Santahar - The City Of Rail

Santahar - The City Of Rail রেলের শহর সান্তাহারকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রচেষ্টা

বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ল ক্লাসরুমের মেঝে। বুধবার সকাল সাড়ে ৯টায় উ...
10/09/2025

বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ল ক্লাসরুমের মেঝে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই কক্ষ বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

এলাকাবাসীর অভিযোগ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতা আর অবহেলায় এমন ঘটনা ঘটেছে।

21/07/2025

আমরা শোকাহত। পুরো দেশ আজ শোকাহত। আল্লাহ এমন দূর্ঘটনা আর দিও না আমাদের।

17/07/2025

২০২৪ সালের আজকের এই দিনে...

15/07/2025
📢 নিখোঁজ বিজ্ঞপ্তি 📢বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার নতুন বাজার, হাউজিং কলোনি  এলাকার এবং সান্তাহার পৌরসভার সাবেক করন...
14/07/2025

📢 নিখোঁজ বিজ্ঞপ্তি 📢

বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার নতুন বাজার, হাউজিং কলোনি এলাকার এবং সান্তাহার পৌরসভার সাবেক করনির্ধারক বিকাশ চন্দ্র প্রামানিকের ছোট ছেলে ইমন কুমার প্রামানিক (২৭) গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন।
গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইমন নওগাঁ নওজোয়ান মাঠে তার এক ঘনিষ্ঠ বন্ধুর নিকট পাওনা টাকা নিতে আসেন। রাত ৮টা ৩ মিনিট থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি। একাধিকবার ইমু, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কল দেওয়া হলেও রিসিভ হয়নি এবং কোনো উত্তর পাওয়া যায়নি। সবশেষ রাত ২টার পর থেকে তার মোবাইলের সকল সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, কয়েকদিন আগে "নগদ" (ভুয়া কাস্টমার) সার্ভিস থেকেও তাকে ফোন দিয়ে গোপন পিন চাওয়া হয়। গোপন পিন নাম্বার না দেওয়ায় ওই ভুয়া নাম্বার থেকে ফোন দেওয়া ব্যক্তির সাথে বাকবিতন্ডা হয়েছে।

ইতোমধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও ইমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

ইমনের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

🛑 যদি কোনো সদয় ব্যক্তি ইমন কুমার প্রামানিক সম্পর্কে কোনও তথ্য বা তার অবস্থান সম্পর্কে কিছু জেনে থাকেন, তাহলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে:
📞 (বড় ভাই সুমন-0 1747-234628, বাবা বিকাশ-01768-915554, মামা-01602-903621)

প্রাণের শহর সান্তাহার!❤️
23/06/2025

প্রাণের শহর সান্তাহার!❤️

ছুটি শেষ, এবার ফিরে যেতে হবে।😢
10/06/2025

ছুটি শেষ, এবার ফিরে যেতে হবে।😢

15/05/2025

সান্তাহার একটা “সান্ডার বিরিয়ানি” দোকান খুললে কেমন হবে?🤔

Address

Santahar, Pourosova
Santahar
5891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Santahar - The City Of Rail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category