04/11/2025
মহামান্য হাইকোর্ট থেকে ৪২দিনের জামিন নিয়ে নির্ধারিত সময়সীমা পার হলেও নিম্ন আদালতে সেরেন্ডার না করে পলাতক আছেন সাতকানিয়া এওচিয়ার নিহত দিনমজুর নুরুল কবির হত্যাকান্ডের ৭নম্বর আসামি আব্দুল ছোবান।
৪ঠা নভেম্বর (মঙ্গলবার) বিকালে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবদুল লতিফ ও এডভোকেট সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।
হত্যাকান্ডের এই ঘটনায় এওচিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সাবেক শিবির নেতা শহিদুল ইসলাম ১নং আসামি।
তবে সংঘটনটি হত্যাকান্ডের দীর্ঘ ২মাস পর এওচিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতির পদ থেকে সাবেক শিবির নেতা শহিদুল ইসলামকে বহিস্কার করেছে।
এই বহিস্কারে নিহতের পরিবার থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের পরিবার।
এদিকে আরো জানা গেছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সহসভাপতি শহিদুল ইসলামের বড় ভাই নিহত নুরুল কবির হত্যাকান্ডের ২নং আসামি নেয়াজুর রহমান ও নেয়াজুর রহমানের স্ত্রী শারমিন আক্তার যিনি হত্যা মামলার ৬নং আসামিও গত ২১-১০-২০২৫ ইং তারিখে মহামান্য হাইকোর্ট থেকে ৪২দিন তথা ৬সপ্তাহের জামিন নিয়েছেন।
এবং শহিদুল ইসলাম ও নেয়াজুর রহমানদের পিতা আব্দুল মজিদ নিহত নুরুল কবির হত্যাকান্ডের ১৪দিনের মধ্যে গ্রেফতার হয়ে এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী।
তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ও নেয়াজুর রহমানের আরেক বড় ভাই নজির আহমদকে আদালত এয়ারপোর্টে ইমিগ্রেশন স্থগিত করে দিলেও সুক্ষভাবে কাতারে পালিয়ে যান বলে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।
সাতকানিয়া উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মী হিসেবে চাকুরী করে আসছিলেন অত্র হত্যামামলার আসামি শহিদুল ইসলাম।
উক্ত হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে, এবং হত্যা মামলায় ১নং আসামি হওয়ায় কর্তৃপক্ষ তার- বেতন-ভাতা বন্ধের জন্য ঢাকা ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি প্রেরণ করেন।
অপরদিকে রিকশা চালক নুরুল কবিরকে যে জায়গার বিরোধীয় বিষয় নিয়ে প্রকাশ্যে শহিদুল ইসলামরা বাপ পুত্র মিলে বসতভিটার উঠোনে হত্যা করেন, ওই জায়গায় শহিদুল ইসলামসহ বাপ পুত্রের বিরুদ্ধে নুরুল কবিরকে হত্যার পরে সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালত নিষেধাজ্ঞাও প্রদান করেন।
চট্টগ্রাম সংবাদ