
01/08/2025
গা'জার একজন বাবা ছবিটা পোস্ট করে লেখেন:
দেখো রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেলে।
যুদ্ধের আগে বাচ্চারা খেতে না চাইলে বকা দিতাম, মারতাম আর এখন খেতে চাইলে মারি!
ওহে বিশ্ববাসী, তোমরা কেউ বাবা হয়েছো? তোমরা কী জানো সন্তানের মুখের খাবার ছিনিয়ে নেয়ার যন্ত্রণা কেমন হয়!?