Prime Bangla News

Prime Bangla News প্রাইম বাংলা নিউজ বাংলাদেশের বাংলা ভ?

নিখোঁজ বিজ্ঞপ্তি, পোস্টি বেশি বেশি শেয়ার করুন, ছড়িয়ে দিন...মেয়েটির নাম: মহিমা পিতা মৃত: সাহেদ আলী ১১ বছরের মেয়েটি সরাইল...
01/02/2025

নিখোঁজ বিজ্ঞপ্তি, পোস্টি বেশি বেশি শেয়ার করুন, ছড়িয়ে দিন...

মেয়েটির নাম: মহিমা পিতা মৃত: সাহেদ আলী ১১ বছরের মেয়েটি সরাইল প্রাত: বাজার জামে মসজিদ সংলগ্ন রায়না ভবনের বাসা থেকে হারিয়ে গিয়েছে। সে কথাবার্তা বলতে পারে। হারানোর সময় মেয়েটির পরনে ছিল ব্লু কালারের জামা। মেয়েটির গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। মেয়েটির স্থায়ী ঠিকানা : অরুয়াইল, সরাইল,ব্রাহ্মণবাড়িয়া। মেয়েটিকে হারিয়ে তার মা পাগল প্রায়।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধ্যান পেয়ে থাকেন,তাহলে সন্ধ্যান প্রার্থী তার মা নার্গিস আক্তারের মোবাইল নাম্বার ০১৭৫৯০১০০৭৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। পোস্টটি দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন,যেন আপনার শেয়ারের কারনে মেয়েটি তার মায়ের কোলে ফিরে আসতে পারে।

#নিখোঁজ #নিখোঁজ_ব্যক্তি #হারিয়ে_গেছে #প্রিয়জন_নিখোঁজ #সন্ধান_প্রয়োজন #নিখোঁজ_তথ্য_দিন

ত্রাণ চোরেরা বুঝতেই পারল না, ক্ষুধার্ত মানুষের কি যন্ত্রনা,কিন্তু গরু নামের পশুটি বুঝতে পারল ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা ...
16/09/2020

ত্রাণ চোরেরা বুঝতেই পারল না, ক্ষুধার্ত মানুষের কি যন্ত্রনা,কিন্তু গরু নামের পশুটি বুঝতে পারল ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা l

ক্যাশ টাকা যদি কলকারখানাকে দেয়া হয়, ভয়ংকর ভুল হবে, সরকারের হাতে মানুষের জন্য খাবার, জ্বালানী ও কৃষির জন্য ক্যাশ টাকা থাক...
07/04/2020

ক্যাশ টাকা যদি কলকারখানাকে দেয়া হয়, ভয়ংকর ভুল হবে, সরকারের হাতে মানুষের জন্য খাবার, জ্বালানী ও কৃষির জন্য ক্যাশ টাকা থাকবে না। সব টাকা হয়তো কৃষিতে দিতে হবে; হয়তো, সব টাকা ও সব শক্তি কৃষিতে প্রয়োগ করতে হবে; ট্রাম্প কাউকে খাবার দেবে না।

কলকারখানা ঝড়ে, বা পুড়ে নষ্ট হয়নি, উৎপাদন বন্ধ হয়ে গেছে; বিশেষ করে, গার্মেন্টস ইন্ডাষ্ট্রি চালু করেও লাভ নেই; কারণ, ক্রেতারা শীপমেন্ট নিতে পারবে না; ফলে, এদেরকে 'রেসকিউ প্যাকেজ' দিলে, দেশের ক্যাশ নষ্ট হয়ে যাবে। গার্মেন্টস কারখানাগুলো নিজেদের মেইনটেনেসন্স নিজেরা করতে পারার কথা, ওরা গত ৩০/৪০ বছর বিপুল পরিমাণ ক্যাশের মালিক হয়েছে। যেসব কারখানায় ব্যাংকের বিপুল ঋণ আছে, মালিক যদি মেইনটেন্যান্স না করে, সেগুলোকে বিজিবি বা মিলিটারীর অধীনে মেইনটেন্যান্স করা সম্ভব।

গার্মেন্টসগুলোর দরকারী কাঁচামালও এখন আসার সম্ভাবনা নেই; এখন যেই পরিমাণ কঁচামাল আছে, তা থেকে করোনার জন্য মাস্ক, পিপিই যারা করতে পারবে, তারা সীমিত উৎপাদন চালিয়ে যেতে পারে। ইউরোপ আমেরিকায় কাপড়ের বাজার সম্ভবত: দীর্ঘ সময়ের জন্য শ্লো হয়ে যাবে।

প্যাকেজ শুধু তাদের দেয়া যেতে পারে, যারা দেশের অভ্যন্তরের জন্য দরকারী মালামাল বানাচ্ছে, এবং এখন থেকে উৎপাদনের পরিমাণ বাড়াতে হবে; দেশীয় সার কারখানাগুলোকে ও বীজ উৎপাদন বাড়াতে হবে। প্যাকেজের টাকা কর্মহীনদের খাবার সরবরাহের জন্য দরকার হবে। প্যাকেজের বড় অংশ দিয়ে খাদ্য উৎপাদন করতে হবে, জ্বালানীর তেল কিনতে হবে, খাদ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ও তেলের টাকা মজুত রাখার দরকার।

যেহেতু, কোন ধরণের কারখানার কিছু নষ্ট হয়নি, তাদেরকে ক্যাশ দেয়ার ধারণাটাই ভুল, ওদের ক্যাশের কোন প্র‌্যোজন নেই দেশের মানুষের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরির কাঁচামাল ও যত্রপাতি আনার জন্য সীমিত ক্যাশ দেয়া যেতে পারে।

‘আমার করোনো হয়নি অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।’– ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ই...
06/04/2020

‘আমার করোনো হয়নি অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।’– ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমন চাকমা গত ২৬ মার্চ ফেসবুকে এই পোস্ট দেন। সুমন মারাই যান। ফুসফুসে টিউমারের অসুখে ভুগে আজ সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে তাঁর মৃত্যু হয়।

খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় বাড়ি সুমন চাকমার। তাঁর বাবা সুপেন চাকমা একজন কৃষক। এক ছেলে এক মেয়ে নিয়ে তাঁর সংসার। সুমনই বড় সন্তান। সুপেন চাকমা প্রথম আলোকে বলেন, ২০১৮ সালে সুমনের অসুস্থতা দেখা দেয়। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয় সে। চিকিৎসকেরা জানান, সুমনের ফুসফুসে ক্যানসার হয়েছে।
সুপেন চাকমা বলেন, ‘বক্ষব্যাধি হাসপাতালে তিন মাস ছিল। পরে বিভিন্ন মানুষের সহায়তায় ওকে আমি ইন্ডিয়া নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা বলেন, ক্যানসার না, ফুসফুসে ছোট একটা টিউমার হয়েছে। থেরাপি দিয়ে দেয়। পরে দেশে ফিরে আসি। পরে আবারও চেক আপের জন্য ভারতে যায় সুমন। সেখানেও বলল, রোগ নিয়ন্ত্রণে আছে। ২০১৯ সালের জুনে ফিরে আসে। পরে সুস্থ বোধ করায় সে বিশ্ববিদ্যালয়ে যায়, আবার পড়াশোনা শুরু করে।’

কিছুদিন ভালোই ছিল সুমন। এ বছরের শুরুর দিকে সুমনের অসুখটা আবারও বেড়ে যায়। চীন থেকে শুরু হওয়া করোনাভাইরাস ততদিনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। মার্চ মাসের শুরুতে বাংলাদেশেও তার সংক্রমণ শুরু হয়। ওদিকে সুমনেরও তখন চিকিৎসা দরকার। কিন্তু বাবার অভিযোগ, কোথাও চিকিৎসা পাননি সুমন। দেশের বিভিন্ন নামকরা সরকারি হাসপাতালের নাম উল্লেখ করে এই সন্তানহারা বাবা বলেন, ‘কোনো জায়গায় আমি স্থান পাইনি।’ আগের রিপোর্টগুলোর কথা জানালেও কোনো হাসপাতালে তাঁর জায়গা হয়নি।

কোথাও ভর্তি হতে না পেরে সুমন গত ২৬ মার্চ ফেসবুকে অসহায়ত্বের কথা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

সুপেন চাকমা বলেন, ‘আমি ভাবলাম, ঢাকায় থাকলে তো বিনা চিকিৎসায় মরে যেতে হবে। তাহলে ঢাকা থেকে বাড়িতে মরে গেলেও ভালো হবে।’ তিনি জানান, পরে বাড়ি নিয়ে যান। চট্টগ্রামের এক হোমিও চিকিৎসক ২৪ দিনের কিছু ওষুধ দেন। ওষুধ শেষ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় তিনি ওষুধ আনতে যেতে পারেননি। তবে আজ বেলা ১১টার দিকে ওষুধ আনতে যাওয়ার কথা ছিল। তার আগেই সুমন সব ছেড়ে চলে যান।

বাবা জানান, সুমন পড়াশোনাতেও ভালো ছিল। উচ্চতর পড়াশোনার জন্য সে বিদেশে যেতে চেয়েছিল। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল। সুপেন চাকমা বলেন, ‘পরশু দিন বলল, বাবা আমাদের আত্মীয়স্বজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাব। অনেক স্বপ্ন ছিল তার। দোয়া করবেন, পরপারে আমার ছেলে যেন ভালো থাকে।’

১) আমেরিকা সবচেয়ে ধনী দেশ হওয়ার পরও, তাদের কাছে দরকারী পরিমাণ 'ভেনটিলেটর'এর (শ্বাসযন্ত্র) ৩৩% মতো আছে মাত্র; বেশীরভাগ হা...
06/04/2020

১) আমেরিকা সবচেয়ে ধনী দেশ হওয়ার পরও, তাদের কাছে দরকারী পরিমাণ 'ভেনটিলেটর'এর (শ্বাসযন্ত্র) ৩৩% মতো আছে মাত্র; বেশীরভাগ হাসপাতালে ১ সপ্তাহের কম পিপিই ছিলো, যার বেশীরভাগই করোনার মত শক্ত ভাইরাসের জন্য উপযুক্ত ছিলো না; কেন?

২) নিউইয়র্ক শহরের আশেপাশে ৬টি আন্তর্জাতিক বিমান বন্দর আছে, সেগুলো হয়ে ২০ হাজারের মতো নিউইয়র্কবাসী প্রতিদিন চীন ও ইউরোপ যাওয়া-আসা করে; সেখানে রাজ্যের গভর্ণর মার্চের শেষভাগে এসে লক-ডাউন করেছে; ইহার দরকার ছিলো ফেব্রুয়ারী মাসের শুরুতে; এত বড় ভুল কিভাবে করলো গভর্ণর ও সিটির মেয়র?

৩) চীনের উহান ৩ মাস লক-ডাউনের থাকার পরও, ১ জন মানুষের চাকুরী যায়নি; আমেরিকার ৩ ভাগের ১ ভাগ লক-ডাউন, আধা লক-ডাউনের প্রথম সপ্তাহে ৩৫ লাখ "আনএমপ্লয়মেন্টের জন্য দরখাষ্ট করেছে"; আসছে শুক্রবার ইহা ৬০ লাখ ক্রস করবে।

৪) আমেরিকা আপাতত ৬ ট্রিলিয়ন ডলার সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে; এত ক্যাশ হাতে থাকার কথা নয়; কিভাবে ইহা হ্যান্ডেল করবে?

৫) আমেরিকার ফার্মাগুলো বিশ্বের সব টিকা ও ঔষধ বের করে সবার আগে; এবার কেন তারা আজো কোন ঔষধ বের করতে পারেনি, এবং টিকা হয়তো ১২ মাস পরে আসতে পারে বাজারে; এই অবস্হার কারণ কি?

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারীর ...
06/04/2020

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার এক বিজ্ঞপ্তিতে দেশের জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি।

আহমদ শফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের দেশেও বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে এই ভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করেছে। আক্রান্তদের অনেকেই মারা যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া ও শরিয়তের আলোকে সর্তকতা ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে সরকার ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যেকোনো ধরণের বড় জমায়েত নিষিদ্ধ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ দিয়েছে। মসজিদে নামাজ ও জুমায় উপস্থিতি সীমিত করতে বলা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ।’

আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন আল্লামা শফী। তিনি বলেন, ‘তবে সর্তকতা ও ব্যবস্থা গ্রহণ করা আমাদের একমাত্র কাজ নয়, বরং আমাদের পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সকল ধরণের অপরাধ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে তওবা করতে হবে। ঘরে বসে দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করতে হবে। যেন আল্লাহ আমাদের এই মহামারি থেকে রক্ষা করেন।’

উপমহাদেশের বাংলা ছায়াছবির মহানায়িকা সুচিত্রা সেনের আজ ৮৯তম জন্মবার্ষিকী। কিংবদন্তি এই মহা নায়িকার জন্ম বাংলাদেশে এবং তি...
06/04/2020

উপমহাদেশের বাংলা ছায়াছবির মহানায়িকা সুচিত্রা সেনের আজ ৮৯তম জন্মবার্ষিকী। কিংবদন্তি এই মহা নায়িকার জন্ম বাংলাদেশে এবং তিনি বাঙ্গালী এ জন্য আমরা গর্ববোধ করি। স্বপ্নচারিণী মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম দিনে ফুলেল শুভেচ্ছা।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দেশের ভেতর ও বাইরে থেকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্...
06/04/2020

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দেশের ভেতর ও বাইরে থেকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তিনি ঠিকঠাক জবাব দিতে পারছেন না। যদিও করোনাভাইরাস প্রতিরোধে সরকারের তরফে যে জাতীয় কমিটি করা হয়েছে সেটির প্রধান তিনি।

আজ সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত এক বৈঠকে জাহিদ মালেক নিজেই এসব কথা বলেন। এ সময় তাঁর গলায় ছিল হতাশার সুর। জাহিদ মালেক বলেন, ‘ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো আমাদের নলেজে নাই। কখন ফ্যাক্টরি খোলা হবে, খোলা হবে কি না, মসজিদে কীভাবে নামাজ হবে সে বিষয়ে আলোচনা আমরা জানিনা। কখন রাস্তা খুলে দেবে বা বন্ধ করবে এসবও আমরা জানি না। স্বাস্থ্য বিষয় ছাড়া কোনো বিষয়ের আলোচনা হয়নি।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমি সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সদুত্তর দিতে পারি না। শুধু দেশি সাংবাদিক না, বিদেশি সাংবাদিকরাও সাক্ষাৎকার নেয়, টেলিভিশনে যুক্ত করে। একসময় দোষও দেয়। বলে কমিটির হেড হলে আপনি বিষয়গুলো জানেন না কেন? এটা একটা সমস্যা।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কমিটির পরামর্শ নিতে পারে বলেও মন্তব্য করেন জাহিদ মালেক।
আজ বৈঠকে স্বাস্থ্য খাতের পেশাজীবী সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক ছিল। ওই বৈঠকে সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

 #কাজে যোগদান ভুল হচ্ছে, ইউরোপ আমেরিকায় শীপমেন্ট বন্ধ থাকার কথাগত ৪০ বছরে, গার্মেন্টস'এর মালিকরা ও অন্যান্য মধ্যভোগীরা য...
06/04/2020

#কাজে যোগদান ভুল হচ্ছে, ইউরোপ আমেরিকায় শীপমেন্ট বন্ধ থাকার কথা

গত ৪০ বছরে, গার্মেন্টস'এর মালিকরা ও অন্যান্য মধ্যভোগীরা যেই পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তাতে তাদের কর্মচারীদের বিনা কাজে ২/১ বছর মিনিমাম বেতন দেয়ার ক্ষমতা তারা রাখে। গার্মেন্টস'এর মালিকেরা বেতন না দিলে সরকার ১ বছরের বেশী সময় দেয়ার মতো ক্ষমতা রাখে; সরকারের উচিত ছিলো, গার্মেন্টসকর্মীদের ঘরে রাখা; কর্মীদের উচিত ছিল, নিজের ও দেশের মানুষের প্রাণ রক্ষার্থে ১ মাস ঘরে থাকা।

এই মহুর্তে ইউরোপ, আমেরিকার ক্রেতারা চাইলে তাদের মালামাল আমেরিকা কিংবা ইউরোপের কোন পোর্টে খালাস করতে পারবে না; তদুপরি, আনীত মালামালকে "জীবাণমুক্ত" করার বিরাট ঝুকি নিতে হবে; তা'হলে, বাংলাদেশের মালিকেরা কল-কারখানা চালু করছে কেন? ওরা হয়তো, বায়ারদের সাথে, শিপিং'এর সাথে কিছু একটা করছে, যা বর্তমান পরিস্হিতি অনুসারে বেআইনী হওয়ার সম্ভাবনা।

আমেরিকায়, ইতালীতে যা ঘটছে, তা গলাকাটা ক্যাপিটেলিজমের কারণে, সরকারের হাতে দরকারী বিষয়ে কন্ট্রোল নেই, উহা অনেক আগের থেকে 'প্রাইভেট কোম্পানীগুলোর' হাতে চলে গেছে; নিউইয়র্কের প্রাইভেট হাসপাতাল, একটি অলাভজনক হাসপাতাল কয়টি 'ভেনটিলেটার' রাখবে, সেটা সরকার ঠিক করে দেয় না, সেটা হাসপাতালের ব্যবসায়িক নীতির মাঝে পড়ে। বাংলাদেশেও গার্মেন্টেস প্রাইভেটের হাতে।

আমেরিকানরা, ইতালিয়ানরা ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, জাঁকজমক জীবন যাপন করে; তারা যেই সিষ্টেম চালু করেছে, এবার তারা উহারই শিকারে পরিণত হচ্ছে; কিন্তু বাংলীরা অন্যের ক্যাপিটেলের জন্য প্রাণ দিবে, তারা এই সিষ্টেম থেকে কোন ধরণের সুযোগ ভোগ করেনি; অবস্হাটা হচ্ছে, মনিবের ভুলে মনিব আক্রান্ত হচ্ছে, কিন্তু মনিবের সেবায় নিযুক্ত দাসও আক্তান্ত হলো; দাসকে অকারণে মুল্য দিতে হলো।

শ্রমিকেরা সামান্য রিস্ক নিয়ে ঘরে ১ মাস থাকলে কিছু হতো না; সরকার ভাবছে বাজার হারাবে ভিয়েতনামের কাছে, ভারতের কাছে; মালিকেরা ভাবছে ব্যবসা কমে যাবে, ব্যবসা চলে যাবে অন্যদের হাতে; কিন্তু মরতে যদি হয়, কমর্মীদেরই মরতে হবে, দেশবাসীকেই মরতে হবে। কর্মীদের কাজে যাবার আগে ভাবার দরকার ছিলো, সরকার তাদের পক্ষ নেয়নি।

লেখা সোর্স: সময়ের স্লোগান

একদিন এক কাঠুরের জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার কুঠারটি নদীর পানিতে পড়ে গেল। কাঠুরে মনে দুঃখে নদীর পাড়ে বসে কাদতে লাগল...
06/04/2020

একদিন এক কাঠুরের জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার কুঠারটি নদীর পানিতে পড়ে গেল। কাঠুরে মনে দুঃখে নদীর পাড়ে বসে কাদতে লাগলো। হঠাৎ নদীর পানির ভিতর এক জলপরি এসে বললো
- কি হয়েছে কাদছো কেন?
কাঠুরে বললো
- আমার কুঠারটি পানিতে পড়ে গেছে তাই কাদছি।
পরি পানিতে ডুব দিলো ও একটি সোনার কুঠার নিয়ে হাজির হল এবং বললো
-এটা কি তোমার কুঠার?
-না এটা আমার নয়, কাঠুরে বললো।
তখন পরি একটি রুপার কুঠার নিয়ে হাজির হল এবং বললো
- এটা কি তোমার কুঠার?
- না, ওটা আমার নয়, আমার কুঠারটি লোহার।

পরি কাঠুরের সততায় মুগ্ধ হয়ে তাকে তার কুঠারটি সাথে সোনা, রূপা কুঠার দুটি উপাহার হিসাবে দিয়ে গেল।
গল্পের এই পর্যন্ত সবারই জানা,এরপর কি হল আমরা কি জানি?

#গল্পের_অজানা_অংশ

কাঠুরে সোনার কুঠারটি বিক্রি করে একটি পাকা বাড়ি করলো এবং একটি অনেক গভীর পুকুর কাটলো।

রূপার কুঠারটি বিক্রি করে খুব বেশি টাকা পেল না,মোটা অংকের টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সে একটি কাপড়ের দোকান দিলো ও নিজেকে মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করলো।

এরই মধ্যে দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব ঘটলো। কাঠুরে বাধ্য হয়ে নিজের দোকান বন্ধ করে দিলো। কাঠুরের সব আয়ের পথ বন্ধ হয়ে গেল।
একদিন পুকুরঘাটে জল আনতে গিয়ে কাঠুরের বউ পানিতে ডুবে গেলো।
কাঠুরে পুকুর পাড়ে বসে কাদতে লাগলো। এরইমধ্যে সেই জলপরি আবার জলের তলা থেকে উঠে এসে জিজ্ঞেস করলো
-আবার কি হল তোমার?
-আমার বউ পানিতে পড়ে গেছে তাই মনের দুঃখে কাদছি।
পরি জলের তলায় ডুব দিয়ে খুবই সুন্দরী, প্রচুর গয়না পরা এক নারীকে নিয়ে হাজির হল
- এটাই কি তোমার বউ?
কাঠুরে সঙ্গে সঙ্গেই বললো
- হ্যাঁ ওটাই আমার বউ।
জলপরী ভিষণ হতাশ হল,
আমি তোমাকে আগেরবার সৎ লোক ভেবেছিলাম আর সেই তুমিই সুন্দরী নারী দেখে লোভ সামলাতে পারলে না?

তখন কাঠুরে বললো
-আগেরবার আমি গরিব ছিলাম, মানুষের কাছ থেকে খাবার চেয়ে খেতে পারতাম তাই সৎ ছিলাম কিন্তু মধ্যবিত্তদের খাতায় নাম লেখানোর পর সেটাও সম্ভব নয়।
করোনা ভাইরাসের কারণে আমার সব উপার্জন বন্ধ,
তাছাড়া এরপরে আপনি কি করতেন?
আর একজন রূপবতী নারীকে এনে হাজির করে বলতেন
' এটা কি তোমার বউ?

আমি যখন না বলতাম,তখন আপনি আমার বউকে নিয়ে আসতেন শেষে তিনজনকেই আমার কাছে রেখে যেতেন।

করোনা ভাইরাসের কারণে ব্যবসা একেবারে বন্ধ,একটা বউই আমার পক্ষে পালা সম্ভব নয় কি করে আমি তিনটা বউ পালবো?
মধ্যবিত্তরাতো আর কারো কাছে হাত পাততে পারে না, তাই প্রথমটাকে আমার বউ বলেছি।

#মোরাল_অফ_দ্যা_স্টোরিঃ

করোনা ভাইরাসের কারণে মধ্যবিত্তরা ভয়াবহ সংকটের মধ্যে আছেন, অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের।

আমাদের দেশে বর্তমান করোনা পরিস্থিতি হলো- গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত রোগি ২৯ জন। মৃত ৪ জন। মোট ১১৭ জন করোনা আক্রান্ত। এবং ম...
06/04/2020

আমাদের দেশে বর্তমান করোনা পরিস্থিতি হলো-
গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত রোগি ২৯ জন। মৃত ৪ জন। মোট ১১৭ জন করোনা আক্রান্ত। এবং মোট মৃত ১৩ জন। অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। শুরু হয়ে গেছে... It has started. আমার মানসিক অবস্থা ভয়াবহ। রাতে ঘুম আসে না। যারা নিউইয়র্কে আছেন, মনকে শক্ত করুন। অনেক কঠিন এবং অবিশ্বাস্য সত্যকে মেনে নিতে হবে। কোনো আবেগ নয়, নিষ্ঠুর বাস্তবের কাছে নতি স্বীকার করুন। সবাই যে যার ধর্মে বিশ্বাসী সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে দয়া ভিক্ষা চান। এই মুহূর্তে এটাই মানসিক অশান্তির একমাত্র সমাধান। সকালে জানলাম- দীর্ঘদিন খেতে না পেয়ে ক্ষুধার জ্বালায় রাজশাহীতে ক্ষুধার্ত একদল কুকুর তাদের খাদ্যাভ্যাস ভুলে খেয়ে ফেলেছে পাঁচটি হরিণ। রাতে মালিবাগে এক বিখ্যাত ওষুধের দোকানে ডাকাতি হয়েছে শুনলাম!

আমাদের বুঝতে হবে-
নেতিবাচক যে কোন কিছু মানসিক চাপের সৃষ্টি করে! বর্তমান বিশ্ব মহামারীতে মানসিক চাপ নিজেকে এবং আশেপাশের মানুষকে ধ্বংস করতে পারে। বেশ কিছু ডলফিন দেখা দিয়েছিলো কক্সবাজার সমুদ্রে। ডলফিনগুলারে কারা যেন মেরে ফেলছে। গার্মেন্টস খোলা বলে সবাইরে বাড়ি থেকে মাইলের পর মাইল হাঁটাইয়া আসতে বাধ্য কইরা এখন বলছে গার্মেন্টস বন্ধ। এখন আবার সবাইকে মাইলের পর মাইল হাইঁটা বাড়ি যাইতে হইতেছে। আমাদের দেশের মানুষ গুলো এমন কেন? এরা কবে ভালো হবে? মন মানসিকতায় আধুনিক হবে? হৃদয়বান হবে? তবে একথাও সত্য- এ বিশ্ব যত বড় নামী দামী মানুষ আছেন বা ছিলেন তারা কেউই সমালোচনার উর্ধে নন। মানুষ ভুলের অধীনেই জীবন যাপন করে।

দেশের বেশিরভাগ মানুষ নির্বোধ।
এখনো যাদের হুশ ফেরেনি তারা হুশ ফেরান এবং না খেয়ে থাকলেও ঘরে বা বাড়িতে অবস্থান করুন...আল্লাহ দোহাই বাইরে গিয়ে নিজের ও অন্যের ক্ষতির কারণ হবেন না। শুধু আয়না থাকলেই হয় না। আয়নায় নিজেৱ মনকেও দেখতে হয়। নিজেকে চেনা বা নিজেকে খুঁজে পাওয়া অনেক কঠিন কাজ। আমার কিছুই হবে না, যারা ভাবেন! যারা প্রবাসীদের গালি দিয়ে, আমাদের কিছু হবে না এই মনোভাব নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ঘোরাঘুরি করছেন তাদের অবদানে দেশের ৯ জেলায়, রাজধানীর ১৮ এলাকায় করোনা ছড়িয়েছে। আজ শুনলাম- আমেরিকার ব্রংকস চিডিয়াখানার (Bronx Zoo) এই বাঘটি চিডিয়াখানার একজন কর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছে বলে কর্মকর্তাদের ধারণা এবং সম্ভবত বিশ্বের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত বন্যপ্রাণী বা বাঘ।

হে মহান আল্লাহ্ তা'লা, আমাদের প্রত্যেককে এই দুর্যোগ মহামারী থেকে হেফাজত করন। যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে আপনি তাদের সুস্থ করে দিন। রমজান মাস অতি নিকটে, পবিত্র এই মাসের উসিলায়, আপনার রহমত আমাদের উপর বর্ষন করুন। এরকম বিপদের মুহূর্তে আপনার রহমত ছাড়া আমাদের আর কিছুই করার নাই। আপনি আমাদের উপর দয়া করুন। আল্লাহ আমাদের উপর রহম করো। কেউ যেন বলতে না পারে- ঘুমিয়ে ঈশ্বর, জেগে বিজ্ঞান।

আগে জীবন এরপর জীবিকা।

Address

Talukdar Tower 3rd Floor
Sarail
3430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prime Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share