সরাইল্লা

সরাইল্লা আমার হাসির কথায়ই কেবল হাসুন,আমাকে নিয়ে নয়😊😊
(5)

ফুলগাছে পানি দেওয়ার জন্য এইটা নিয়ে আসতেছি, রাস্তায় এক দাদা দেখে বলতাছে "" এমন বদনা তো আগে দেখিনাই, কি যুগ আইলরে এইডা দিয়...
02/11/2025

ফুলগাছে পানি দেওয়ার জন্য এইটা নিয়ে আসতেছি, রাস্তায় এক দাদা দেখে বলতাছে "" এমন বদনা তো আগে দেখিনাই, কি যুগ আইলরে এইডা দিয়া কেমনে আগব,মুতব আর কেমনে কিতা করব🙂

পায়া আর রুটি পিঠা দিয়া নাস্তা দিছে শশুর বাড়িতে। খাওয়া দাওয়া কইরা হাটতে বের হয়ে রাস্তায় দেখি এক কুকুরের একটা পা নাই 😑😑
27/10/2025

পায়া আর রুটি পিঠা দিয়া নাস্তা দিছে শশুর বাড়িতে। খাওয়া দাওয়া কইরা হাটতে বের হয়ে রাস্তায় দেখি এক কুকুরের একটা পা নাই 😑😑

27/10/2025

আমার বন্ধু ইঞ্জিনিয়ার নাহিয়ান সৌরভ কালকে বিয়ে করছে ব্রাহ্মণবাড়িয়া শহরে,আর এইদিকে আজকে থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ, এ কি বিপদ😪😪

26/10/2025

মহিলা কলেজ ইস্যুতে আগামীকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সকল ফার্মেসি বন্ধ থাকবে।
ফার্মেসির মতো জরুরি সেবা বন্ধ থাকলে সবাই ভোগান্তিতে পরবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আবার ফার্মেসিগুলোর যদি বৈধ কাগজ থেকে থাকে তাহলে কাগজের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের তুলে দেওয়া অযৌক্তিক। একেকটা ফার্মেসির সাথে কয়েকটা পরিবারের রিজিক জড়িত।
কাগজপত্র দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনের নিকট আহবান করছি।

26/10/2025

আজকে আমরা শিখব রাজনীতি কাকে বলে🐸

25/10/2025

ভাইরে ভাই ব্রাহ্মণবাড়িয়ার লোক হইয়া এর আগে কখনো এমন প্রস্তুতি সম্পন্ন ঝগড়া দেখিনাই।
বিরামপুরের মানুষ মনে হয় ভাত মাছ না খাইয়া এইসব কিনে।
সবচেয়ে খারাপ লাগলো কবরস্থানের উপরে ঝগড়া করতাছে দেইখা🙂

24/10/2025

শীত আসার সাথে সাথে ওয়াজেরও এড আসা শুরু হয়ছে 🐸
বোস্টিং বক্তাদের কাছে ক্ষমাপ্রার্থী🙏

22/10/2025

যারা বলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঝগড়া ছাড়া কাজ নাই🐸

22/10/2025

সরাইলের কাইজ্জার নিউজ দেখলে ত আমারে মেনশন দিবই। অহন সুহিলপুর লাগছে মেইন রোডে কাইজ্জা এরপরেও আমারে মেনশন দিয়া ক সরাইল ছাড়া বলে জমতাছেনা😑😑
কই যাইতাম??

22/10/2025

আমার ঝি রে বিয়া কইরা আমার বিয়াই হইব😂😂

22/10/2025

যাদের ফজর নামাজে উঠার ইচ্ছা থাকে কিন্তু ঘুমের জন্য উঠতে পারেন না।
ইনবক্সে নাম্বার দিতে পারেন কল দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর যারা রেগুলার উঠেন তারা এই উদ্যোগটি নিতে পারেন।

21/10/2025

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ড্র হওয়ার পর বন্ধু আরমান বলতাছে এখন টাই-ব্রেকার দিব😂😂

Address

Sarail
3430

Alerts

Be the first to know and let us send you an email when সরাইল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সরাইল্লা:

Share

Category