14/07/2025
📢 নিখোঁজ বিজ্ঞপ্তি 📢
বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার নতুন বাজার, হাউজিং কলোনি এলাকার এবং সান্তাহার পৌরসভার সাবেক করনির্ধারক বিকাশ চন্দ্র প্রামানিকের ছোট ছেলে ইমন কুমার প্রামানিক (২৭) গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন।
গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইমন নওগাঁ নওজোয়ান মাঠে তার এক ঘনিষ্ঠ বন্ধুর নিকট পাওনা টাকা নিতে আসেন। রাত ৮টা ৩ মিনিট থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি। একাধিকবার ইমু, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কল দেওয়া হলেও রিসিভ হয়নি এবং কোনো উত্তর পাওয়া যায়নি। সবশেষ রাত ২টার পর থেকে তার মোবাইলের সকল সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, কয়েকদিন আগে "নগদ" (ভুয়া কাস্টমার) সার্ভিস থেকেও তাকে ফোন দিয়ে গোপন পিন চাওয়া হয়। গোপন পিন নাম্বার না দেওয়ায় ওই ভুয়া নাম্বার থেকে ফোন দেওয়া ব্যক্তির সাথে বাকবিতন্ডা হয়েছে।
ইতোমধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও ইমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
ইমনের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
🛑 যদি কোনো সদয় ব্যক্তি ইমন কুমার প্রামানিক সম্পর্কে কোনও তথ্য বা তার অবস্থান সম্পর্কে কিছু জেনে থাকেন, তাহলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে:
📞 (বড় ভাই সুমন-0 1747-234628, বাবা বিকাশ-01768-915554, মামা-01602-903621)