Najnin Farjana Noha.

Najnin Farjana Noha. I'm a Freelancer

02/09/2023
ফ্রিল্যান্সিং কিবর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা।বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের কাজের জন্য প্রয়োজনীয় জায়গার ...
01/08/2023

ফ্রিল্যান্সিং কি
বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা।
বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের কাজের জন্য প্রয়োজনীয় জায়গার অভাব রয়েছে। এই সমস্যার সমাধান অনেকটা করে দিয়েছে ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং এটি এমন একটি পেশা যেখানে কাজের বা সময়ের জন্য পূর্ণ স্বাধীনতা রয়েছে। আপনার যখন খুশি, যেখানে খুশি কাজ করতে পারেন।ফ্রিল্যান্সিং এর জন্য আপনার যেকোনো একটি কাজে দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে।
এসব কাজের পরিধি অনেক বড়। ছোটখাটো এডিটিং থেকে শুরু করে ওয়েব কোডিং সবকিছুই এর আওতাভুক্ত।
ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি দূরবর্তী জায়গায় বসে বা নিজ ঘরে বসে দূরের কোন গ্রাহকের কাজ ইন্টারনেটের মাধ্যমে করে দিতে পারবেন।এটিও একটি চাকরির মতোই পার্থক্য শুধু সময়ে।
এখানে গ্রাহকের থেকে কাজ নেয়ার সময় গ্রাহক নির্দিষ্ট সময় দিবে, এই সময়ের মাঝে যখন খুশি গ্রাহকের কাজ বুঝিয়ে দিতে হবে আর গ্রাহক আপনার পারিশ্রমিক বুঝিয়ে দিবে।
এখানে কাজ করার জন্য নির্দিষ্ট জায়গা নেই। আপনি চাইলে ঘরে বসেই কাজ করতে পারেন যখন খুশি। এক্ষেত্রে আপনার বাড়ি আপনার অফিস। এখানে গ্রাহক কখনো নির্দিষ্ট নয়।
আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন গ্রাহকদের কাজ করতে হবে। আবার আপনি চাইলে একসাথে অনেক গ্রাহকের কাজ করতে পারেন।
এখানে আপনার বিভিন্ন দেশের গ্রাহকদের কাজ করা লাগবে। এসব গ্রাহকেরা হতে পারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
আপনার কাজের দক্ষতার উপর আপনার মূল্যায়ন হবে। আপনি আপনার কাজ দিয়ে গ্রাহককে যতো বেশি সন্তুষ্ট করতে পারবেন আপনার গ্রাহক ততোধিক পরিমানে বাড়বে, আর আপনি চাইলে তখন কাজের বিনিময়ে আরও বেশি টাকা দাবি করতে পারবেন।। এই কাজ করে আপনি যেকোন জব থেকে কয়েকগুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন।

26/07/2023

♥️

26/07/2023

🌸🌸🌸হে বিশ্বাসীগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখবে;⭐ যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।🌼সুরা হুজুরাত আয়াত ৬.🌼.*

⭐ চোগলখোরের কথা শুনে ,,, অন্য জনের বিরুদ্ধে রাগ, হিংসা,শত্রুতা পোষণ করেন।আসলেই কি ফাসিক ব্যক্তি আপনার ভালো চান ⁉️নাকি আপনাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে তিনি আপনার কানে বিষ ঢালছেন।ভাবা উচিত। ⭐আফসোস:❗❗❗ এমন মানুষে আমাদের সমাজ ভরে গেছে।আর আমরা নিজের মাপকাঠি তে অন্যকে বিবেচনা করি। আমরা নিজেরা কতটুকু সঠিক পথে বা ন্যায়ের সাথে আছি জানি না।
⭐যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মত বড় বিচারক আর কেউ নেই।
(হযরত আলী রাঃ)⭐

⭐আমরা নিজের ভালোটাই চিনি।একজন মুসলিম ভাইয়ের বিপদে এগিয়ে আসি না। চুপচাপ দর্শকের ভূমিকায় আমরা। যতক্ষন না নিজের উপর বিপদ আসছে।সবাই ছুটে চলেছি টাকা,খ্যাতি আর সম্পদের পিছনে।

🌼প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।যতক্ষণ না তোমরা (মরে) কবরে উপস্থিত হও। ⭐সুরা তাকাসুর।⭐

⭐আর অন্যের হক আত্মসাৎ করতেও আমরা বেশ এগিয়ে,,🌼

[২:১৮০] আল বাকারা

كُتِبَ عَلَيكُم إِذا حَضَرَ أَحَدَكُمُ المَوتُ إِن تَرَكَ خَيرًا الوَصِيَّةُ لِلوالِدَينِ وَالأَقرَبينَ بِالمَعروفِ حَقًّا عَلَى المُتَّقينَ
⭐তোমাদের উপর ফরয করা হয়েছে যে, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোন সম্পদ রেখে যায়, তবে পিতা-মাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক অসিয়ত করবে। এটি মুত্তাকীদের দায়িত্ব।⭐

[৫৮:১৭] আল মুজাদালাহ্‌⭐

لَن تُغنِيَ عَنهُم أَموالُهُم وَلا أَولادُهُم مِنَ اللَّهِ شَيئًا أُولئِكَ أَصحابُ النّارِ هُم فيها خالِدونَ

⭐আল্লাহর বিপরীতে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের আদৌ কোন কাজে আসবে না। এরাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে।

⭐(একান্ত নিজস্ব মতামত)🌼

ফ্রিল্যান্সিং করার ব্যাপারে সক্ষমতা ও স্বাধীনতার জন্য কিছু কারণ রয়েছে, যেগুলো আমি নিজেও পাশাপাশি অনেকেরই অনুভব করেছি। ন...
25/06/2023

ফ্রিল্যান্সিং করার ব্যাপারে সক্ষমতা ও স্বাধীনতার জন্য কিছু কারণ রয়েছে, যেগুলো আমি নিজেও পাশাপাশি অনেকেরই অনুভব করেছি। নিচে কিছু বিষয় উল্লেখ করা হলো:

1. স্বাধীনতা: ফ্রিল্যান্সিং আমাকে নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে দেয়। আমি নিজের কাজের সময়কে পরিচালনা করতে পারি এবং নিজের পছন্দমত প্রকল্প নির্বাচন করতে পারি।

2. স্বাধীনতার মাধ্যমে আয়: ফ্রিল্যান্সিং আমাকে আরও আয় উপার্জনের সুযোগ দেয়। আমি নিজের কাজের মূল্যমান সেট করতে পারি এবং আমার প্রতিষ্ঠানে ক্লায়েন্টদের সেবা প্রদান করলে সুবিধাজনক মূল্যে তাদেরকে প্রতিষ্ঠান করতে পারি।

3. নির্বাচনের স্বাধীনতা: ফ্রিল্যান্সিং আমাকে নিজের পছন্দমত প্রকল্প নির্বাচন করতে সুযোগ দেয়। আমি নিজেই আমার পছন্দের দিকে অনু

যায়ী বিভিন্ন প্রকল্পে কাজ করতে পারি এবং অবশ্যই নিজের অবস্থান এবং কাজের ধরনের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি।

4. সমস্যার সমাধান: আমি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সংগ্রহ করতে পারি। আমি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার মাধ্যমে অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারি এবং আমার স্কিলসেট পরিবর্তন ও বৃদ্ধি করতে পারি।

এই সকল কারণেই আমি ফ্রিল্যান্সিং করছি এবং এটি আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে।

Address

Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najnin Farjana Noha. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najnin Farjana Noha.:

Share