করুন।

নিজের প্রয়োজনে ঘাটের নাম্বার   #সংরক্ষন_করুনএমভি আইভি রহমান শীপমো: বেলাল  01712856138নিছের গুলো কুমিরা - গুপ্তছড়া ঘাটেরস...
31/05/2023

নিজের প্রয়োজনে ঘাটের নাম্বার #সংরক্ষন_করুন

এমভি আইভি রহমান শীপ
মো: বেলাল 01712856138

নিছের গুলো কুমিরা - গুপ্তছড়া ঘাটের

সন্দ্বীপ গুপ্তছড়া কাউন্টারের নতুন নাম্বার 01301426585

কুমিরা কাউন্টারের নাম্বার 01859752972

নিছের গুলো রাসমনি থেকে গুপ্তছড়া থেকে রাসমনির নাম্বার

গুপ্তছড়া ঘাট অফিস-01400580607

রাসমনি ঘাট অফিস- 01400580605

বাঁশবাড়িয়া ঘাট 01947874914
গুপ্তছড়া ঘাটের ফেসবুক লিংক।

https://www.facebook.com/kumiraguptochoraferighat?mibextid=ZbWKwL

রাসমনির ফেসবুক লিংক

https://www.facebook.com/profile.php?id=100092265407443&mibextid=ZbWKwL

ছবি : সংগৃহীত

**** অতি প্রবল ঘূর্ণিঝড়  মোখা, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্রবন্দরকে ৮ নংমহাবিপদ সংকেত  **** আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি...
12/05/2023

**** অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্রবন্দরকে ৮ নংমহাবিপদ সংকেত ****

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক-১২, তারখ ১২/৫/২৩, সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘুর্ণিঝড় মোখা আরও উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি আজ ১২ মে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে , কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিমি দক্ষিন-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে এবং আরও ঘনিভূত হয়ে আগামী ১৪ মে সন্ধ্যার আগে কক্সবাজার-মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। ১৩ মে সন্ধ্যা থেকে কক্সবাজার ও ততসংলগ্ন এলাকায় এর অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দর ৭৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৪০ কিমি যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর অতি বিক্ষুব্দ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্রবন্দরকে ৪ নং হুসিয়ারী সংকেত নামিয়ে ৮ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা সমুদ্রবন্দরকে ৪ হুসিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ (আট) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট উচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট উচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বংগোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Address

Sandwip
4300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dwiper Prottasha - দ্বীপের প্রত্যাশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share