Train lover

Train lover Vlog & Experiment

"Every soul shall taste death." (Surah Al-Imran 3:185)

19/08/2025

Joydebpur বনলতা এক্সপ্রেস

রাজশাহী অভিমূখী DHUMKETU EXPRESS (769) joydebpur ছেড়ে যায় , সকাল: 7:25am
19/08/2025

রাজশাহী অভিমূখী DHUMKETU EXPRESS (769) joydebpur ছেড়ে যায় , সকাল: 7:25am

14/08/2025

গাজীপুর টু উত্তরবঙ্গ ট্রেন লাইন ব্লকেড
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার🔥

12/08/2025

আমরা ভবিষ্যতের জন্য কত কত চিন্তা করি কত কত পরিকল্পনা করি।

এমনও হতে পারে সেই ভবিষ্যতটাই আমাদের রিজিকে নেই , এর আগেই আমাদের সময় ফুরিয়ে গেছে।

11/08/2025

অবশেষে রেল নতুন ৩০ ইঞ্জিন ক্রয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষ কমিটি গঠন করেছে। এজন্য ধন্যবাদ রেল মন্ত্রণালয়কে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক)-কে করা হয়েছে সদস্য সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে; ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (DMTCL) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক।

কমিটির প্রধান কাজই হচ্ছে উন্নতমানের ইঞ্জিন ক্রয়ে যেন টেন্ডার ওপেন রাখা হয়, যাতে যোগ্য দেশ সমূহ টেন্ডারে অংশগ্রহণ করতে পারে এবং এমন কোনো শর্ত আরোপ করা নাহয় যে, শুধুমাত্র কোরিয়ার হুন্দাই রোটেম তিন বছর আগে কেনা ৩০ ইঞ্জিনের নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে এই নতুন ইঞ্জিন বা লোকো সরবরাহ করার সুযোগ না পায়।

সবার জানার জন্য এবার আমি তিন বছর আগে কেনা কোরিয়ার হুন্দাই রোটেম এর ৩০ ইঞ্জিনের স্পেসিফিকেশন উল্লেখ করলাম। যা চুক্তিতে ছিল না।........... বাচ্চারা কমিশন খেয়ে হুন্দাই রোটেমকে দিয়ে নিম্নমানের যন্ত্রাংশ ঢুকিয়ে দিয়েছিল। ফলে প্রায় সব ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। এর যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না।

১। Engine 8-710G3B-ES

২। Alternator/Generations
TA9 ( 2000 KVA)

৩। Traction Motor A2909

কমিটি এবং রেলের কাছে অনুরোধ, যাই করেন, উপরের মাল নেবেন, তো খবর আছে আপনাদের।
....... বাচ্চারা লেগে আছে। অতএব ভেবেচিন্তে কাজ করবেন সবাই।

kobir milon

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসে কান্নারত অবস্থায় আশেপাশের মানুষের কাছে নিজের ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি ...
10/08/2025

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসে কান্নারত অবস্থায় আশেপাশের মানুষের কাছে নিজের ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন এক বিদেশি নাগরিক- রবিবার (১০ আগস্ট) এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া এই ঘটনার ভিডিওতে দেশের ব্যাপারে নেতিবাচক ও হতাশাজনক কমেন্টে সয়লাব হয়ে যায়।

দেশের আনাচে-কানাচে এমন চুরি/ছিনতাই নিত্যদিনের ঘটনা হলেও একজন ভিনদেশি নাগরিকের সাথে এমন কিছু ঘটলে তা বিদেশিদের মাঝে বাংলাদেশের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।

এমন ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। এর দায়ভার হয়ত আমাদের সবার কাঁধেই কমবেশি পড়ে।

08/08/2025

একজন সাংবাদিককে হত্যা করতে ৫ মিনিট লেগেছে,
আর বিচার পেতে লাগবে ৫ বছর। আসামী গ্রেফতার। ভুলে যান। আগামীকাল নতুন ইস্যু আসছে।

04/08/2025

দূর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণকে সহযোগিতার আহ্বান রেল কর্তৃপক্ষের।

ঢাকা, ০৪ আগস্ট, সোমবার।

রেলপথে দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং সর্বসাধারণকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছে রেল কতৃপক্ষ।
সম্প্রতি বিভিন্ন রুটে কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়ে দূর্ঘটনার শিকার হয়েছে। এসব দূর্ঘটনায় প্রাথমিক সতর্কতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রত্যেকটি দূর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে এসব দূর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি কিছু ঘটনায় প্রতীয়মান হয় যে, রেলপথে দূর্ঘটনার জন্য রেল সংশ্লিষ্টদের বাইরে কতিপয় ব্যক্তি/গোষ্ঠীর তৎপরতা রয়েছে যা নাশকতার পর্যায়ে পড়ে।
উল্লেখ্য যে, গত ৩ আগস্ট দিবাগত রাতে নাটোরের কাছে মাধনগরে রেল ট্র্যাকে শিকল পেচিয়ে তালা দিয়ে রাখা ছিলো যেনো চলমান ট্রেন লাইনচ্যুত হয়ে দূর্ঘটনায় পতিত হয়। রেলওয়ের লোকাল কি-ম্যান এটা দেখে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন। পরে উক্ত শিকল অপসারণ করে ট্রেন চালনা করা হয়। বিষয়টি বড় ধরণের দূর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে সুচিন্তিতভাবে করা হয়েছে বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, এ ধরণের উদ্দেশ্য প্রণোদিত কার্যকলাপ বাংলাদেশ রেলওয়ে কিংবা সরকারের একার পক্ষে নিয়ন্ত্রণ করা অত্যন্ত দূরুহ কাজ। এক্ষেত্রে পর্যাপ্ত জনসম্পৃক্ততা ও সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

দেশের যে কো্নো স্থানে রেল লাইন ও এর আশপাশে সন্দেহজনক কিছু দেখা গেলে বা রেল লাইনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বা কোনো প্রকার দূর্ঘটনা ঘটতে পারে এমন কিছু লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে তা রেল কর্তৃপক্ষ অথবা স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে অথবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করা যাবে। সকল ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
(সিনিয়র তথ্য অফিসার)
রেলপথ মন্ত্রণালয়।

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন ...
31/07/2025

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে, উনি কখনো বিশ্বাস করতো না, করলে এই বড়শির ধারের কাছে আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃ*ত্যুর পর ক*বরের আ*জাব, হাশরের মাঠ পুলসিরাত, জা*ন্নাত -জা*হা'ন্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘু*ষ, সু*দ, হা'রাম আয় থেকে দূরে থাকতাম। অ'বৈধ প্রেম, ভালোবাসা, প*রকীয়া, শি*রক ও বি*দআত থেকে দুরে থাকতাম।

এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।

লেখা- সংগৃহীত

31/07/2025

আলহামদুলিল্লাহ, অবশেষে এদেশের শাসনকাঠামোয় অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে!

এক.
এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এমন বিধান সংবিধানে যুক্ত করা হচ্ছে।

দুই.
সংসদে উচ্চকক্ষ গঠিত হচ্ছে, যা শাসন বিভাগকে জবাবদিহিতার পাশাপাশি নিম্নকক্ষে পাশ হওয়া প্রতিটি আইনের রিভিউতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন.
সংসদে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে উচ্চকক্ষে পিআর (PR) পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে। এটা একটা ঐতিহাসিক শাসনতান্ত্রীক পরিবর্তন। যার ফলে সংসদে আমরা বহুমতের প্রতিফলন দেখতে পাবো।

চার.
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির অনুমোদন, সংশোধন ইত্যাদি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় থেকে পাশ করিয়ে নিতে হবে। কোনরূপ আলোচনা না করেই, জনগনকে না জানিয়েই হাসিনার মতো ট্রানজিট দিয়ে দিতে পারবে না আর কেই, হিজ্রেল থেকে পেগাসাস কিনে ফেলতে পারবে না, দেশ বিরোধী আদানি চুক্তি করতে পারবে না।

পাঁচ.
হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী বাতিলের পর গুরুত্বপূর্ণ কিছু প্রভিশনের ক্ষেত্রে সংবিধানে গণভোটের বিধান ফিরে এসেছে। ফলে জনগণের ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে।

ছয়.
সংসদে বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন হবে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে সব দলেরও অংশগ্রহণ থাকবে। অর্থাৎ, বিরোধী দলগুলো সংসদে যে কটি আসন পাবে, তার অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ পাবে।

সাত.
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না। ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের মাদকাসক্ত, গুন্ডা পান্ডাদের পরিবর্তে যোগ্য, শিক্ষিত, মার্জিত লোকজন স্থানীয় প্রতিনিধি হিসেবে উঠে আসবে।

আট.
৭০ অনুচ্ছেদ পরিবর্তন হচ্ছে। এতে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। এতোদিন ধরে চলমান প্রধানমন্ত্রী যা বলে তা-ই সঠিক এই "rubber stamp" প্রথার প্রভাব কমবে।

নয়.
হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে। ফলে পঞ্চগ্রামের জমি বিরোধ নিয়ে আপনাকে আর ঢাকায় আসতে হবে না।

দশ.
স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে। এটার ইতিবাচক ইমপ্যাক্ট হবে হিউজ। প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে আর রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না।

এগারো.
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় হচ্ছে।

বারো.
সুপ্রিম কোর্টের

Address

Santahar

Telephone

+8801518981358

Website

Alerts

Be the first to know and let us send you an email when Train lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Train lover:

Share