প্রিয় সরিষাবাড়ি

প্রিয় সরিষাবাড়ি আমরা সবার আগে সরিষাবড়ির বৈষম্য বিরোধী আন্দোলনের খবর, সরিষাবাড়ির গ্রামবাংলার ঐতিহ প্রচার করি।

এইটা কোন এলাকার উন্নয়ন মূলক কাজ?শুধু লিজেন্ডরাই উত্তর দিতে পারবে।লিজেন্ড দের দেখতে চাই।।।।
29/07/2025

এইটা কোন এলাকার উন্নয়ন মূলক কাজ?
শুধু লিজেন্ডরাই উত্তর দিতে পারবে।
লিজেন্ড দের দেখতে চাই।।।।

27/07/2025

সরিষাবাড়ি বাসীর জননেতা সেলিম ভাইয়ের জন্মদিন আজকে।তাই শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে স্বপ্ন নীল পার্কে।

21/07/2025

পপুলার যৌথ বাহিনীর চেকপোস্ট সংক্রান্ত আলাপচারিতা।
আজকে আমার এক ভাইকে মোটরসাইকেল থামাতে বললো,
ও গাড়ি থামালো, একটা সেনাবাহিনী এসে গাড়ির চাবি নিয়ে নিলেন, সাথে খুবই বাঝে ব্যাবহার, আমাদের টাকায় বেতন হয় এইসব সেনাবাহিনীর কনস্টেবল অফিসার দের, তাদের সাথে কোন কথা বলাও নাকি বেয়াদবি, এক সেনাবাহিনী এসে যা ইচ্ছে তাই গালাগালি করলেন, তারপর আসলেন অফিসার তার R15 গাড়ি কিন্তু কোন নাম্বার প্লেট নাই গাড়ির তার নিজের কোন হেলমেট নাই, এসে বাংলা সিনেমার নাসির খান এর মত ব্যাবহার শুরু করলেন, আর তার ভাব দেখে কে, ২০০ মিটার হাটিয়া গাড়ি নিয়ে গেলাম সামনে, তারপর সিনিয়ার সেনাবাহিনীর অফিসার বললো শুধু হেলমেট এর মামলা দিয়ে ছেড়ে দিতে, যেহেতু গাড়ির বয়স এখনো ১ মাস ও হয়নি, শোরুম কাগজ ও বের হয়নায়। পুলিশের লোক দিলেন ৩০০০ টাকার মামলা। এদের এইসব হয়রানি কবে বন্ধ হবে, এদের শেষ কোথায়?

18/07/2025

এ কি কাণ্ড ঘটালো।
সরিষাবাড়ি গণময়দানে চরমোনাই এর ওয়াজ মাহফিলে এ কি কাণ্ড ঘটালো তার মুড়িদরা।
না দেখলে চরম মিস করবেন। #চরমোনাই
#বাংলাদেশ #রাজনীতি

18/07/2025

মুফতি মোহাম্মদ ফয়জুল করীম ( শায়েখে চরমোনাই)
সরিষাবাড়ি গণময়দান এর ওয়াজ মাহফিলে।

18/07/2025

জামালপুর এ চরমোনাই এর মাহফিলে

16/07/2025

নিজের চেহারা ওইদিন থাইকা আয়নায় দেখা বাদ দিছি, যেইদিন থাইকা বুঝলাম পুরুষ মানুষ টাকায় সুন্দর।

একবার শুনেন, ভালো লাগার গ্যারান্টি দিচ্ছি।
21/06/2025

একবার শুনেন, ভালো লাগার গ্যারান্টি দিচ্ছি।

Welcome to NTV News – Your Trusted Source for Latest News and Updates! 🌍📺দেখুন এনটিভির সব নিউজ ক্লিপ্স: https://www.youtube.com//videosএনটিভ...

24/05/2025

সরিষাবাড়ি হাসপাতালে যে পরিমাণের দালাল এতো পরিমাণের রোগী ও নেই।

রোগী গেলেই বাইরে ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় টেস্ট করার জন্য , হাসপাতালের কোন ঔষধ প্রদান করা হয়না। হাসপাতালের কোন সেবা সাধারণ কোন জনগণ পায়না। রোগী গেলেই ট্রান্সফার দিয়ে তাদের দাই সারা। ডাক্তার দেখাইলে বলে রিপোর্ট বাইরে চেম্বারে যখন বসবে তখন দেখাইতে।।
আর সেবা ত খুবই জঘন্য।

14/05/2025

আমাদের সরিষাবাড়ির... জে.এফ.সি.এল এর সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের,আই ই আর এর ১৮-১৯ সেশনের ছাত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা সাম্য ভাই আজকে ক্যাম্পাসের ভেতর বহিরাগতের ছুরিকাঘাতে নিহত হয়েছে । ঢাবিতে যে পরিমাণে নেশাখোর, হকার, ছিনতাইকারী থাকে দিনের বেলায়ও নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়ে। এর দায় কে নিবে? অতি দ্রুত এই হত্যাকান্ডের বিচার দাবি করছি...!!

13/05/2025

টাকলারে কি সবাই ভুইলা গেলো!!!
সরিষাবাড়ি বি এন পি, তালুকদার পরিবার সবাই কি ভুলে গেলো টাকলার ইতিহাস।
নাস্তিক টাকলার মাফ নাই।

সরিষাবাড়ির জনপ্রিয় পার্ক স্বপ্ননীল পার্ক। সবার মতামত শেয়ার করবেন আমাদের কে।
13/05/2025

সরিষাবাড়ির জনপ্রিয় পার্ক স্বপ্ননীল পার্ক।
সবার মতামত শেয়ার করবেন আমাদের কে।

Address

Sarishabari

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় সরিষাবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share