12/05/2023
**** অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্রবন্দরকে ৮ নংমহাবিপদ সংকেত ****
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক-১২, তারখ ১২/৫/২৩, সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘুর্ণিঝড় মোখা আরও উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি আজ ১২ মে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে , কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিমি দক্ষিন-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।
এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে এবং আরও ঘনিভূত হয়ে আগামী ১৪ মে সন্ধ্যার আগে কক্সবাজার-মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। ১৩ মে সন্ধ্যা থেকে কক্সবাজার ও ততসংলগ্ন এলাকায় এর অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দর ৭৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৪০ কিমি যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর অতি বিক্ষুব্দ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্রবন্দরকে ৪ নং হুসিয়ারী সংকেত নামিয়ে ৮ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা সমুদ্রবন্দরকে ৪ হুসিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ (আট) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট উচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট উচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বংগোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।