Puber Alo - নাগরিক সংবাদ

Puber Alo - নাগরিক সংবাদ সত্য প্রকাশে দূর্বার সাহস

সরাইলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইউএনও'র যুগান্তকারী নানা পদক্ষেপ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিছিয়ে পরা শিক্ষার মান বৃদ্ধ...
27/07/2025

সরাইলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইউএনও'র যুগান্তকারী নানা পদক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিছিয়ে পরা শিক্ষার মান বৃদ্ধি ও মানবিক একটি সমাজ গঠনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। তাঁর গ্রহন করা নানা যুগান্তকারী পদক্ষেপ এই উপজেলার শিক্ষাক্ষেত্রে নিয়ে আসবে পরিবর্তন, এমনটাই দাবি অভিভাবক ও সচেতন মহলের।

সরাইল উপজেলা জুড়ে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন পুরষ্কার দিয়ে অনুপ্রাণিত করছেন জনবান্ধব ইউএনও মোশারফ হোসাইন। পূর্ব নির্দেশনা ছাড়াই হুট করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সেখানকার পাঠদান ও শিক্ষা ব্যবস্থা'র বাস্তবিক দশা স্ব-চক্ষে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন তিনি। পরিদর্শন তালিকা থেকে বাদ যাচ্ছে না উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি মনোযোগী করতে উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে ক্রীড়া সামগ্রী।

সূত্র বলছে, সর্বশেষ সরাইল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণের মতো পোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। যা আবারও প্রায় ১১ বছর পর ইউএনও'র হাত ধরে যাত্রা শুরু করেছে সম্প্রতি।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, সরাইল উপজেলা'র শিক্ষার মান ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। আমি ইতিমধ্যে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নানা ধরণের পদক্ষেপ গ্রহন করেছি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান গুলো নিয়মিত পরিদর্শন করারও খোঁজ খবর রাখার চেষ্টা করছি। শিক্ষার্থীরা দেশের সম্পদ, তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে আমার চেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ১৪ নভেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সরাইলে যোগদান করেন মোঃ মোশারফ হোসাইন। একজন মেধাবী ছাত্র ও দায়িত্বশীল ইউএনও হিসাবে শিক্ষাক্ষেত্রের দিকে রয়েছে তাঁর ভিন্ন দৃষ্টি। ৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ছাত্র জীবনে দেশের সর্বোচ্চ দুই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা করেছেন। অর্জন করেছেন ৪টি মাস্টার্স ডিগ্রি ও দু’টি ডিপ্লোমা ডিগ্রি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি, ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বিভাগ থেকে মাস্টার্স এবং মার্কেটিং বিভাগ থেকে এমবিএ করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে পানি সম্পদ উন্নয়নে মাস্টার্স ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড এপ্লিকেশন ও আইসিটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি Financial Management এবং Project Management বিষয়ে শর্টকোর্স করেছেন বলেও জানা গেছে।

দায়িত্বশীল ইউএনও'র পাশাপাশি একজন লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মোঃ মোশারফ হোসাইনের। জানার প্রবল ইচ্ছেশক্তি থেকে নতুন নতুন বইয়ের সন্ধান করা ও এগুলোর সফট কপি সংগ্রহ করা তাঁর নেশা। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার বইয়ের সফট কপি রয়েছে তার সংগ্রহে।
#রিপোর্ট : Atikul Islam Efran

25/07/2025

সরাইলে বিতরণ করা হয়েছে হুইল চেয়ার ১৫টি, ড্রাম সেট ১৫টি, ক্রিকেট সেট ২০টি, ফুটবল ২০০টি, শিক্ষোপকরণ ২০০ সেট, (স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স)।
সরাইল উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে উন্নয়ন তহবিলের শিক্ষা ও ক্রীড়া খাতের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

24/07/2025

সরাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ তারিকুল ইসলাম, উপ-পরিচালক (বিশেষ শিক্ষা শাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

24/07/2025

সরাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন

24/07/2025
সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️
23/07/2025

সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️

22/07/2025
21/07/2025

উত্তরায় বিমান দূ*র্ঘট'নার সর্বশেষ পরি'স্থিতি জানালেন সাংবাদিক আলী আজগর ইমন

20/07/2025

ময়নার মা নীপা বেগমের বক্তব্য ভালো করে খেয়াল করুন, দেখেন কিছু পাওয়া যায় কি-না? কিছু পেলে কমেন্টে লিখে যান; তবুও যদি প্রকৃত ঘটনা উদঘাটন হয়। যে-ই দিন শি*শু ময়নার লা*শ উ'দ্ধার হয়, সেইদিন সকালে এ বক্তব্য দেন নীপা বেগম।

উল্লেখ্য, পঞ্চম শ্রেণীর ছাত্রী মাইমুনা আক্তার ময়না (৯) গত শনিবার (৫জুলাই) বিকেলে নি'খোঁজ হয়। পরদিন রবিবার (৬জুলাই) ভোরে বাড়ির পাশে মসজিদের দোতলা থেকে ময়নার র*ক্তা*ক্ত লা*শ উদ্ধার হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া গ্রামের চন্দু মিয়া পাড়ার প্রবাসী আবদুর রাজ্জাক মিয়ার মেয়ে। এ ঘটনায় নি*হত ময়নার মা নীপা বেগম বাদী হয়ে অ'জ্ঞাত'নামা আ'সামি দিয়ে সরাইল থানায় হ*ত্যা মা'মলা দায়ের করেছেন। পুলিশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ কয়েকজনকে জি'জ্ঞাসা'বাদের জন্য হেফাজতে নেয়।

18/07/2025

"ইমাম ও মুয়াজ্জিন-এর মুক্তি চাই"

সরাইল শাহবাজপুরের ময়না হ*ত্যার ঘটনায় জিজ্ঞা'সাবাদের জন্য আ'টক হাবলীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হামিদুল ইসলাম এবং একই মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ সাইদুল ইসলাম-এর মু'ক্তির দাবি করছি। একজন মুসলমান হিসেবে আমি তাঁদের মু'ক্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। কারণ- অসংখ্য মানুষের দাবি, ইমাম ও মুয়াজ্জিন এ ঘটনার সাথে জড়িত নয়, এমনকি তাঁরা এমন ন্যা'ক্কার'জনক কাজ করতে পারেন না; তাঁরা নির্দোষ।

এছাড়া পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে পাঁচদিনের রি'মান্ড চেয়ে এনে ব্যাপক জিজ্ঞা'সাবাদ করেও তেমন কিছুই পায়নি। তাই তাঁদেরকে মুক্ত করে দেয়া হোক। পুলিশের তদন্তে যদি এ ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনের সম্পৃ'ক্ততা পাওয়া যায় প্রয়োজনে তাদেরকে ফের আইনের আওতায় নেয়া হোক, কিন্তু এইমুহূর্তে নির্দোষ দুইজনকে মু'ক্তি দেয়া হোক।

এছাড়া উনারা যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য অন্তত তাঁদের মু'ক্ত করে দেয়া হোক। উনারা জেল থেকে ছাড়া পেলে হাবলীপাড়া জামে মসজিদের মুসল্লী সহ তাঁদের পরিবারের লোকজন মান'সিকভাবে শান্তি পাবে।
#আরিফুল_ইসলাম_সুমন
সমাজকর্মী ও সংবাদকর্মী
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
১৯ জুলাই, ২০২৫ইং।

18/07/2025

ফ্যা*সিবা'দবি'রোধী ল'ড়াইয়ের প্রস্তুতি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের অঙ্গীকার এনসিপির

ফ্যা*সিবাদ ও মুজি'ববাদের বি'রুদ্ধে আরও একটি ল'ড়াই আসছে—এমন হুঁ*শিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, “গোপালগঞ্জে হা*মলা হয়েছে, কিন্তু আরও ১০ জায়গায় হা*মলা হলেও আমাদের দ'মন করা যাবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের ল'ড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চাই।”

নাহিদ ইসলাম নদীভা*ঙন, অ*বৈধ বালু উত্তোলন ও দ*খলসহ স্থানীয় নানা অ'নিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, “পাড়া-মহল্লায় প্রতি'রোধ গড়ে তুলতে হবে। ফ্যা*সিবাদ ও মুজিববাদের বি'রুদ্ধে আমাদের এই ল'ড়াই অব্যাহত থাকবে।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সারজিস। তিনি বলেন, “এই দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। ফ্যা*সিবাদ নি*র্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যা*সিবাদী স*ন্ত্রা*সীরা থাকবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতি*রোধ করতে হবে।”

বিদেশে অবস্থানরত হ-ত্যার পরি*কল্পনাকা'রীদের দেশে এনে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, “হাসিনার বি'চার করতে হবে। তার মৃ*ত্যুদ*ণ্ড দেখে ম'রতে চাই।”

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সভায় বলেন, “দেশি-বিদেশি ষ*ড়য*ন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মো*কাবিলা করতে হবে। নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়তে হবে।”

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতি*শ্রুতি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, তা আমরা নিশ্চিত করব।”

পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে আ*ন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। এর আগে মুন্সীগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে যোগ দেয়।

ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে বিএনপি। শুক্রবার (১৮ ...
18/07/2025

ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করেছে। মিছিলটি উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় থেকে শুরু হয়ে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করাই আমাদের আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

Address

Brahmanbaria
Sarail
3430

Alerts

Be the first to know and let us send you an email when Puber Alo - নাগরিক সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share