Train lover

Train lover Vlog & Experiment

"Every soul shall taste death." (Surah Al-Imran 3:185)

04/07/2025

২৯২১-৭৮৫/আন্তনগর বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে গেলো

সময়-৯-১৮- মিনিটে

Contract Signing Ceremony Held for "Engineering Services for Construction of Dual Gauge Double Line between Joydebpur-Is...
03/07/2025

Contract Signing Ceremony Held for "Engineering Services for Construction of Dual Gauge Double Line between Joydebpur-Ishurdi Section" Project.

02/07/2025

আলহামদুলিল্লাহ
☘️☘️☘️☘️☘️☘️
🚂৭০৩/৩০১৩
ঢাকা অভিমূখী ৭০৩ মহানগর গৌধূলী আড়িখোলা অতিক্রম করবে।

🚂৭৪৯/২৯২০
কিশোরগঞ্জ অভিমূখী ৭৪৯ এগারো সিন্ধুর গৌধূলী নরসিংদী যাত্রাবিরতি করছে।

🚂৮১৩/৩০২৩
ঢাকা অভিমূখী ৮১৩ কক্সবাজার এক্সপ্রেস জিনারদী অতিক্রম করবে।

🚂আখাউড়া অভিমূখী ৩৬ তিতাস কমিউটার ঘোড়াশাল প্রবেশ করবে।

🚂ঢাকা অভিমুখী ৭১০ পারাবত এক্সপ্রেস আজমপুর রেলওয়ে ষ্টেশনে আসবে।

🚂সিলেট অভিমূখী ৭৭৩ কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ লস্করপুর গেইট ই-৫১©️

🚂ভৈরব বাজার অভিমুখী নরসিংদী কমিউটার আড়িখোলা আসবে।
⏰রাত০৮ঃ১৮মিঃ©️

🚂ঢাকা অভিমূখী ৪৪ মহুয়া কমিউটার গফরগাঁও থেকে ছাড়লো।৮:২০©️

🚂তারাকান্দি অভিমূখী ৭৪৫ যমুনা গফরগাঁও থেকে ছাড়লো।৮:২২©️

🚂ঢাকা অভিমূখী ৭৬৬ নীলসাগর এক্সপ্রেস ডোমার থেকে ছাড়লো।৮:২১©️

🚂চট্টগ্রাম অভিমূখী ৭৮৬ বিজয় এক্সপ্রেস জামালপুর জংশন থেকে ছেড়ে আসছে।৮:১৪ মিনিট©️

02/07/2025

৪৭/দেওয়ানগঞ্জ কমিউটার দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো।
সময় ১২:৩৫ মিনিট।

29/06/2025

ডাউন লালমনি ব্যাপক বিলম্বে চললে ও আপ লালমনি আজ যথাসম্ভব সঠিক সময়ে ঢাকা থেকে ছেড়ে যাবে৷ রেক হবে ৮১০ বুড়িমারির রেক৷আপ বুড়িমারি ৮০৯ ইতিমধ্যে স্পেয়ার রেক নিয়ে ঢাকা থেকে ছেড়ে গেছে৷ ইতিমধ্যে ডাউন লালমনির বিলম্ব ৫ ঘন্টার বেশী৷এখন অফিসিয়াল অর্ডার আসার অপেক্ষায়৷

29/06/2025

উত্তরবঙ্গের ৩টি ট্রেন আটকে আছে একই সঙ্গে যে যার মাঝ পথে।

ঢাকাগামী ৭৭২ ডাউন রংপুর এক্সপ্রেস আদমদিঘী রেলস্টেশন থেকে ছেড়ে স্টেশন পার হয়ে ১২টি চাকা এক সঙ্গে ডিরেল যার কারনে পুরো লাইন ব্লোক।

ঢাকা থেকে ছেড়ে আসা ৭৫১ আপ লালমনি এক্সপ্রেস সান্তাহার জংশনে বসে আছে অপর দিকে ঢাকাগামী ৮১০ ডাউন বুড়িমারী এক্সপ্রেস তালোড়া রেলস্টেশনে ।

রিলিফ ট্রেন লালমনি থেকে রহনা হয়েছে অনেক আগেই পৌঁছে তারপর উদ্ধার কাজ শুরু হবে লাইন কখন ক্লিয়ার হবে কিছু বলা যাচ্ছে না ।

ধৈর্য্য সহকারে সকল যাত্রী সাধারণ অপেক্ষা করুন

❤️‍🔥 ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস সঠিক সময়ে কুড়িগ্রাম স্টেশন থেকে ছেড়ে এসেছে।

©

29/06/2025

কুমিল্লার মুরাদনগরের নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মূল অভিযুক্ত ফজর আলীকে ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, অন্যরা গ্রেপ্তার হয়েছেন ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। বাকিরা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক।

©প্রথম আলো

28/06/2025

পটুয়াখালীর ঘটনার একটি ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে।

যে লোক ভিডিওটি পোস্ট করেছে সে ছাত্রলীগের সেই উপজেলার সহ-সভাপতি ছিলো।

বর্তমানে সে পালাতক অবস্থায় আছে তার বউকে তার বউয়ের পরিবারের তারা জোরপূর্বক নিয়ে যাওয়ার সময়ে ধারণ করা ভিডিওটি এটি।

কিন্তু সে ভিডিওটি পোস্ট করে এবং অভিযোগ করে বিএনপির লোকজন রাত ১ টার দিকে তার বউকে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় যে মেয়েটিকে তার পরিবার নিয়ে গেছে আর তার জামাই যে ভিডিওটি পোস্ট করেছে সে বর্তমানে পালাতক রয়েছে।

তারপরও পুলিশ বিষয়টি নিয়ে আরো গভীর ভাবে ফাইন্ডিংস করছে।

27/06/2025

আলহামদুলিল্লাহ।
জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকার এর সাথে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। ২৭ জুন, ২০২৫ তারিখে রাজধানীর আগারগাঁওয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ নতুন ডুয়েল গেজ ডাবল লাইনের সাথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও পাবনা জেলার স্টেশনগুলো আইকনিক স্টেশন হিসেবে পুননির্মাণ করা হবে।

রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
(সিনিয়র তথ্য অফিসার)
রেলপথ মন্ত্রণালয়।

24/06/2025

🔴 ব্রেকিং: ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছেন এবং আজ পরে একটি বিবৃতি দেবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

24/06/2025

🇮🇷🤝🇮🇱 ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে — আলহামদুলিল্লাহ!

Address

Santahar

Telephone

+8801518981358

Website

Alerts

Be the first to know and let us send you an email when Train lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Train lover:

Share