
17/05/2025
ওদের সাথে যে ছেলেগুলো দেখতেছেন এরা হিজড়া নয় , কিন্তু বেশ ধরেছে, এরাই এই মেয়েগুলো কে নষ্ট করছে প্রথমে সিগারেট খাওয়া তারপর গাজা ইয়াবা ফ্রি মিক্সিং, শারীরিক সম্পর্ক যেখানে সেখানে চেহারা সুরুত যৌবন সৌন্দর্য সব নষ্ট হয়ে যায়,তারপর মেয়ে গুলো বুঝে যায় একটা সময় এদের কেউ বিয়ে করবে না লাইফ শেষ, তখন পোশাকের স্বাধীনতা এইটা সেইটা বলে, কিন্তু সবচেয়ে কষ্টের জীবন তাদের ভার্সিটির ফ্রি মিক্সিং, ছেলে বন্ধু, নেশা করা, শারীরিক সম্পর্ক করা, এগুলোই তাদের জীবন শেষ। এরপর এরা সামিল হয় বিভিন্ন পাতানো আন্দোলনে এইসব আন্দোলন ভারতীয় ঊগ্ৰবাদীদের চক্রান্ত। বাংলাদেশে শান্তিময় ধর্মীয় পরিবেশ নষ্ট করা নারীদের রাস্তায় নামিয়ে অসম্মানিত করা এদের উদ্দেশ্য।
আপনার সন্তানকে উচ্চ শিক্ষা দিচ্ছেন ভালো কথা কিন্তু তার জীবন শেষ করবেন না, কোথায় পড়াশোনা করছে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে খুব খেয়াল রাখবেন অত্যান্ত গুরুত্বপূর্ণ, ধর্মীয় অনুশাসন ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা জাগ্ৰত রাখুন।