আমরা পুবের আলো পরিবার

আমরা পুবের আলো পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমরা পুবের আলো পরিবার, Media, Brahmanbaria, Sarail.

সত্য ও সুন্দরের খুঁজে 'পুবের আলো'। আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। সমাজে যাঁরা ভালো কাজ করছেন, তাঁদেরকে ফোকাস করতে আমরা কাজ করছি। মানবিক কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চাই সকল পেশার মানুষের সহযোগিতা।

27/11/2025

পুবের আলো পরিবারের পুরস্কার পেল মাত্র ৭৫দিনে হাফেজ হওয়া ৭বছরের শিশু আদনান

22/11/2025

সন্ধ্যাকালীন আড্ডার খরচের টাকায় ভবঘুরে একজন মানুষকে শীতবস্ত্র কিনে দিলেন পুবের আলো পরিবারের চার সদস্য
#মানবতা #কালিকচ্ছ #সরাইল #ব্রাহ্মণবাড়িয়া

মাশাল্লাহ ❤️
11/10/2025

মাশাল্লাহ ❤️

"সরাইল উপজেলার স্বার্থে এমন মিলমিশ ইতিবাচক"

সরাইল উপজেলা জুড়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে আশার আলো। দীর্ঘদিনের মতবিরোধ ও বিভাজনের অবসান ঘটিয়ে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে নতুন করে মিলমিশের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তুষ্টি এনেছে।

উপজেলার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও ব্যবসায়ী মহল এমন ঐক্যকে সরাইলের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক কয়েকটি বৈঠকে উন্নয়ন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সবাই একমত হন। এতে সাধারণ মানুষও আশাবাদী যে, এখন থেকে সরাইলের উন্নয়ন কাজগুলো আর রাজনৈতিক বিভাজনের কারণে বাধাগ্রস্ত হবে না।

সরাইল উপজেলার একাধিক ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, এমন মিলমিশ সকল নেতার মধ্যে যদি দীর্ঘস্থায়ী হয়, তবে সরাইল হবে সহযোগিতা ও উন্নয়নের নতুন দৃষ্টান্ত।

সচেতন নাগরিকদের মতে, রাজনৈতিক সমঝোতা মানেই শুধু সম্পর্কের উষ্ণতা নয়; এটি স্থানীয় উন্নয়ন, ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানেরও প্রতীক। তাই সরাইলের স্বার্থে এই ঐক্যকে ধরে রাখা এবং আরও সুদৃঢ় করা সময়ের দাবি। সরাইল উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণের জন্য এমন মিলমিশ নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ।

পুবের আলো পরিবারের সদস্য জনাব শরিফুল ইসলাম সিয়াম।  #কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।Shariful Islam
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য জনাব শরিফুল ইসলাম সিয়াম।
#কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
Shariful Islam

পুবের আলো পরিবারের সদস্য এহছান মিয়া।  #কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য এহছান মিয়া।
#কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

পুবের আলো পরিবারের সদস্য জনাব সোহাগ।  #নোয়াগাঁও সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।সোহাগ দেওয়ান
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য জনাব সোহাগ।
#নোয়াগাঁও সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
সোহাগ দেওয়ান

পুবের আলো পরিবারের সদস্য জনাব মোহাম্মদ মাসুদ মিয়া।  #কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।Md. Masud Mia
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য জনাব মোহাম্মদ মাসুদ মিয়া।
#কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
Md. Masud Mia

পুবের আলো পরিবারের সদস্য জনাব আতিকুল ইসলাম ইফরান।  #কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।Atikul Islam Efran
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য জনাব আতিকুল ইসলাম ইফরান।
#কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
Atikul Islam Efran

পুবের আলো পরিবারের সদস্য জনাব মোঃ বাদল মিয়া।  #রাণীদিয়া অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।Md Badal Mia
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য জনাব মোঃ বাদল মিয়া।
#রাণীদিয়া অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
Md Badal Mia

পুবের আলো পরিবারের সদস্য জনাব আরিফুল ইসলাম সুমন।  #কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।আরিফুল ইসলাম সুমন
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য জনাব আরিফুল ইসলাম সুমন।
#কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
আরিফুল ইসলাম সুমন

পুবের আলো পরিবারের সদস্য ইফতি খানম। #কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য ইফতি খানম।
#কালিকচ্ছ সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

পুবের আলো পরিবারের সদস্য জনাব অধ্যাপক আবদুল হানিফ।  #দেওয়ান_হাবলী সরাইল সদর, ব্রাহ্মণবাড়িয়া।Md. Abdul Hanif
09/10/2025

পুবের আলো পরিবারের সদস্য জনাব অধ্যাপক আবদুল হানিফ।
#দেওয়ান_হাবলী সরাইল সদর, ব্রাহ্মণবাড়িয়া।
Md. Abdul Hanif

Address

Brahmanbaria
Sarail
3430

Alerts

Be the first to know and let us send you an email when আমরা পুবের আলো পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category