Historical Sarail

Historical Sarail সরাইলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের মাধ্যমে সকলের নিকট উপস্থাপন করার প্রয়াস।

Big shout out to my newest top fans! 💎 Mehmed RehanDrop a comment to welcome them to our community,
31/07/2025

Big shout out to my newest top fans! 💎 Mehmed Rehan

Drop a comment to welcome them to our community,

আমাদের লেখক ইসমোনাক ভাই ❤️❤️❤️
31/07/2025

আমাদের লেখক ইসমোনাক ভাই ❤️❤️❤️

ইসমোনাক, যার আসল নাম সর্দার মো. নাজমুল কবির ইকবাল, বাংলা সাহিত্যের একজন ব্যতিক্রমধর্মী এবং পরিশ্রমী লেখক। তিনি তার সাহিত্যকর্মে এমন এক অনন্য পন্থা অবলম্বন করেছেন, যা তাকে বিশেষভাবে পরিচিতি দিয়েছে।

ইসমোনাকের জন্ম ১৯৬৭ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের সরদারবাড়িতে। তিনি ছয় ভাই ও এক বোনের মধ্যে পঞ্চম। তিনি সরাইলের কালিকচ্ছ পাঠশালা থেকে মাধ্যমিক এবং সরাইল মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে বিএ ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবন শেষ করে নব্বইয়ের দশকের প্রথম দিকে তিনি কিছু বছর শিক্ষকতা করেন। তবে সাহিত্যের প্রতি তার গভীর টান তাকে শিক্ষকতার পেশায় স্থায়ী হতে দেয়নি। ইসমোনাক নামের আদ্যক্ষর ব্যবহার করে ইসমোনাক ছদ্মনামে সাহিত্য রচনা শুরু করেন। তার সাহিত্যকর্মের মূল বৈশিষ্ট্য হলো, তিনি 'ক' বর্ণ দিয়ে শব্দের মালা গেঁথে গল্প লেখেন। এটি একটি অত্যন্ত কঠিন এবং বিরল সাহিত্যিক কৌশল, যা টটোগ্রাম নামে পরিচিত।

প্রায় ২৪ বছরের দীর্ঘ সাধনায় তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করেছেন। তিনি বিভিন্ন গল্প, উপন্যাস, জার্নাল এবং অভিধান থেকে প্রায় আড়াই লাখ 'ক' দিয়ে শুরু হওয়া শব্দ সংগ্রহ করেছেন এবং সেগুলো ব্যবহার করে তার বইগুলো লিখেছেন।

ইসমোনাকের এ পর্যন্ত তিনটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার প্রতিটি শব্দের আদ্যাক্ষর 'ক' বর্ণ দিয়ে শুরু হয়েছে। এই গ্রন্থগুলো হলো: কেষ্ট কবির কষ্টগুলো (২০১০): এই বইটিতে 'ক' বর্ণ দিয়ে শুরু হওয়া প্রায় ৭ হাজার শব্দ রয়েছে। কেষ্ট কবির কনফারেন্স (২০১৩): এই বইটিতে ১০ হাজার 'ক' দিয়ে শুরু হওয়া শব্দ রয়েছে। কেষ্ট কবি (২০১৬): এটিতেও প্রায় ১০ হাজার 'ক' দিয়ে শুরু হওয়া শব্দ ব্যবহার করা হয়েছে।
সব মিলিয়ে তার তিনটি বইয়ে প্রায় ২৭ হাজার 'ক' দিয়ে শুরু হওয়া শব্দ ব্যবহৃত হয়েছে। তার গল্পে কেষ্ট কবি চরিত্রটি মূলত নিপীড়িত সাধারণ মানুষের প্রতিচ্ছবি। এই গ্রন্থগুলো প্রকাশের পর সাহিত্য মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং তার এই অভিনব সাহিত্যকর্মের জন্য তিনি প্রশংসিত হন। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান তার কাজকে 'পৃথিবীর ইতিহাসে বিরল' এবং 'বাংলা সাহিত্যেও এমন নজির আর নেই' বলে উল্লেখ করেছেন।

ইসমোনাকের সাহিত্য সাধনা বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার এই কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী সৃজনশীলতা বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে স্মরণীয় করে রাখবে।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
আমাদের একজন শুভাকাঙ্ক্ষী Murad Hasan Uzzal তথ্য দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে ধন্যবাদ।
(অনুমতি ছাড়া রিপোস্ট করবেন না)
#টটোগ্রাম_সাহিত্যের_জনক #ইসমোনাক
#বাংলার_তথ্যপট ('বাংলার তথ্যপট' সম্পর্কে বিস্তারিত জানুন কমেন্টে)

হাতির পুল,বাড়িউরা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
22/01/2025

হাতির পুল,
বাড়িউরা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

ঐতিহাসিক দ্বিতল সমাধি। আরিফাইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
22/01/2025

ঐতিহাসিক দ্বিতল সমাধি।
আরিফাইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

ঢাকা শবনম মসলিন সমকক্ষআমাদের  কোন জায়গায় মসলিন। কমেন্ট বক্সে দেখুন।
21/01/2025

ঢাকা শবনম মসলিন সমকক্ষ
আমাদের কোন জায়গায় মসলিন।

কমেন্ট বক্সে দেখুন।

ঐতিহাসিক হাতির পুলের ভিতরে অংশ।ঢাকা সিলেট হাইওয়ে রোড সংলগ্ন, বাড়িউরা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
21/01/2025

ঐতিহাসিক হাতির পুলের ভিতরে অংশ।
ঢাকা সিলেট হাইওয়ে রোড সংলগ্ন, বাড়িউরা,
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

১৯৬৫ সালের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনের একটি হাজিরা খাতা। সেখানেও ৭ জন ছাত্রী ছিল।সংগ্রহ: জুয়েল ঠাকু...
22/09/2024

১৯৬৫ সালের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনের একটি হাজিরা খাতা। সেখানেও ৭ জন ছাত্রী ছিল।

সংগ্রহ: জুয়েল ঠাকুর।

♦ ১৯৫৮ সালে সরাইল অন্নদা স্কুলের ছাত্রদের উদ্যোগে "উদয়নালা" নাটকের লিফলেট♦️আহ কি দারুণ সময় ছিল তখন।
05/09/2024

♦ ১৯৫৮ সালে সরাইল অন্নদা স্কুলের ছাত্রদের উদ্যোগে "উদয়নালা" নাটকের লিফলেট♦️
আহ কি দারুণ সময় ছিল তখন।

Address

Sarail
3430

Telephone

+8801324215212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Historical Sarail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Historical Sarail:

Share

Category