অংকুর গেমিং

অংকুর গেমিং Hi, this is Amazing Experiment gta 5 . I am a gta 5 streamer. Welcome to my Gaming world. Problem solve kore Nibo
(1)

If you are a game lover, then follow my page and support me.
আমার পোস্টের কারণে কারো কোন অভিযোগ থাকলে মেসেজ দিন !!

গা'জার একজন বাবা ছবিটা পোস্ট করে লেখেন: দেখো রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেল...
01/08/2025

গা'জার একজন বাবা ছবিটা পোস্ট করে লেখেন:
দেখো রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেলে।
যুদ্ধের আগে বাচ্চারা খেতে না চাইলে বকা দিতাম, মারতাম আর এখন খেতে চাইলে মারি!

ওহে বিশ্ববাসী, তোমরা কেউ বাবা হয়েছো? তোমরা কী জানো সন্তানের মুখের খাবার ছিনিয়ে নেয়ার যন্ত্রণা কেমন হয়!?

 #একটা_ছোট_ভুল       #একটা_পরিবার_শেষরাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্...
28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন।।

ওনার পেইজ হেক করে পোস্ট টা করা হয়ে ছিল, টেকনিক্যাল Problem এর জন্য আন্তরিক  ভাবে দুঃখিত 🤨🤨
23/07/2025

ওনার পেইজ হেক করে পোস্ট টা করা হয়ে ছিল, টেকনিক্যাল Problem এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত 🤨🤨

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।
একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?
প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...
কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?
এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।
দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।
আজই এখনই

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যু**দ্ধ**বিমান বি-ধ্ব--স্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্য...
21/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যু**দ্ধ**বিমান বি-ধ্ব--স্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম। তিনি মৃ-ত্যু-ব-র-ণ করছেন।

চেলসি জিতেছে 🤩৯০ মিনিট শেষে কোল পালমারের জোড়া গোল ১ অ্যাসিস্ট এবং জন পেড্রোর ১ গোলে চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএস...
13/07/2025

চেলসি জিতেছে 🤩
৯০ মিনিট শেষে কোল পালমারের জোড়া গোল ১ অ্যাসিস্ট এবং জন পেড্রোর ১ গোলে চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে পরাজিত করে।
চেলসি এমন করেছে যা কেউ কল্পনাও করতে
পারেনি, অভিনন্দন চেলসি! 🏆

সবাই মিলে এই পাথরটির একটা নাম দিন।
12/07/2025

সবাই মিলে এই পাথরটির একটা নাম দিন।

"এই নি/ষ্পা/প বা/চ্চাগুলোর কি শান্তনা দেবে এই নিষ্ঠুর সমাজ?"
12/07/2025

"এই নি/ষ্পা/প বা/চ্চাগুলোর কি শান্তনা দেবে এই নিষ্ঠুর সমাজ?"

নিহ/ত সোহাগের স্ত্রী ও স্বজনদের অভিযোগ মাহিনসহ এজাহারভুক্ত আসা/মিরা মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সোহাগ আসা/মিদের দ...
12/07/2025

নিহ/ত সোহাগের স্ত্রী ও স্বজনদের অভিযোগ মাহিনসহ এজাহারভুক্ত আসা/মিরা মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সোহাগ আসা/মিদের দাবি করা চাঁদা না দেওয়ায়, পরিকল্পিতভাবে মুঠোফোনে দোকানে ডেকে নিয়ে এসে মা/রধর করে ও চেয়ার দিয়ে পিটিয়ে আহ/ত করে। পরে তাকে প্রকাশ্যে রাস্তার ওপরে পাথর দিয়ে আঘাত করে হ/ত্যা করা হয়েছে 💔

তারপর লাশরে মাঝখানে রেখে তামাশা করছে।আর সবগুলো পাবলিক দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর ভিডিও করছে 😅

ধীক্কার জানাই এই নরপশুদের  দ্রুত আইনের আওয়াতায় আনা হোক এই খু*নিদের।এমন বাংলাদেশ আমরা চাই না।
11/07/2025

ধীক্কার জানাই এই নরপশুদের
দ্রুত আইনের আওয়াতায় আনা হোক এই খু*নিদের।
এমন বাংলাদেশ আমরা চাই না।

স্যালুট তোমাকে বোন👍💝💝‎ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলাম ...
06/07/2025

স্যালুট তোমাকে বোন👍💝💝
‎ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলাম এবং তার স্ত্রী।
‎কিছুদিন আগে মেয়েটি জানতে পারে স্বামীর উভয় কিডনীই বিকল। দ্রুত কিডনী প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব হবে না তার স্বামীকে। কিডনী ক্রয়ের মতো আর্থিক অবস্থাও নেই তাদের।
‎ভাগ্য তাদের দাঁড় করায় কঠিন বাস্তবতার মুখোমুখি। ডাক্তার জানালো স্বামী-স্ত্রীর সবকিছু মিলে গেছে। চাইলে স্ত্রী একটি কিডনী দান করতে পারবেন স্বামী রাশিদুলকে। এভাবেই হয়তো উপরওলার সহায় থাকলে বেঁচে যেতে পারে রাশিদুলের প্রাণ।
‎তিনি (স্ত্রী) পিছপা হননি, হাসিমুখে নিজের একটি কিডনী স্বামীকে দান করে দিলেন। তাদের কিডনী প্রতিস্থাপনের অপারেশনটিও সফলভাবে সম্পন্ন হয়।🥰🥰
‎অপারেশন শেষে স্ত্রীর হাসিমাখা মুখটাই বলে দিচ্ছে কতোটা সন্তুষ্ট তিনি তার স্বামীর প্রতি, তার অনুভূতিটা কেমন।😊😊
‎বর্তমান সময়ে তুচ্ছ ঘটনায় যেখানে দাম্পত্য সম্পর্কের ইতি টানতে অনেকেই দ্বিধাবোধ করে না, সেখানে রাশিদুল দম্পতি অবশ্যই অনুকরণীয় হয়ে থাকবে। শুভ কামনা রইলো তাঁদের জন্য!🫶🫶

Address

Satkania, Kanchana, Chittagog
Satkania
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when অংকুর গেমিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share