Masudur Rahman

Masudur Rahman I'm Masudur Rahman. staff reporter, daily janobani, daily alochito jamalpur. district correspondent, daily sangbad sarabeka contact whatsapp: +8801978505244.
(2)

thanks all

16/07/2025

ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে জামালপুর র‍্যাব ১৪। পাশাপাশি হাইস ড্রাইভার মোঃ সাদ্দাম হোসেন(৩২) ও মোঃ আবুল খায়ের(২২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়। মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জামালপুর র‍্যাব ক্যাম্প এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
#জামালপুর #র‌্যাব

15/07/2025

জোর করে কি ভালবাসা পাওয়া যায় গান গাইলেন সাহাদুল।
#নৌকা_ভ্রমণ_২০২৫ #সরিষাবাড়ী #বাজার #ভাইরাল_পোস্ট

15/07/2025

দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান এর...

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আম্মা।  আগের থেকে একটু উন্নতি হয়েছে।  আল্লাহ আম্মাকে দ্রুত সুস্থ করে দাও...
15/07/2025

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আম্মা। আগের থেকে একটু উন্নতি হয়েছে। আল্লাহ আম্মাকে দ্রুত সুস্থ করে দাও।
রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা

দোয়া চাই আম্মার জন্য।  জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
15/07/2025

দোয়া চাই আম্মার জন্য।
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

15/07/2025

রমজান আলীর কন্ঠে আমি বাটাতে সাজাইয়া রাখছি।
#নৌকা_ভ্রমণ_২০২৫ #সরিষাবাড়ী #বাজার

15/07/2025

সাংবাদিক মাসুদুর রহমান এর কন্ঠে আমি পারিনি করিতে পারিনি পিতা মাতার খেদমত গানটি শুনার জন্য অনুরোধ করছি। ভুল হলে সবাই ক্ষমা করবেন।
#নৌকা_ভ্রমণ_২০২৫ #সরিষাবাড়ী #বাজার

আম্মার জন্য সবাই দোয়া করবেন।  জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
14/07/2025

আম্মার জন্য সবাই দোয়া করবেন।
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন

14/07/2025

আম্মার অবস্থার অবনতি
সরিষাবাড়ী থেকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড।
সবাই আম্মার জন্য দোয়া করবেন

14/07/2025

সরিষাবাড়ী পৌর এলাকার চৌধুরী মোড় এলাকার বলব না গো আর কোন দিন।

সাড়ে ৫ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ১০ বছরের কারাদণ্ডমাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :জামালপুরে মামলার সাড়ে ৫ ব...
14/07/2025

সাড়ে ৫ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :জামালপুরে মামলার সাড়ে ৫ বছর পর আইনী লড়ায়ে শিশু ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন ও ফয়জুল করিম হীরা নামের দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত । আরিফ জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ও ফয়জুল করিম হীরা হাসু মিয়ার ছেলে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পিঙ্গলহাটি গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পিছনে যায়। এ সময় প্রতিবেশী ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন মেয়েটির মুখ চেপে ধরে বাঁশঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই রেখে চলে যায়। পরে ২০২০ সালের ১১ ফ্রেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন শিশুর বাবা মোবারক হোসেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলা দায়েরের পর ২০২০ সালের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়।

মাসুদুর রহমান
০১৯৭৮৫০৫২৪৪

বিকেলের জামালপুর ফ্লাইওভার
14/07/2025

বিকেলের জামালপুর ফ্লাইওভার

Address

Sarishabari

Alerts

Be the first to know and let us send you an email when Masudur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share