
27/07/2025
সরাইলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইউএনও'র যুগান্তকারী নানা পদক্ষেপ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিছিয়ে পরা শিক্ষার মান বৃদ্ধি ও মানবিক একটি সমাজ গঠনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। তাঁর গ্রহন করা নানা যুগান্তকারী পদক্ষেপ এই উপজেলার শিক্ষাক্ষেত্রে নিয়ে আসবে পরিবর্তন, এমনটাই দাবি অভিভাবক ও সচেতন মহলের।
সরাইল উপজেলা জুড়ে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন পুরষ্কার দিয়ে অনুপ্রাণিত করছেন জনবান্ধব ইউএনও মোশারফ হোসাইন। পূর্ব নির্দেশনা ছাড়াই হুট করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সেখানকার পাঠদান ও শিক্ষা ব্যবস্থা'র বাস্তবিক দশা স্ব-চক্ষে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন তিনি। পরিদর্শন তালিকা থেকে বাদ যাচ্ছে না উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি মনোযোগী করতে উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে ক্রীড়া সামগ্রী।
সূত্র বলছে, সর্বশেষ সরাইল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণের মতো পোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। যা আবারও প্রায় ১১ বছর পর ইউএনও'র হাত ধরে যাত্রা শুরু করেছে সম্প্রতি।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, সরাইল উপজেলা'র শিক্ষার মান ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। আমি ইতিমধ্যে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নানা ধরণের পদক্ষেপ গ্রহন করেছি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান গুলো নিয়মিত পরিদর্শন করারও খোঁজ খবর রাখার চেষ্টা করছি। শিক্ষার্থীরা দেশের সম্পদ, তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে আমার চেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ১৪ নভেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সরাইলে যোগদান করেন মোঃ মোশারফ হোসাইন। একজন মেধাবী ছাত্র ও দায়িত্বশীল ইউএনও হিসাবে শিক্ষাক্ষেত্রের দিকে রয়েছে তাঁর ভিন্ন দৃষ্টি। ৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ছাত্র জীবনে দেশের সর্বোচ্চ দুই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা করেছেন। অর্জন করেছেন ৪টি মাস্টার্স ডিগ্রি ও দু’টি ডিপ্লোমা ডিগ্রি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি, ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বিভাগ থেকে মাস্টার্স এবং মার্কেটিং বিভাগ থেকে এমবিএ করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে পানি সম্পদ উন্নয়নে মাস্টার্স ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড এপ্লিকেশন ও আইসিটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি Financial Management এবং Project Management বিষয়ে শর্টকোর্স করেছেন বলেও জানা গেছে।
দায়িত্বশীল ইউএনও'র পাশাপাশি একজন লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মোঃ মোশারফ হোসাইনের। জানার প্রবল ইচ্ছেশক্তি থেকে নতুন নতুন বইয়ের সন্ধান করা ও এগুলোর সফট কপি সংগ্রহ করা তাঁর নেশা। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার বইয়ের সফট কপি রয়েছে তার সংগ্রহে।
#রিপোর্ট : Atikul Islam Efran