হাফেজ নুর মোহাম্মদ

হাফেজ নুর মোহাম্মদ Hafez Nur Mohammad Robayet.
👉সাতকানিয়া, চট্টগ্রাম।👈
0️⃣1️⃣8️⃣9️⃣2️⃣ 9️⃣5️⃣7️⃣2️⃣5️⃣2️⃣

24/07/2025

সরাসরি লাইভে মাক্বামে জেহেরকা দিয়ে "সূরা নাবা" থেকে কোরআন তেলাওয়াত মাশক্ব.!!!

🎤 Hafez Qari Nur Mohammad

21/07/2025

আরো একটা জুলাই মাস!
ফেসবুকের নিউজ ফিডে কা-ন্না আর আহাজারি আহ্ 😢

20/07/2025

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনা প্রধান জেনারেল জনাব ওয়াকারুজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমীর সাহেবের চিকিৎসার জন্য যেকোন সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।

সেনা প্রধান জেনারেল জনাব ওয়াকার উজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

✍️ Dr. Shafiqur Rahman (এডমিন)

২০২১ সালে আজকের দিনে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলে!😥আল্লাহ তায়ালা তোমার আখেরাত সুন্দর থেকে সুন্দর করে দেন। আমিন-🤲🤲...
20/07/2025

২০২১ সালে আজকের দিনে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলে!😥
আল্লাহ তায়ালা তোমার আখেরাত সুন্দর থেকে সুন্দর করে দেন। আমিন-🤲🤲🤲

19/07/2025

আলহামদুলিল্লাহ।
এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।

আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোন কল্যাণ রেখেছেন।

অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দেশ-বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দো'য়া করেছেন।

হাসপাতালে স্বল্প সময়ে থাকাকালীন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ নেতৃবৃন্দর একটি টিম, খেলাফত মজলিসের আমীর হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এবং খেলাফত মজলিসের অন্যতম সিনিয়র নেতা জনাব আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলনের সিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ তাঁরাও সরাসরি খোঁজখবর নিয়েছেন।

দেশ-বিদেশে অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি বাংলাদেশীদের বাহিরেও অনেকেই খোঁজখবর নিয়েছেন। সরকারের বিভিন্ন মাননীয় উপদেষ্টাসহ আরো অনেকেই খোঁজখবর নিয়েছেন। আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দো'য়ার জন্য ঋণী। তাঁদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামীন সকলকে যেন দান করেন।

রাব্বুল আলামিন তাঁর এ গোলামকে বাকি জিন্দেগি তাঁর পছন্দমত মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন। আমিন।
✍️ Dr. Shafiqur Rahman.

19/07/2025

লঞ্চের স্টাফের বক্তব্য-
মাশাআল্লাহ এই প্রথম আমাদের লঞ্চে এমন সব যাত্রী পেলাম,
যারা সবাই নামাজি!
কোন গাঞ্জা সেবক নাই আলহামদুলিল্লাহ।

বিশ্বজয়ী হাফেজ প্রিয় আব্দুল্লাহ আল-মামুনকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতার নেয়ামত দান করুক। 🤲💯আমীন!
16/07/2025

বিশ্বজয়ী হাফেজ প্রিয় আব্দুল্লাহ আল-মামুনকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতার নেয়ামত দান করুক। 🤲💯

আমীন!

জাযাকাল্লাহ 🌺❤️Shout out to my newest followers! Excited to have you onboard!হাফেজ ক্বারী রবিউল আলম, Abu Sayed Ctg, Md H...
13/07/2025

জাযাকাল্লাহ 🌺❤️
Shout out to my newest followers! Excited to have you onboard!
হাফেজ ক্বারী রবিউল আলম, Abu Sayed Ctg, Md Hasan, MD Maino, Minhaj Sinceresoul, Mohammad Dalower Hosen, Md Wazid Chy, H M Badiul Alam

11/07/2025

এত নিষ্ঠুর ঘটনা দেখার পরেও যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে,
তাহলে দোষ বিএনপির না, দোষ এই দেশের জনগণের!

19/03/2024

إِنَّمَا يُوَفَّ الصَّابِرُوْنَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابْ★
ধৈর্য্যধারণকারীগণই অগণিত সওয়াবের অধিকারী হবে।
আল কোরআন
❤️

17/03/2024

🔴Live🔴
ফজর শুরু হোক কোরআন তেলাওয়াত দিয়ে
সূরা ইয়াসিন

🎙️ হাফেজ নুর মোহাম্মদ 👈

15/03/2024

বরাবরের ন্যায় ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ 🙏

AYE SABZ GUMBAD WALE || এ সাবজগুম্বাদ ওয়ালে 🎙️ হাফেজ নুর মোহাম্মদ 👈

Hafez Nur Mohammad ❤️

Address

Satkania

Telephone

+8801892957252

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাফেজ নুর মোহাম্মদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাফেজ নুর মোহাম্মদ:

Share