Nasrin Soltana Rimo

Nasrin Soltana Rimo Assalamualaikom Everyone...

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির দিন শেষ নেই। সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলোঃ১- ফ্রিতে শিখতে ...
06/05/2023

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির দিন শেষ নেই। সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলোঃ

১- ফ্রিতে শিখতে চাওয়া।
২-২০০ টাকার ফুল কোর্স।
৩-১০০০ টাকায় সারাজীবন সাপোর্ট।
৪-ইনকাম করে তারপর কোর্স ফ্রী দেওয়া।
৫-শুরু করার ১ মাসর মধ্যে ইনকাম হওয়া।

👉এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি একটা কথা চিন্তা করেন তো একজন ডাক্তার হলে তাকে কতটা পরিশ্রম এবং কত টাকা পয়সা খরচ করতে হয়। তারপরে গিয়ে তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে। ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করতে চান ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন ভাবুনতো একবার।
আজই ভাবুন আর ফ্রিল্যান্সিং এর জন্য সঠিক ব্যাক্তি সঠিক প্রতিষ্ঠানটিকে বেছে নিন।



কর্মজীবনে সাফল্য লাভ করতে হলে যেসব দক্ষতা অর্জন জরুরি:কর্মজীবনে ভালো কিছু করার প্রত্যয় থাকা জরুরি। বর্তমান সময়ে ডিজিটা...
05/05/2023

কর্মজীবনে সাফল্য লাভ করতে হলে যেসব দক্ষতা অর্জন জরুরি:

কর্মজীবনে ভালো কিছু করার প্রত্যয় থাকা জরুরি। বর্তমান সময়ে ডিজিটাল যুগে যদি কর্মজীবনকে সাফল্যমন্ডিত করতে চাই তাহলে দক্ষতা অর্জন করা অধিক প্রয়োজন।

🌀সমস্যা সমাধান:
আপনি যত স্বল্প সময়ের মধ্যে কোনো একটি বিষয়ে নিখুঁতভাবে যেকোনো সমস্যার সমাধান করতে পারবেন আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করার সম্ভাবনা তত বেশী।

🌀কৌশলগত পরিকল্পনা:
কৌশলগত পরিকল্পনা না করে যদি আপনি অনুমান নির্ভর কাজ করেন তাহলে কর্মজীবনে সাফল্য অর্জন করার সম্ভাবনা একেবারেই কিঞ্চিত পরিমাণ।সুতরাং অবশ্যই আপনাকে পারিপার্শ্বিক অবস্থা এবং এ অবস্থার ফলে ভবিষ্যতে কী ধরনের ফলাফল আসতে পারে; সেটা বিবেচনা করে যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

🌀সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা:
সিদ্ধান্তহীনতা সকলেরই একটি সাধারণ সমস্যা। সফলতা অর্জনের ক্ষেত্রে এই সিদ্ধান্তহীনতাই অন্তরায় হয়ে দাড়ায় ।
সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা থাকতে হবে।

🌀তথ্যপ্রযুক্তির জ্ঞান :
বর্তমান সময়ে আধুনিকতার তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া জীবন অচল। তাই এযুগে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও বাস্তব জীবনে প্রয়োগ দক্ষতা থাকা অতি জরুরী।

পরিশেষে বলছি,
বর্তমান আধুনিকতার যুগে দক্ষতা অর্জন করুন,
সাফল্যমন্ডিত জীবন গড়ুন।

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব...
05/05/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

গতকালের নিউজ ছিলো  দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার..!এতো বড় একটা সংখ্যা বেকারত্বের হাত থেকে মুক্ত করা সহজ নয়। তবে আম...
03/05/2023

গতকালের নিউজ ছিলো
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার..!

এতো বড় একটা সংখ্যা বেকারত্বের হাত থেকে মুক্ত করা সহজ নয়। তবে আমরা যদি স্কিল অর্জন করি তাহলে অনেকটাই মুক্ত করা যাবে বেকারত্বের সংখ্যা।

বেকারত্বের একটি বড় কারণ হচ্ছে আমরা একাডেমীক লেখাপড়ার পাশাপাশি কোনো দক্ষতা অর্জন করি না।



অনেক আপুরা আছে যারা উপার্জন করতে চায় ঘরে বসে,বাহিরে গিয়ে কাজ করতে চায় না। তাদের জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। কারণ ফ্রিল্য...
03/05/2023

অনেক আপুরা আছে যারা উপার্জন করতে চায় ঘরে বসে,
বাহিরে গিয়ে কাজ করতে চায় না। তাদের জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। কারণ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই কাজ করে ইনকাম করা যায়, যখন ইচ্ছা তখন কাজ করা যায়। যখন কাজ করার ইচ্ছা হবে না তখন না করলেও কোন সমস্যা নেই। নিজের দৈনন্দিন বা সংসারের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে পারবে। আর এইজন্যই আমার মনে হয় মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং করাটা ভালো।
আলহামদুলিল্লাহ আমি নিজেও এখন এই সেক্টরে আছি, এগিয়ে যাচ্ছি স্বপ্ন পূরণের দিকে!❤️

ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানার জন্য বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার পূর্বে আপনাকে অবশ্যই নিচের সবগুলো বিষয়ে পরিষ্কা...
02/05/2023

ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানার জন্য বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার পূর্বে আপনাকে অবশ্যই নিচের সবগুলো বিষয়ে পরিষ্কার ধারনা রাখতে হবে।
১.ফ্রিল্যান্সিং কি?
২.ফ্রিল্যান্সিং এর সুবিধা কি?
৩.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?
৪.ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে গড়বো?
৫.ফ্রিল্যান্সিং কিভাবে শিখব?
৬.ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব?
৭. মার্কেটপ্লেসে কাজ কিভাবে পাবো?
৮.কিভাবে পারিশ্রমিক বুঝে পাবো?


.❤️

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া ...
02/05/2023

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।

সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।

যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।

ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।

কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।

ব্যাংক ম্যনেজার মন খুলে
হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই ⚠️ সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-★ ফ্রীতে শিখতে চা...
29/04/2023

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই ⚠️

সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-

★ ফ্রীতে শিখতে চাওয়া।
★ ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
★ ৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
★ ১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
★ ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
★ শুরু করলেই ইনকাম করা যায়।
★ সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
★ ৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি একটা কথা চিন্তা করেন; ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন একটু ভাবুন তো।

একটা ভালোমানের কোর্স করতে নাহলেও ৫-৬ মাস লাগে, আর নিজেকে প্রকৃতপক্ষে দক্ষ করতে লাগে প্রায় ১-১.৫ বছর। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু করতে পারবেন।

তাই সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সঠিকটা শিখুন।
নিজের জন্য ইনভেস্ট করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন। মনে রাখবেন আজকের ইনভেস্ট ভবিষ্যতে হবে লক্ষ টাকা।

"জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা।"

তাই আজই নিজেকে গড়ে তুলুন।
সহযোগিতায় যোগাযোগ করুন। 🥰

#ফ্রিল্যান্সিং

ফেসবুক!  ছোট থেকে বড় সবাই আমরা এই নামটার সাথে পরিচিত৷  কারণ বর্তমানে একটি শিশু জন্ম এর পরেই আপলোড হয়ে যায় তার ছবি।  ✨ফেস...
29/04/2023

ফেসবুক! ছোট থেকে বড় সবাই আমরা এই নামটার সাথে পরিচিত৷ কারণ বর্তমানে একটি শিশু জন্ম এর পরেই আপলোড হয়ে যায় তার ছবি। ✨

ফেসবুক একসময় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার হলেও সময়ের পরিবর্তন এ ফেসবুক এখন সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটপ্লেস। 📱

আর সেটা সম্ভব ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। 💠

ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বিজনেস, পণ্য কিংবা সার্ভিসকে ফেসবুকের মাধ্যমে প্রমোট করা হয়। 👩‍💻

অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক মার্কেটিং এ যোগাযোগ এবং কাজ দুটোই করা যায়।🌀

এখন যেহেতু পুরো পৃথিবী স্কিল ডেভেলপ করে ফেসবুক এর মাধ্যমে ইনকাম করছে। চাইলে আমরাও স্কিল ডেভেলপ করে ফেসবুক থেকে ইনকাম করতে পারি। 📲💻


Admission is going on!ডিজিটাল মার্কেটিং শিখুন, এবং ঘরে বসে নিশ্চিত আয় করুন। 😃 🎯  ফ্রিল্যান্সিং শিখতে কেন ডিজিটাল জিনিয়াস...
29/04/2023

Admission is going on!

ডিজিটাল মার্কেটিং শিখুন, এবং ঘরে বসে নিশ্চিত আয় করুন। 😃

🎯 ফ্রিল্যান্সিং শিখতে কেন ডিজিটাল জিনিয়াস আইটি ইন্সটিটিউট কে বেছে নিবেন?

✅ প্রফেশনাল ফ্রিল্যান্সার দ্বারা মানসম্মত প্রশিক্ষণ প্রদান করা হয় বেসিক টু এডভান্স।
✅ এক্সপার্ট ফ্রিল্যান্সিং টিম দ্বারা লাইফ টাইম সাপোর্ট পাবেন।
✅ লাইভ ক্লাস এর পাশাপাশি প্রত্যেক ক্লাসের রেকর্ড ভিডিও দেয়া হবে।
✅ ২৪/৭ মাস্টার ট্রেইনার প্যানেল এর সাপোর্ট পাবেন।
✅ কোর্স শেষে ভ্যারিফাইড সার্টিফিকেট প্রদান করা হবে।

➡️ ক্লাসের সময়:
আগামী ০৫/০৫/২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার রাত ৮:০০ টায় ক্লাস শুরু হবে।

আর দেরী না করে আজই আপনার আসনটি নিশ্চিত করুন! আর হয়ে উঠুন সফল একজন ডিজিটাল মার্কেটার!✅

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন- 📞+8801326999788 অথবা ডিজিটাল জিনিয়াস আইটি ইন্সটিটিউট পেইজে ইনবক্স করতে পারেন।📱📝

আরও বিস্তারিত জানতে সরাসরি চলে আসুন আমাদের অনলাইন ফ্রী ক্লাসে👩‍💻
ফ্রী ক্লাস করতে নিচের দেয়া লিংকটিতে ক্লিক করুন।👇
https://forms.gle/1E9dykShRSXeBhKKA.

ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে  কি?এখান থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করছে! কিভাবে করছে এই সব আরো অনেক বিষয়  নিয়ে খুব  আগ্রহি আ...
28/04/2023

ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি?
এখান থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করছে! কিভাবে করছে এই সব আরো অনেক বিষয় নিয়ে খুব আগ্রহি আপনি❓করতে চাচ্ছেন,?? শিখতে চাচ্ছেন??
কিন্তু কোথায় করবেন, কিভাবে করবেন, কার অনুসারে করবেন, ভালো গাইড লাইন পাচ্ছেন না। ইনশাল্লাহ একজন ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিতে পারবো।

ফ্রিল্যান্সিং শিখতে ও বিস্তারিত জানতে ইনবক্স করুন

যারা ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক তাদের জন্য একটি ফ্রি ক্লাস।  এই ক্লাসের মাধ্যমেই জানতে পারবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে সব ...
28/04/2023

যারা ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক তাদের জন্য একটি ফ্রি ক্লাস। এই ক্লাসের মাধ্যমেই জানতে পারবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে সব অজানা তথ্য।

তাই দেরী না করে বিস্তারিত জানতে ইনবক্স করুন



আপনি কিভাবে ফেসবুককে ব্যবহার করছেন সেটা সমপূর্ণ আপনার কাছে! আপনি ফেসবু্কে হিরো আলমের গান দেখতেছেন আর মিস্টার হিরো আলম মন...
27/04/2023

আপনি কিভাবে ফেসবুককে ব্যবহার করছেন সেটা সমপূর্ণ আপনার কাছে!

আপনি ফেসবু্কে হিরো আলমের গান দেখতেছেন আর মিস্টার হিরো আলম মনিটাইজেশনের মাধ্যমে এসব গান থেকে হাজার হাজার ডলার উপার্জন করতেছে৷

আপনি ফেসবু্কে অযথা সময় নষ্ট করতেছেন আর এক শ্রেণীর লোক এই ফেসবুককে কাজে লাগিয়ে লাখ লাখ টাকার বিজনেস করতেছে৷

সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে ফেসবুককে কাজে লাগাচ্ছেন৷

আসুন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঠিক ব্যবহার শিখি ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলি৷

❝ইন্টারনেটে বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্ক হচ্ছে লিংকডিন 🤝🌎♦️আপনি চাকরি বা ইন্টার্নশিপ সন্ধান করতে, প্রফেশনাল সম্পর...
11/04/2023

❝ইন্টারনেটে বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্ক হচ্ছে লিংকডিন 🤝🌎

♦️আপনি চাকরি বা ইন্টার্নশিপ সন্ধান করতে, প্রফেশনাল সম্পর্ক তৈরি এবং কোনও বড় বা ছোট প্রতিষ্ঠানের মার্কেটিং করতে বা কেউ স্নাতক হওয়ার পরে কাজ খুঁজছেন তারা লিংকডিনের মাধ্যমে তাদের কাজ খুঁজে পেতে পারেন। ✨🤝

♦️লিংকডিন শুধু পেশাদার এবং চাকরি প্রার্থীদের জন্যই নয়। অবশ্যই, লক্ষ লক্ষ পেশাদার প্রতিদিন তাদের নেটওয়ার্ক এবং তাদের ক্যারিয়ার বাড়ানোর জন্য লিংকডইন ব্যবহার করে তবে আপনি আপনার ব্যবসা বাড়ানোর জন্য ও লিংকডিন ব্যবহার করতে পারেন।

♦️ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে। 👈

♦️লিঙ্কডইনে বিভিন্ন মার্কেটিং সহ চাকরি পাওয়া যায়। যার জন্যেই লিংকডিন আরো বেশি জনপ্রিয়। আপনার LinkedIn প্রোফাইল মূলত আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে। 💻
আমরা চাইলে ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করে লিংডিন কে ঘিরে কাজ করতে পারি 📲💻🙋‍


ফ্রিল্যান্সিং কি ? কেন শিখবেন?ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। কোনো প্রকার বাধ্যবাধকতা ছাড়াই মুক্তভাবে ঘরে বসেই ইনকাম করা ...
09/04/2023

ফ্রিল্যান্সিং কি ? কেন শিখবেন?

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। কোনো প্রকার বাধ্যবাধকতা ছাড়াই মুক্তভাবে ঘরে বসেই ইনকাম করা যায়।

বর্তমানে জনপ্রিয় পেশা সমূহের মধ্যে ফ্রিল্যান্সিং একটি পেশা।
কারণ এখানে কাজের ক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই।
এখানে একাডেমিক শিক্ষা না থাকলেও স্কিল ডেভেলপ করে অর্থ উপার্জন করা যায়। আর এক্ষেত্রে তিনটি জিনিসের প্রয়োজন ইচ্ছাশক্তি, ধৈর্যশক্তি, আত্মবিশ্বাস। এই সেক্টরে নির্দিষ্ট কোনো বস থাকে না। আপনি এখানে যত শ্রম বিনিয়োগ করবেন সফলতার সম্ভাবনা ততটাই বেশি। চাকরিতে ইনকামের পরিমাণের লিমিট আছে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আনলিমিটেড ইনকাম করা যায়।
আর চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট টাইমে অফিসে উপস্থিত হতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নিজের বাসা ই অফিস। ফ্রিল্যান্সিং সেক্টরের কয়েকটা পার্ট রয়েছে তার মধ্যে সর্বাধিক সহজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যেটা কিনা স্মার্টফোন দিয়েও সম্ভব।

সুতরাং তাহলে আর দেরী কেন? ফ্রিল্যান্সিং শিখি বেকারত্ব মুক্ত জীবন গড়ি।

08/04/2023

একটি সহজ প্রশ্ন: ফ্রিল্যান্সিং করে যদি আসলেই ইনকাম করা যায় তবে দেশের এত শিক্ষিত লোক বসে আছে কেন ? আসলেই কি ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করা যায় নাকি পুরোটাই মিথ্যা, লোক দেখানো, প্রতারণা ।

উত্তর:
বিদেশী বায়াররা সার্টিফিকেট দেখে কাজ দেয় না । তারা গুরুত্ব দেয় আপনি প্র্যাকিটিক্যালি কম্পিউটারের কি কি কাজ পারেন । কত ভালভাবে পারেন । আপনি যদি অনেক বেশী শিক্ষিত হয়ে থাকেন তবে আপনাকে অনেক বেশী গুরুত্ব দিবে । কিন্তু কাজ না জানলে শুধুমাত্র সার্টিফিকেট দেখে কখনোই চাকরী দিবে না ।
আমাদের দেশের শিক্ষিত বেকারদের শুধুমাত্র সার্টিফিকেট আছে কিন্তু কম্পিউটারের কোন প্রফেশনাল স্কীল নাই ।

প্রফেশনাল কম্পিউটার স্কীল বলতে ওয়ার্ড এক্সেল জানা না বরং ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ইত্যাদি যে কোন একটি কাজ ভালভাবে জানা ।

মনে করুন ফ্রিল্যান্সিং নামে দুনিয়াতে কোন কিছু নেই । কিন্তু কোন বেকার ছেলে যদি এই প্রফেশনাল কাজগুলো শিখে তবে সে দেশের মধ্যেই অনেক ভালকিছু করতে পারবে । আপনারা দেখেবেন এই- আই.টি রিলেটেড কাজগুলো করে লাখ লাখ ছেলে দেশের মধ্যেই অনেক ভাল জব ও ভাল ব্যবসা করে মাসে ৫০/৬০ হাজার টাকা ইনকাম করছে ।

যে ছেলে কম্পিউটার রিলেটেড প্রফেশনাল জব করে বাংলাদেশে ১০ হাজার টাকা ইনকামের যোগ্যতা রাখে সে যদি ফ্রিল্যান্সিং করে তবে নিশ্চিতভাবে সে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবে । কিন্তু যে কম্পিউটারের কোন কাজই পারে না, যার দেশের মধ্যে ১০ হাজার টাকা ইনকামেরও যোগ্যতা নাই সে কিভাবে ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখবে ।

বাংলাদেশের কোন ছেলে যদি বেকার থাকে তবে সেজন্য দায় কেবল তার নিজের ।

কিন্তু না আমাদের বেকাররা শিখতে রাজী না । তাদের মতে জীবনে তো ২৫/২৬ বছর পড়ালেখা করলাম আর কত ? আসলে আপনি শিক্ষিত হয়েছেন কিন্তু দক্ষ হন নাই । শিক্ষা দিয়ে টাকা উপার্জন হয় না - টাকা উপার্জন হয় দক্ষতা দিয়ে । সুতরাং দক্ষতার জন্য আলাদা পড়াশুনা করতে হবে অনেক সিরিয়াসলি । কারণ আপনি সারা জীবন কত টাকা ইনকাম করবেন, কত ভাল ক্যারিয়ার গড়বেন তা নির্ভর করবে আপনার দক্ষতা ।
পৃথিবী বদলে গেছে । আগে হয়ত সার্টিফিকেট দিয়ে চাকরী পাওয়া যেত কিন্তু এখন দক্ষতা ছাড়া কোন সেক্টরেই ক্যারিয়ার গড়া সম্ভব না ।

শুভকামনা বাংলাদেশের সকল শিক্ষিত বেকারের জন্য।


📣 চাকরি নয়, ফ্রিল্যান্সার হও।📣ফ্রিল্যান্সিং মানে হচ্ছে🎓Learn, Earn & Fun🎓ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। ফ্রিল্যান...
07/04/2023

📣 চাকরি নয়, ফ্রিল্যান্সার হও।📣

ফ্রিল্যান্সিং মানে হচ্ছে🎓Learn, Earn & Fun🎓
ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হাজার মানুষ নিজের ক্যারিয়ার গড়ে তুলছে।

বর্তমান যুগে চাকরি হচ্ছে সোনার হরিণ। মাস্টার্স, বিবিএ, বিসিএস শেষ করেও সহজে চাকরি পাওয়া যায় না। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন।নিজের স্মার্ট ক্যারিয়ার গড়তে পারবেন। ✅ তাই চাকরির পিছনে না ছুটে ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ✅


👉 ফ্রিল্যান্সিং নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের একটি ওয়েবিনার এ অংশগ্রহণ করুন, নিচে দেয়া রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে। 👇👇

https://forms.gle/1E9dykShRSXeBhKKA

#ডিজিটালমার্কেটিং ❤️

Address

Satkania Road
Satkania
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasrin Soltana Rimo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasrin Soltana Rimo:

Share