সাতকানিয়ার মজলুম

সাতকানিয়ার মজলুম জালিমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে আজীবন লড়াই চলবে। ইনশাআল্লাহ

02/02/2025

চাঁদাবাজি করতে বাধা দেওয়ায় বিএনপি নেতারা বলছে, আমাদের শত্রু আওয়ামী লীগ নয় আমাদের শত্রু জামায়াত। প্রতিটা কাজে তাঁরা আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে..

চাঁদাবাজির টাকায় বিএনপির বনভোজনে এই কথা গুলো বলেন, ঈদগড় বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ।

02/02/2025

জামায়াতে ইসলামী আসলে দেশটাকে একটা মগের মুল্লুক বানাতে চায়। আপনারা ব্যাংক করবেন, হাসপাতাল করবেন, বিশ্ববিদ্যালয় করবেন, ঔষধ কোম্পানি করবেন, মেধাবী তৈরি করবেন, বিজ্ঞানী তৈরি করবেন, বড় বড় ব্যবসা করবেন। আর তারা গুলিস্তানে চাঁদাবাজিও করতে পারবে না। দুই টাকা খেতেও পারবে না টেম্পু স্ট্যান্ডের। তাহলে তারা কামাই করবেটা কি কিভাবে সেটা তো বলবেন 🙂

বিএনপির উপর মানুষের আস্থা কি করে থাকবে সেইটার প্রমাণ আজকে হলো ☹️এই ৫ জন ব্যক্তি ১৭ বছর থেকে আন্দোলন, সংগ্রাম ও মামলা-হাম...
02/02/2025

বিএনপির উপর মানুষের আস্থা কি করে থাকবে সেইটার প্রমাণ আজকে হলো ☹️

এই ৫ জন ব্যক্তি ১৭ বছর থেকে আন্দোলন, সংগ্রাম ও মামলা-হামলার শিকার। তাদেরকে বাদ দিয়ে দক্ষিণ জেলা কমিটি হয় কি করে ?
১৭ বছর ধরে দলের জন্য জীবন বিলিয়ে দিয়েছে তারা। আজ এর প্রতিফল এভাবে দিলেন ?

আমরা এই কমিটি মানি না - মানব না। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা না দিলে ভবিষ্যৎ ভালো হবে না। বাংলাদেশ - জিন্দাবাদ 🌾

02/02/2025

রাজধানীর পল্লবী কালশী এলাকায় ফ্যা.সি.স্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণকালে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল এর নেতৃত্বে যুবলীগ নেতা রাজন আ.ট.ক।

যেখানেই লীগ সেখানেই প্র.তি.রো.ধ

02/02/2025

আওয়ামী লীগের সেই এমপি পরিবারে বিয়ের কনে বিএনপির সাবেক মেয়র মনজুরের নাতনি, অনুষ্ঠানের নামে চলছিল লীগের মিলনমেলা।

02/02/2025

চট্টগ্রামে সেই আ.লীগ নেতার ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাঃ শাহাদাত

02/02/2025

হকার্স থেকে টাকা নিয়ে পুলিশ বলতেছে,

টাকা দিচ্ছেন যে এটা যেন জামায়াত না জানে।

02/02/2025

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগ কখনো এরকম আঙ্গুল তুলে কথা বলার সাহস করেনি।

বিএনপি যা অবস্থা শুরু করেছে জামায়াতের সাথে। পরিণতি হাসিনার মতো হওয়ার আগে সংশোধন হওয়ার অনুরোধ জানাচ্ছি

হায়রে আমলীগ ৫ ই আগস্টের পরেও তোরা ঠিক হলি না, তোরা ভালো হয়ে যা।
02/02/2025

হায়রে আমলীগ ৫ ই আগস্টের পরেও তোরা ঠিক হলি না, তোরা ভালো হয়ে যা।

কারন ঈদের পরে দেশে গনআন্দোলন শুরু করা লাগবে তাই।
02/02/2025

কারন ঈদের পরে দেশে গনআন্দোলন শুরু করা লাগবে তাই।

জিয়ার সৈনিক, খু"'*ন করে দৈনিক। জিয়ার সৈনিক, এক হও খু"'ন করো
02/02/2025

জিয়ার সৈনিক, খু"'*ন করে দৈনিক। জিয়ার সৈনিক, এক হও খু"'ন করো

এটাই সেই ঐতিহাসিক বালুর ট্রাক।এই বালুর ট্রাক সম্পর্কে আপনি কিছু বলে যান।
01/02/2025

এটাই সেই ঐতিহাসিক বালুর ট্রাক।

এই বালুর ট্রাক সম্পর্কে আপনি কিছু বলে যান।

চট্টগ্রাম নেভী কনভেনশন হল থেকে গ্রেফতারকৃত আওয়ামী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্...
01/02/2025

চট্টগ্রাম নেভী কনভেনশন হল থেকে গ্রেফতারকৃত আওয়ামী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ।

01/02/2025

আজ চট্টগ্রামে লীগের সন্ত্রা*সীদের যারা ছেড়ে দিয়েছে সেইসব প্রশাসনকে আইনের আওতায় আনতে হবে।

01/02/2025

চট্টগ্রামে ছাত্রদের হাতে গ্রেফতার হওয়া আওয়ামীলীগ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

🕛 সময় : রাত ১ টা (বর্তমান হচ্ছে)
📍 স্থান: আগ্রাবাদ (আখতারুজ্জামান সেন্টার)
আশপাশের সকলে চলে আসুন।

মা তার সন্তানকে শিবিরের সমর্থক ফরম পূরণ করাতে নিয়ে আসছে 🥰স্থান : সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা।
01/02/2025

মা তার সন্তানকে শিবিরের সমর্থক ফরম পূরণ করাতে নিয়ে আসছে 🥰

স্থান : সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা।

রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য হবে দেশ, দেশের জনগণ, দেশ ও দেশের মানুষকে ভালো রাখার বিষয়ে।-তারেক রহমান০১ ফেব্রুয়ারি ২০...
01/02/2025

রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য হবে দেশ, দেশের জনগণ, দেশ ও দেশের মানুষকে ভালো রাখার বিষয়ে।

-তারেক রহমান
০১ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভা'র'তে আশ্রয় নেয় শেখ হাসিনা। ফ্যা'সি'বা'দের দো'স'রদের বিরুদ্ধে রাজধানীর ৫০টি থা...
01/02/2025

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভা'র'তে আশ্রয় নেয় শেখ হাসিনা। ফ্যা'সি'বা'দের দো'স'রদের বিরুদ্ধে রাজধানীর ৫০টি থানায় অসংখ্য মামলা হয়েছে। এর মধ্যে ২২৫টিকে বিশেষ মামলা হিসাবে বিবেচনায় নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব মামলায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষপর্যায়ের নেতা, সাবেক-বর্তমান আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎকালীন পদস্থ কর্মকর্তা, বিতর্কিত ব্যবসায়ীসহ ভিআইপিদের আসামি করা হয়েছে। হেভিওয়েটদের পাশাপাশি প্রতিটি মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিদের অনেকেই গ্রেফতার হয়েছেন। কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছেন তারা।

বিশেষ মামলাগুলোর মধ্য থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন ৫৭২ জন। এসব মামলাসংক্রান্ত এক প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। এ প্রতিবেদনটি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিশেষ মামলাগুলোয় শেখ হাসিনা সরকারের স্থানীয় নেতাকর্মীরা নিয়মিতভাবে জামিন পাচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে একপর্যায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বড় বড় নেতাও জামিন পেয়ে যাবেন। এতে মৃত্যু ঘটবে জুলাই-আগস্ট বিপ্লব আদর্শের। ইতোমধ্যে এর নমুনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি মুক্তি পেতে শুরু করেছেন বড় নেতারাও। ছোটদের রেফারেন্সের জেরে যেসব বড় নেতা এবং স্পর্শকাতর মামলার আসামি গত কয়েক মাসে ছাড়া পেয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-সাবেক হুইপ আ স ম ফিরোজ, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, সচিবালয় ঘেরাওয়ে অংশ নেওয়া অন্তত ১০ আনসার সদস্য, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেন (এনডিসি), ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তাফা ও তার স্ত্রী রোকেয়া জামাল, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী ও সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাদিউজ্জামান রাতুল প্রমুখ।

জানতে চাইলে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা প্রতিটি মামলার আসামিদের জামিনের শতভাগ বিরোধিতা করছি। আমার অবস্থান জিরো টলারেন্স (শূন্যসহিষ্ণুতা)। ফ্যাসিস্ট সরকারের কোনো সহযোগী জামিন পেতে পারে না। তবে বিষয়টি নির্ভর করে জজদের ওপর। তারপরও বলেছি, কেউ জামিন চাইলে যেন আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়।

ফারুকী বলেন, জামিনের ক্ষেত্রে বয়স, নারী, তদন্ত কর্মকর্তার (আইও) রিপোর্ট, তদবির, অসুস্থতা, দলীয় পরিচয় প্রভৃতি বিবেচনা করা হয়। অনেক সময় তদন্ত কর্মকর্তার সঙ্গে আসামিদের সমঝোতা হয়ে যায়। তখন তদন্ত কর্মকর্তা সাদামাটা প্রতিবেদন জমা দেন। এতে আসামির জামিন লাভ সহজ হয়। অনেক সময় আইনজীবীরা কাগজ বানিয়ে নিয়ে আসে যে, আসামি জামায়াত-বিএনপির লোক। কখনো এডিট করা ছবি আদালতে হাজির করে বলা হয়, আসামি বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে ছিলেন। এসব বিষয়ে আমি প্রসিকিউশনের পক্ষ থেকে জোরালোভাবে সব সময় বলে আসছি। বিভিন্ন মিটিংয়েও জজদের সামনে তুলে ধরেছি। গত শনিবারের মিটিংয়েও বলেছি। অনেক সময় জজ সাহেবরা প্রশ্ন করেন, ‘আপনারা কি ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের মতো সবাইকে আটকিয়ে রাখবেন?’

বিভিন্ন জায়গা থেকে তদবিরের কারণেও আসামিরা জামিন পাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা শ্যোন অ্যারেস্টও করাচ্ছি। বিষয়টি নিয়ে কী যে বিপদে আছি, বলতে পারছি না। আরও বলেন, জামিন চাওয়ার ক্ষেত্রে অনেক সময় আসামির দলীয় পদ-পদবি উল্লেখ করা হয় না। কেবল নাম-ঠিকানা উল্লেখ করা হয়। এক্ষেত্রে আসামি সম্পর্কে সঠিক তথ্য জানা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, মাঠ পর্যায়ে ফ্যাসিস্টের যেসব সহযোগী অপকর্ম করেছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট মামলা হচ্ছে না। অপরদিকে গ্রেফতার ব্যক্তিরা জামিন পেয়ে যাচ্ছেন। যে কারণে সারা দেশে তারা জেগে উঠছেন। জামিনের সময় কেউ বলছেন, ক্যানসারের রোগী, কেউ বলছেন ফুসফুসে সমস্যা, আবার কেউ বলছেন বয়সের ভারে তারা আক্রান্ত। কিন্তু বাস্তব অবস্থা এমন না। অন্দোলনকারীদের বিপক্ষে তারা ঠিকই মাঠে ছিলেন।

যুগান্তর/০১ ফেব্রুয়ারি ২০২৫

Address

Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাতকানিয়ার মজলুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category