Alhamdulillah

Alhamdulillah আমার নতুন পেজ টায় সবাই Follow & Like দিয়ে পাশে থাকুন ?

09/07/2025

গুছিয়ে বলতে না পারার প্রত্যেকটা দোয়া!🖤
তুমি কবুল করে নাও মালিক..!🥺

06/07/2025

আগামীকাল
আপনার যেকোনো সুসংবাদ আসবে।
ইনশাআল্লাহ।

05/07/2025

ভিডিও কলে কেও একজন ন্যাংটু হয়ে গেলেই অটোমেটিক ব্লার হয়ে ভিডিও, এমন ফিচার চালু করেছে আইফোন!!
সম্প্রতি আইফোনের IOS 26 এর আপডেট অনুযায়ী, কেও যদি Facetime এ ভিডিও কলে Undress বা কাপড় চোপড় খুলে ফেলে, তবে অটোমেটিক ভিডিও ব্লার বা ফ্রিজ হয়ে যাবে, এবং কাপর খোলা মানুষটাকে দেখা যাবেনা!!
এই ফিচার এন্ড্রয়েড সহ অন্যান্য সোস্যাল মিডিয়ায় আনলে কিন্তু দারুণ-ই হবে!!

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে! স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯...
05/07/2025

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে!

স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯ টায়, কিন্তু উনি চাচ্ছিলেন না এতো রাতে জানাজা হোক!
'মৃত মানুষ কে যতো দ্রুত সম্ভব কবর দেওয়া ভালো' এই ব্যাপার টা মাথায় রেখে কাউকে বলতেও পারতেছিলেন না যে 'ওকে আরেকটু থাকতে দাও আমার সামনে!'

উনার ছোট ছেলে ব্যাপার টা বুঝেছিলো, শেষ পর্যন্ত সকালেই জানাজা হয়েছিলো উনার স্ত্রী'র।

এই পোস্ট টা আসলে স্ত্রী'র জন্য উনার ভালোবাসা টা কেমন,সেইটা বলার জন্য!

স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। সবাই যে যার মতো চলে গেছে৷ ভদ্রলোক রাতে গাড়ির সামনে বসে আছে একা একা! স্ত্রী কে 'সঙ্গ' দিচ্ছিলেন! 'আমি আছি' প্রমাণ করেছিলেন!

উনার স্ত্রী মারাত্মক লাকি,এমন একজন কে পেয়েছিলেন যেই মানুষ টা মৃত্যু'র পরেও উনার সামনেই বসে ছিলেন। ছেড়ে যায়নি।

আমরা জীবনে এমন কাউকেই চাই, যার আমাদের জন্য ভালোবাসার অভাব হবেনা। নিজের সব টা দিয়েই ভালোবাসবে, থেকে যাবে পাশে আমরা দুনিয়া তে না থাকলেও! ❤️

ছবিঃ Mithun Click's

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
01/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…

01/07/2025

Jamuna Televisionটিভির প্রতি মানু`ষের ভালোবাসা!!🫡☺️❤️

01/07/2025

যাকে মানুষ ঠকায়
তাকে আল্লাহ জিতিয়ে দেন
❤️❤️

01/07/2025

এটা আজ পর্তুগালে ঘটেছে "! 😳 ☁️

29/06/2025

যখন পরছে রে ভাই আমার কলিজা
কাইপা উটছে 🥹😅

28/06/2025
🥲
28/06/2025

🥲

আল্লাহ এক এবং অদ্বিতীয় ☝🏻
27/06/2025

আল্লাহ এক এবং অদ্বিতীয় ☝🏻

Address

Sarail

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category