কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Satkania
  • কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম

কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম For sponsorship & collaboration-
[email protected]
(1)

29/10/2025

কলিজাটা কেপে উঠলো 😓
#রাস্তার পাশে যাদের বাড়ি তারা সতর্ক হন

সাতকানিয়া উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি।উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে হয়রানিমুক্ত ও জনবান...
28/10/2025

সাতকানিয়া উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি।

উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা প্রদানে আমরা আপনাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।

যে-কোনো সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই। নামজারি ফি ও ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে আদায় করা হয় এবং অনলাইনেই ডিসিআর/দাখিলা প্রদান করা হয়।

কারো কথায় বিভ্রান্ত হয়ে দালালদের অর্থ প্রদান করে প্রতারিত হবেন না।

সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ কাউকে প্রদান করবেন না। যে-কোনো প্রকার সরকারি ফি প্রদানের ক্ষেত্রে অবশ্যই রশিদ/ডিসিআর/দাখিলা/চালানের কপি বুঝে নিবেন।

যে-কোনো অভিযোগ জানাতে বা সমস্যার সমাধানে সরাসরি কথা বলুন আপনার এসিল্যান্ডের সাথে এই নম্বরে: 01723-599510.

নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, অপরকেও সচেতন করুন।

ধন্যবাদান্তে,
আপনাদের এসিল্যান্ড
সাতকানিয়া, চট্টগ্রাম।

মেট্রো দুর্ঘটনায় সেই ব্যক্তির নাম জানা গেছে তার নাম কালাম বয়স ৩৬গ্রামের বাড়ি শরীয়তপুরে . কালামের স্ত্রী আইরিন আক্তার পি...
26/10/2025

মেট্রো দুর্ঘটনায় সেই ব্যক্তির নাম জানা গেছে তার নাম কালাম বয়স ৩৬
গ্রামের বাড়ি শরীয়তপুরে .

কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া রোববার বিকালে মর্গের সামনে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

এক ছেলেকে কোলে নিয়ে তিনি বারবার বলছিলেন, “আজকে (কালামকে) আমি বিদায় দিতে চাইনি। দরজা লাগাতেও যাইনি। আমার বাচ্চাদের কী হবে?”

বিশ্বাস করেন তার এই কথা টা শুনে চোখ দিয়ে পানি

বাহির হয়ে গেছে, মানুষের জীবন কতটা অনিশ্চিত.

(এই বাংলাদেশে স্কুলের উপর বোমারু বিমান পরে, এই বাংলাদেশি ক্রেন উল্টে মানুষ মা-** যায়.)...

এই বাংলাদেশের আসলে হয়েছা টা কি?...
বাস্তবতা এতোটা নির্মম কেন হয়?💙🤲

প্রবাসে আসা হলোনা আর।😭😭ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃ #ত্যুপ্রত্যক্ষদর্শীদের মতে, মেট্রোরেলের কম্পনর...
26/10/2025

প্রবাসে আসা হলোনা আর।😭😭

ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃ #ত্যু

প্রত্যক্ষদর্শীদের মতে, মেট্রোরেলের কম্পনরোধে ব্যবহৃত বড় আকৃতির একটি স্প্রিং যার ওজন প্রায় ৪০-৫০ কেজি সেটা ফুটপাতে হাঁটা এক তরুণের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মৃ #ত্যুবরণ করেন।

এই দেশে জন্মাইছি সেটাই এক পাপ, আর সেই পাপের মূল্যে দিচ্ছি জীবন দিয়ে।

এমন এক দেশে জন্মাইছি, ঘর থেকে বের হলে আবার ঘরে যেতে পারবো এই গ্যারান্টিটা নাই।
হায়রে মাতৃভূমি। 😭

26/10/2025

সাতকানিয়া লোহাগড়া -চট্টগ্রাম ১৫
চন্দনাইশ সাতকানিয়া -চট্টগ্রাম ১৪

কেন জানি মনে হচ্ছে জোটবদ্ধ নির্বাচন হবে। ব্যক্তিগত মতামত কি আপনার?

23/10/2025

নরসিংদীতে বিএনপি'র এক নেতার দোকানে কিছু বোনেরা বোরকা কিনতে গিয়েছিলেন। ওই নেতা বোরকার দাম বলেছেন ৩,২০০ টাকা। কাস্টমার মহিলারা দাম বলেছিলেন ১,৩০০ টাকা। এতে ওই নেতা রেগে গিয়ে বলেন,ওরা জামায়াতে ইসলামী’র মহিলা কর্মী,বলে তাদের উপর হামলা শুরু করে দেন।

#কপি_পোস্ট

22/10/2025

মক্কা

21/10/2025

বান্দরবান সরকারি কলেজ এর অবস্থা
একজন শিক্ষক এর পঠানো ভিডিও

21/10/2025

এরকম বউ পাইতে হলে হি'রো'ঞ্চি হওয়া লাগবে?🙂

ব্রেকিং এইমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্কাই ক্যাপিটাল এর অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আ-গু-ন লেগেছে🤲
18/10/2025

ব্রেকিং এইমাত্র
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্কাই ক্যাপিটাল এর অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আ-গু-ন লেগেছে🤲

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
18/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।

( কপি পোস্ট )সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।

17/10/2025

মদিনা

Address

Keranihat, Satkania, Chittagong
Satkania
4386

Alerts

Be the first to know and let us send you an email when কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share