13/05/2025
সিচুয়েশন ফ্যাক্ট:
সরিষাবাড়ি তে আইন শৃঙ্খলা ব্যাবস্থার বিগত ৭-৮ মাসে দৃশ্যমান কোন উন্নতি হয়েছে ?
সরিষাবাড়ি তে প্রশাসনের দুইজন কর্মকর্তা বদলী হয়েছেন,এবং দুজন যোগ দিয়েছেন।
একজন সরিষাবাড়ি থানার ওসি মহোদয়
অন্যজন ইউএনও মহোদয়।
কাল থেকে জমবে মেলা ইনাদের অফিসে।
রাজনৈতিক ,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ নিজেদের অবস্হান জানান দেয়ার জন্য সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন,আর সেটার ছবি প্রতিযোগিতামুলক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন
অথচ, বদলী এবং যোগদান স্বাভাবিক প্রক্রিয়া,কিন্তু গত ১৭বছরের ব্যাডপ্র্যাক্টিস এমন ভাবে গেঁথে গেছে,যে উনাদের সাথে একটা ছবি তুলে পোস্ট করতে পারলেই,সে একজন হুমড়া চোমড়া হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত।
প্রশাসনের কর্মকর্তাদের অতিরঞ্জিত তৈলমর্দন থেকে বিরত থাকুন,এবং কর্মকর্তা বৃন্দের প্রতি আহবান,আপনারাও তেল কম নিতে চেষ্টা করুন।
C:Nayan