তারিফツTarif

তারিফツTarif People stand by it in times of danger
The greatest humanity
(1)

ওদের সাথে যে ছেলেগুলো দেখতেছেন এরা হিজড়া নয় , কিন্তু বেশ ধরেছে, এরাই এই মেয়েগুলো কে নষ্ট করছে প্রথমে সিগারেট খাওয়া ত...
17/05/2025

ওদের সাথে যে ছেলেগুলো দেখতেছেন এরা হিজড়া নয় , কিন্তু বেশ ধরেছে, এরাই এই মেয়েগুলো কে নষ্ট করছে প্রথমে সিগারেট খাওয়া তারপর গাজা ইয়াবা ফ্রি মিক্সিং, শারীরিক সম্পর্ক যেখানে সেখানে চেহারা সুরুত যৌবন সৌন্দর্য সব নষ্ট হয়ে যায়,তারপর মেয়ে গুলো বুঝে যায় একটা সময় এদের কেউ বিয়ে করবে না লাইফ শেষ, তখন পোশাকের স্বাধীনতা এইটা সেইটা বলে, কিন্তু সবচেয়ে কষ্টের জীবন তাদের ভার্সিটির ফ্রি মিক্সিং, ছেলে বন্ধু, নেশা করা, শারীরিক সম্পর্ক করা, এগুলোই তাদের জীবন শেষ। এরপর এরা সামিল হয় বিভিন্ন পাতানো আন্দোলনে এইসব আন্দোলন ভারতীয় ঊগ্ৰবাদীদের চক্রান্ত। বাংলাদেশে শান্তিময় ধর্মীয় পরিবেশ নষ্ট করা নারীদের রাস্তায় নামিয়ে অসম্মানিত করা এদের উদ্দেশ্য।
আপনার সন্তানকে উচ্চ শিক্ষা দিচ্ছেন ভালো কথা কিন্তু তার জীবন শেষ করবেন না, কোথায় পড়াশোনা করছে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে খুব খেয়াল রাখবেন অত্যান্ত গুরুত্বপূর্ণ, ধর্মীয় অনুশাসন ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা জাগ্ৰত রাখুন।

11/05/2025

আম্মু ❤️

পিতার উপর অভিযোগ তুলে যে মেয়েটা পিতাকে খু"ন করেছে, সেটার কারণ সম্পূর্ণ ভিত্তিহীন। মেয়েটার নাম জান্নাত জাহান শিফা। তার পি...
09/05/2025

পিতার উপর অভিযোগ তুলে যে মেয়েটা পিতাকে খু"ন করেছে, সেটার কারণ সম্পূর্ণ ভিত্তিহীন। মেয়েটার নাম জান্নাত জাহান শিফা। তার পিতা আব্দুস সাত্তার। তারা আরো দু'টি মেয়েসহ সাবলেট বসবাস করতেন।

আব্দুস সাত্তার ডাইনিং রুমে, তার মেয়ে এক রুমে এবং অপর দু'টি মেয়ে আরেকটি রুমে ভাড়া নিয়ে বসবাস করতেন। কিন্তু, জান্নাত আর অপর দু'টি মেয়ে নিজেদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি টের পেয়ে আব্দুস সাত্তার মেয়েকে সতর্ক করেন। তাদের কাজে ক্রমাগত বাঁধা দিতে থাকেন। এক পর্যায়ে ক্রুদ্ধ হয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে জান্নাত তার পিতাকে নৃ"শংসভাবে হ"ত্যা করে ভিডিও করে এবং পিতার উপর বিভিন্ন অপবাদ দেয়।

তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘা"তক জান্নাত স্বীকার করে যে, বুধবার রাতে ভাতের সাথে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে পিতা আব্দুস সাত্তারকে সে ভাত খাওয়ায়। এরপর ভোর ৪টার দিকে ধারালো অ"স্ত্র দিয়ে কুপিয়ে হ"ত্যা করে।

এটাই হলো প্রকৃত ঘটনা। বিভিন্ন মা"দকাসক্তে ও স"মকা"মি"তায় জড়িত জান্নাত তার রাস্তা থেকে পিতাকে সরাতে এরূপ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। এবং আইনের হাত থেকে বাঁচার জন্য ও জনগণের সমর্থনের জন্য মিথ্যে অপবাদ আরোপ করেছে।

আর কিছু সংখ্যক লোকজন পুরো ঘটনা না জেনে স্বভাবগতভাবেই লাফাচ্ছে। ওই মেয়েকে সমর্থন করে বলছে “উচিৎ কাজ করেছে।” এই যে, না জেনে লাফানো স্বভাব, আমাদের সমাজ থেকে এটা যাবে কখন? একটি ঘটনা ঘটলে, সত্য উন্মোচনের জন্য কি কিছুক্ষণ অপেক্ষা করা যায় না?

[ সুত্রঃ- নয়া দিগন্ত ]

তদন্ত সাপেক্ষে মেয়েটার কথা যদি সত্য হয় তাহলে মেয়েটাকে মুক্তি দেওয়া উচিৎ। আর মেয়েটার কথা যদি মিথ্যা হয় এবং উপরের লেখাটা যদি সত্য হয় তাহলে মেয়েটাকে কঠিন শাস্তি দেওয়া উচিৎ!

দেশী ইউটিউবার 🫤😬
09/05/2025

দেশী ইউটিউবার 🫤😬

07/05/2025
চিন্তার বিষয়?
07/05/2025

চিন্তার বিষয়?

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
30/04/2025

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত

আসলেই ভাই 😅
12/12/2023

আসলেই ভাই 😅

অনেক শক্তিশালী
29/11/2023

অনেক শক্তিশালী

true 🙂
26/11/2023

true 🙂

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
23/11/2023

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Sapahar

Telephone

+8801318542893

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারিফツTarif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তারিফツTarif:

Share