সবার আগে সন্দ্বীপ

  • Home
  • সবার আগে সন্দ্বীপ

সবার আগে সন্দ্বীপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সবার আগে সন্দ্বীপ, Publisher, .

সবার আগে সন্দ্বীপ ভার্চুয়াল আলোচনা সভাবিষয়ঃ কুমিরা -গুপ্তছড়া ঘাটে নৈরাজ্য বন্ধে সন্দ্বীপের জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস...
15/01/2025

সবার আগে সন্দ্বীপ ভার্চুয়াল আলোচনা সভা

বিষয়ঃ কুমিরা -গুপ্তছড়া ঘাটে নৈরাজ্য বন্ধে সন্দ্বীপের জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টদের ভূমিকা

লাইভে থাকবেনঃ

০১। সাইফুল আলম, আরব আমিরাত প্রবাসী
অনলাইন এক্টিভিস্ট এবং সমাজ কর্মী
সাধারণ সম্পাদক - মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতি

০২। সাদিক খান-অনলাইন এক্টিভিস্ট, সিনিয়র সহ সভাপতি, বিএনপি সাইবার উইং,সন্দ্বীপ উপজেলা।

০৩.জাহেদ হাসান, এডমিন- ডেইলি সন্দ্বীপ টাইম (ডিএসটি) অনলাইন এক্টিভিস্ট

০৪.বেলাল উদ্দিন বিপ্লব, সভাপতি: সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ ও সমাজ কর্মী

আমন্ত্রিত অতিথিঃ মোহাম্মদ ওমর ফয়সাল,
পরিচালক: সন্দ্বীপ মেরিন সার্ভিস ও সাধারণ সম্পাদক: সন্দ্বীপ প্রেসক্লাব

আয়োজক ও সঞ্চালকঃ নুর হাসান সন্দ্বীপী, এডমিনঃ টাইমস্ অফ সন্দ্বীপী (Times of Sandwipy - TOS)

সময় : ১৭ ই জানুয়ারি ২০২৫ইং
শুক্রবার, বিকেল ৪.৩০ মিনিট (বাংলাদেশ সময়)

|| সন্দ্বীপের সন্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে খোলা চিঠি || ১৫ই জানুয়ারী, ২০২৫ইং, বুধবার। সন্দ্বীপের-সর্বস্তরের স...
15/01/2025

|| সন্দ্বীপের সন্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে খোলা চিঠি ||
১৫ই জানুয়ারী, ২০২৫ইং, বুধবার।

সন্দ্বীপের-
সর্বস্তরের সর্বমতের সন্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ,
আমাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন।
আপনাদের প্রতি যথাযথ সন্মান ও ভালবাসা প্রদর্শন পূর্বক এই খোলা চিঠির মাধ্যমে আমরা (সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম) জনগুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই।
সন্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ,
আপনারা জানেন, অধিকার সচেতন সন্দ্বীপবাসীর বিশ্বব্যাপি Virtual & Actual এক্টিভ প্লাটফর্ম হচ্ছে 'সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম'।
সন্দ্বীপপ্রেমী সুশিক্ষিত আত্মপ্রত্যয়ী একঝাঁক তারুণ্যের বুদ্ধিদীপ্ত ও অহিংস প্লাটফর্মের নাম 'সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম'। এই ফোরাম সকল রাজনৈতিক ও ব্যাক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সন্দ্বীপের স্বার্থকে সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ।

এই ফোরাম-
বিগত এক দশকেরও বেশি সময় ধরে সন্দ্বীপের আপামর জনতার ন্যার্য অধিকার আদায়ের দাবির পক্ষে,
যেকোন পরিস্থিতিতে-
সকল অপশক্তির বিপক্ষে, সন্দ্বীপের স্বার্থের পক্ষে যৌক্তিক প্রতিবাদ লড়াই-সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করছে।
সন্দ্বীপের বঞ্চিত-শোষিত মানুষের পক্ষের নির্দলীয় ও আপোষহীন একমাত্র প্লাটফর্ম 'সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম'।
অতীতের শাসক ও শোষকদের রক্তচক্ষু ও নানান লোভ-লালসাকে উপেক্ষা করে একমাত্র সন্দ্বীপের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সন্দ্বীপ ভিত্তিক নানান ইস্যুতে আমরা অনলাইনে-অফলাইনে প্রতিবাদ লড়াই-সংগ্রাম চালিয়েছি যা এখনো চলমান..
সকল প্রকার জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দেশ-বিদেশে অবস্থানরত আমাদের এক্টিভিস্টদের বিরামহীন প্রতিবাদ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে ইতিমধ্যেই আমরা সন্দ্বীপের আপামর জনতার ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছি। আমরা এই আস্থা ও বিশ্বাস ধরে রেখে সন্দ্বীপের পক্ষের সবাইকে নিয়ে সদা ঐক্যবদ্ধ থাকতে চাই।

সন্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ,
আমরা সবাই জানি-
আমাদের (সন্দ্বীপের) মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, নৌ-যাতায়াতে সীমাহীন ভোগান্তি। এই ভোগান্তি বা সমস্যা থেকে স্থায়ীভাবে সন্দ্বীপের মানুষ কিভাবে রক্ষা পাবে তার উপায় বের করা এবং এই ভোগান্তির জন্যে যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা অসংখ্য প্রতিবাদ র‍্যালি, সভা-সেমিনার করেছি।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে-
ঘাট মাফিয়া ও শোষকদের রক্ত চক্ষু উপেক্ষা করে সন্দ্বীপের মানুষের পক্ষে আমরাই প্রথমে দাবি তুলেছিলাম,
▪️স্পীড বোটের জুলুম ভাড়া, সন্দ্বীপবাসী রুখে দাঁড়া।
▪️কুমিরা-গুপ্তছড়া নৌঘাট থেকে সন্দ্বীপের মানুষের রক্তচোষা জেলা পরিষদকে বিদায় নিতে হবে।
▪️ ঘাটের একক ইজারা প্রথা তুলে দিয়ে তা বহুমুখী করতে হবে।
▪️মূলভুখন্ড থেকে সন্দ্বীপে যাত্রীবান্ধব ফেরী সার্ভিস চালু করতে হবে।
▪️ দেশের অন্যান্য নৌরুটের ভাড়ার সাথে মিল রেখে নৌপথের দূরত্ব অনুসারে স্পীডবোট ও অন্যান্য নৌযানের ভাড়া নির্ধারন করতে হব।
▪️ফিটনেস বিহীন এবং অবৈধ সকল প্রকার নৌযান নিষিদ্ধ করতে হবে।
আমাদের বিশ্বাস, এতে কিছুটা হলেও নৌপথে স্বস্তি ফিরে আসবে যা আজ বাস্তবায়ন থেকে মাত্র কয়েক পা দূরে। আমরা বিক্ষুদ্ধ চিত্তে-
অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি,
সন্দ্বীপের নৌ-যাতায়াতে ঐতিহাসিক উন্নয়নের পথে আজ নানান পরিচয়ে নতুন নতুন বাঁধা সামনে এসে এই অগ্রগতির পথচলাকে স্থবির করে দিতে চায় !

সন্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ,
এই সময়ে প্রিয় বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচনার ভেতর দিয়েই যাচ্ছে, ঐতিহাসিক এই পট পরিবর্তনের অধ্যায়ে সন্দ্বীপের মানুষের পক্ষে সন্দ্বীপের নেতা হিসাবে ইতিবাচক ইতিহাস সৃষ্টি করার এই 'সূবর্ণ সুযোগ' এখন আপনাদের সামনে।
আপনারা রাজনীতি করেন অবশ্যই আপনারা বিচক্ষণ। আমরা আশাকরি, এই সুযোগ হাতছাড়া করে বোকামির পরিচয় দিবেননা।
আপনারা অতীতের দুর্বৃত্তদের দেখানো জুলুম-চাঁদাবাজি, শোষণ-নিপিড়নের পথে হাঁটবেন, নাকি সেবা মানবতা ভালবাসার পথ দেখাবেন সে সিদ্ধান্ত একমাত্র আপনাদের হাতে। সন্দ্বীপের মানুষের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমরা দৃশ্যত ইতিবাচক ভুমিকা প্রত্যাশা করছি।

সন্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ,
আপনারা যে যার রাজনৈতিক আদর্শ বা মতের পক্ষের রাজনীতি করলেও আমরা বিশ্বাস করি, আপনারা মুলতঃ জনকল্যাণেই রাজনীতি করছেন এবং জনগণই আপনাদের শক্তির মূল ভিত্তি।
সন্দ্বীপের স্থানীয় রাজনৈতিক নেতা হিসাবে আপনাদের অনেকের হয়তবা অনেক রাজনৈতিক অপারগতা বা সীমাবদ্ধতা থাকতে পারে তা আমরা বুঝতে পারলেও আমরা আস্থা রাখতে চাই 'আপনার রাজনীতি সন্দ্বীপের স্বার্থের বিপক্ষে যাবেনা।'
আপনার রাজনৈতিক দল অথবা জেলা ও কেন্দ্রের নেতাদের স্বার্থের পক্ষে আপনার অবস্থান নেয়ার আগে দয়াকরে কয়েকবার ভেবে দেখুন,
আপনার ভুমিকা কী সন্দ্বীপের গণমানুষের স্বার্থের পক্ষে নাকি বিপক্ষে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি,
রাজনৈতিক নেতাদের একাগ্রতা আর আন্তরিকতাই পারে সন্দ্বীপের উন্নয়নের পথে সকল বাঁধা দূর করতে। সন্দ্বীপের উন্নয়ন ও প্রগতির নতুন ইতিহাস সৃষ্টি হোক আপনার/আপনাদের হাত ধরেই। আপনাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।
সন্দ্বীপ বাঁচুক,স্বপ্ন সফল হোক।

শুভেচ্ছান্তে:
🌐 সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম

14/01/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সবার আগে সন্দ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share