প্রিয় সরিষাবাড়ি

প্রিয় সরিষাবাড়ি আমরা সবার আগে সরিষাবড়ির বৈষম্য বিরোধী আন্দোলনের খবর, সরিষাবাড়ির গ্রামবাংলার ঐতিহ প্রচার করি।

24/05/2025

সরিষাবাড়ি হাসপাতালে যে পরিমাণের দালাল এতো পরিমাণের রোগী ও নেই।

রোগী গেলেই বাইরে ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় টেস্ট করার জন্য , হাসপাতালের কোন ঔষধ প্রদান করা হয়না। হাসপাতালের কোন সেবা সাধারণ কোন জনগণ পায়না। রোগী গেলেই ট্রান্সফার দিয়ে তাদের দাই সারা। ডাক্তার দেখাইলে বলে রিপোর্ট বাইরে চেম্বারে যখন বসবে তখন দেখাইতে।।
আর সেবা ত খুবই জঘন্য।

14/05/2025

আমাদের সরিষাবাড়ির... জে.এফ.সি.এল এর সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের,আই ই আর এর ১৮-১৯ সেশনের ছাত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা সাম্য ভাই আজকে ক্যাম্পাসের ভেতর বহিরাগতের ছুরিকাঘাতে নিহত হয়েছে । ঢাবিতে যে পরিমাণে নেশাখোর, হকার, ছিনতাইকারী থাকে দিনের বেলায়ও নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়ে। এর দায় কে নিবে? অতি দ্রুত এই হত্যাকান্ডের বিচার দাবি করছি...!!

13/05/2025

টাকলারে কি সবাই ভুইলা গেলো!!!
সরিষাবাড়ি বি এন পি, তালুকদার পরিবার সবাই কি ভুলে গেলো টাকলার ইতিহাস।
নাস্তিক টাকলার মাফ নাই।

সরিষাবাড়ির জনপ্রিয় পার্ক স্বপ্ননীল পার্ক। সবার মতামত শেয়ার করবেন আমাদের কে।
13/05/2025

সরিষাবাড়ির জনপ্রিয় পার্ক স্বপ্ননীল পার্ক।
সবার মতামত শেয়ার করবেন আমাদের কে।

শুভ রাত্রি জামালপুইরারা।রাতের শহর, জামালপুর রেলওয়ে ওভারপাস।ছবি: সংগ্রহীত
13/05/2025

শুভ রাত্রি জামালপুইরারা।
রাতের শহর, জামালপুর রেলওয়ে ওভারপাস।
ছবি: সংগ্রহীত

বয়ড়া ব্রীজ,সরিষাবাড়ী।ছবিঃ রাকিব হাসান
13/05/2025

বয়ড়া ব্রীজ,সরিষাবাড়ী।
ছবিঃ রাকিব হাসান

সিচুয়েশন ফ্যাক্ট:সরিষাবাড়ি তে আইন শৃঙ্খলা ব্যাবস্থার বিগত ৭-৮ মাসে দৃশ্যমান  কোন উন্নতি হয়েছে ?সরিষাবাড়ি তে প্রশাসনের দ...
13/05/2025

সিচুয়েশন ফ্যাক্ট:
সরিষাবাড়ি তে আইন শৃঙ্খলা ব্যাবস্থার বিগত ৭-৮ মাসে দৃশ্যমান কোন উন্নতি হয়েছে ?

সরিষাবাড়ি তে প্রশাসনের দুইজন কর্মকর্তা বদলী হয়েছেন,এবং দুজন যোগ দিয়েছেন।
একজন সরিষাবাড়ি থানার ওসি মহোদয়
অন্যজন ইউএনও মহোদয়।
কাল থেকে জমবে মেলা ইনাদের অফিসে।

রাজনৈতিক ,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ নিজেদের অবস্হান জানান দেয়ার জন্য সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন,আর সেটার ছবি প্রতিযোগিতামুলক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন

অথচ, বদলী এবং যোগদান স্বাভাবিক প্রক্রিয়া,কিন্তু গত ১৭বছরের ব্যাডপ্র‍্যাক্টিস এমন ভাবে গেঁথে গেছে,যে উনাদের সাথে একটা ছবি তুলে পোস্ট করতে পারলেই,সে একজন হুমড়া চোমড়া হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত।

প্রশাসনের কর্মকর্তাদের অতিরঞ্জিত তৈলমর্দন থেকে বিরত থাকুন,এবং কর্মকর্তা বৃন্দের প্রতি আহবান,আপনারাও তেল কম নিতে চেষ্টা করুন।
C:Nayan

চান্দু বোল্ট আউ
12/05/2025

চান্দু বোল্ট আউ

14/04/2025
একবার ভেবে দেখুন—যেখানে দেশের নেতৃত্বে আশিক চৌধুরীর মতো একজন স্বপ্নবান, সাহসী তরুণ থাকার কথা, সেখানে যদি এক খুনি জাকির খ...
13/04/2025

একবার ভেবে দেখুন—যেখানে দেশের নেতৃত্বে আশিক চৌধুরীর মতো একজন স্বপ্নবান, সাহসী তরুণ থাকার কথা, সেখানে যদি এক খুনি জাকির খানকে বসানো হয়! যিনি নাসার স্বপ্ন নয়, বরং আপনাকে নেশায় ভাসিয়ে কৃত্রিম মহাকাশ দেখাতে চায়।

একজন খুনিকে মুক্তি দিয়ে যখন একটি দল উল্লাসে ফেটে পড়ে, তখন ভাবুন—ক্ষমতায় গিয়ে তারা কী করবে! ন্যায়বিচারের শেষ চিহ্নটুকুও থাকবে না।

আপনি যদি নিজেকে বাঁচাতে চান, যদি এই দেশকে রক্ষা করতে চান—তাহলে এখনই সিদ্ধান্ত নিন।

দেশকে ভালোবাসুন—দেশ রক্ষা করুন।

সরিষাবাড়ির গণমানুষের নেতা ফরিদুল কবির তালুকদার শামিম ভাই, এতে কারো কোন সন্দেহ নেই, কিন্তু আপনার নাম এর উপর ভর করে অনেক অ...
20/03/2025

সরিষাবাড়ির গণমানুষের নেতা ফরিদুল কবির তালুকদার শামিম ভাই, এতে কারো কোন সন্দেহ নেই, কিন্তু আপনার নাম এর উপর ভর করে অনেক অসাধু ও নেতিবাচক কাজ চলমান আছে, যে বা যারা আপনার নাম বিক্রি করে খাচ্ছে তাদেরকে বহিষ্কার করে আপনার সচ্ছতার প্রমাণ দিবেন। আপনাকে মানুষ দলমত নির্বিশেষে ভালো বাসে। কতিপয় কিছু অসাধু লোকের জন্য আপনার সুনাম টা ক্ষুন্ন করবেন না।
নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছে সন্মান দেন, আবার যাকে ইচ্ছে সবকিছু কেড়ে নেন।
ফরিদুল কবির তালুকদার শামীম

এই দুনিয়ায় ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না।হিটলার,গাদ্দাফি,ফেরাউন, হাসিনা, কেউ কিন্তু টিকেনাই, তাইলে আমি আপনি কতো টুকু ক্ষমতা...
20/03/2025

এই দুনিয়ায় ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না।
হিটলার,গাদ্দাফি,ফেরাউন, হাসিনা, কেউ কিন্তু টিকেনাই, তাইলে আমি আপনি কতো টুকু ক্ষমতার অধিকারী। কোন দল বা আদর্শের জন্য এমন কোন অন্যায়,অত্যাচার,নির্যাতন করবেন না, যাতে করে খুনি হাসিনা ও তাদের দোসর দের মত এলাকা ও দেশ ছাড়া হতে হয়। আর পরকালের হিসেব তো আছেই।

Address

Sarishabari

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় সরিষাবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share