22/04/2025
🚨| স্থানীয় সূত্র অনুযায়ী, ম্যাচ শেষে মাঠের পিচে ঢুকে হামজা চৌধুরীকে উদ্দেশ্য করে বর্নবাদী বাক্য ছোড়েন কিছু বার্নলি সমর্থক; হামজা যা মোটেও সহ্য করতে পারেননি।
এমন অপ্রত্যাশিত ঘটনা মোটেও কাম্য নয়। তবে এই কঠিন সময়ে মানসিকভাবে হামজার পাশে দাঁড়াতে বাংলাদেশি সমর্থকরা তো আছেন। আপনি একটা দেশের আইকন চৌধুরী সাহেব! 🇧🇩
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ুক ✊🏻⚽