26/07/2023
🌸🌸🌸হে বিশ্বাসীগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখবে;⭐ যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।🌼সুরা হুজুরাত আয়াত ৬.🌼.*
⭐ চোগলখোরের কথা শুনে ,,, অন্য জনের বিরুদ্ধে রাগ, হিংসা,শত্রুতা পোষণ করেন।আসলেই কি ফাসিক ব্যক্তি আপনার ভালো চান ⁉️নাকি আপনাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে তিনি আপনার কানে বিষ ঢালছেন।ভাবা উচিত। ⭐আফসোস:❗❗❗ এমন মানুষে আমাদের সমাজ ভরে গেছে।আর আমরা নিজের মাপকাঠি তে অন্যকে বিবেচনা করি। আমরা নিজেরা কতটুকু সঠিক পথে বা ন্যায়ের সাথে আছি জানি না।
⭐যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মত বড় বিচারক আর কেউ নেই।
(হযরত আলী রাঃ)⭐
⭐আমরা নিজের ভালোটাই চিনি।একজন মুসলিম ভাইয়ের বিপদে এগিয়ে আসি না। চুপচাপ দর্শকের ভূমিকায় আমরা। যতক্ষন না নিজের উপর বিপদ আসছে।সবাই ছুটে চলেছি টাকা,খ্যাতি আর সম্পদের পিছনে।
🌼প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।যতক্ষণ না তোমরা (মরে) কবরে উপস্থিত হও। ⭐সুরা তাকাসুর।⭐
⭐আর অন্যের হক আত্মসাৎ করতেও আমরা বেশ এগিয়ে,,🌼
[২:১৮০] আল বাকারা
كُتِبَ عَلَيكُم إِذا حَضَرَ أَحَدَكُمُ المَوتُ إِن تَرَكَ خَيرًا الوَصِيَّةُ لِلوالِدَينِ وَالأَقرَبينَ بِالمَعروفِ حَقًّا عَلَى المُتَّقينَ
⭐তোমাদের উপর ফরয করা হয়েছে যে, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোন সম্পদ রেখে যায়, তবে পিতা-মাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক অসিয়ত করবে। এটি মুত্তাকীদের দায়িত্ব।⭐
[৫৮:১৭] আল মুজাদালাহ্⭐
لَن تُغنِيَ عَنهُم أَموالُهُم وَلا أَولادُهُم مِنَ اللَّهِ شَيئًا أُولئِكَ أَصحابُ النّارِ هُم فيها خالِدونَ
⭐আল্লাহর বিপরীতে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের আদৌ কোন কাজে আসবে না। এরাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে।
⭐(একান্ত নিজস্ব মতামত)🌼