Satkania Press Club - সাতকানিয়া প্রেসক্লাব

Satkania Press Club - সাতকানিয়া প্রেসক্লাব সাতকানিয়া প্রেসক্লাব ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় ।

সাতকানিয়া প্রেসক্লাবের স্বপ্নদ্রষ্টা ছিলেন সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল । জমিদাতা মরহুম আলহাজ্ব আহমদ কবির চৌধুরী । প্রতিষ্ঠাতা সৈয়দ মাহফুজ উন নবী খোকন । সাতকানিয়া প্রেসক্লাব নিজস্ব জমিতে নিজস্ব ভবন নির্মাণ করেছে । সাতকানিয়া প্রেসক্লাব সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ,বৃক্ষরোপন অভিযান ,ইফতার পার্টি ,শীতবস্ত্র বিতরণ .খেলাধুলা সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সফলতার সাথে ।

18/07/2025
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও  তারই আপনভাই              সাংবাদিক জাহাঙ্গীর স্মৃতিকথা   ------------------------------------...
10/07/2025

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারই আপনভাই সাংবাদিক জাহাঙ্গীর স্মৃতিকথা ------------------------------------------------------------------নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনূস ও সাংবাদিক প্রিয় জাহাঙ্গীর ভাইকে যেভাবে দেখেছি যে, সদা হাস্যজ্জ্বল সহজ সরল প্রকৃতির মানুষ। স্বাধীনতার পর থেকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার পরিচয় ও আত্মার সম্পর্ক গড়ে উঠে । ড. মোহাম্মদ ইউনূস ও জাহাঙ্গীরভাই চট্টগ্রামেরই কৃর্তি সন্তান এবংড. মোহাম্মদ ইউনূস ও সাংবাদিক জাহাঙ্গীর উনারা দুজনেই আপন ভাই । জাহাঙ্গীর ভাই অধুনালুপ্ত জাতীয় দৈনিক " দৈনিক বাংলা " সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্র পত্রিকায়, তংকালিন রেডিও বাংলাদেশ ও টেলিভিশনে পেশাগত দায়িত্ব পালন করেছেন । জাহাঙ্গীর ভাই বাংলাদেশ প্রেস ইনইষ্টিটিউ এর একজন প্রশিক্ষক ছিলেন। জাতীয় ও স্হানীয় পত্র পত্রিকা টিভি চ্যানেল গুলোর সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সাংবাদিকদের মান্নোয়নে অবদান রেখে গেছেন । ঢাকায় বাংলাদেশ প্রেস ইনইষ্টিটিউটে দেশের প্রায় তিরিশ জন সাংবাদিকদের প্রশিক্ষণে অন্যান্যদের সাথে আমি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি দৈনিক আজাদীর সাংবাদিক পরবর্তী কালে বিটিবির উপস্হাপক এবং সিভয়েজ এর এডিটর ছিলেন সাংবাদিক নাসিরুল হক, দৈনিক বাংলার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক জাহিদুল করিম কচি ভাই, দৈনিক সংবাদ চট্টগ্রাম প্রতিনিধি ও পরবর্তী দৈনিক পূর্বকোণ এর সিনিয়র সাংবাদিক স ম কামরুল ইসলাম একসাথে এ প্রশিক্ষণে ছিলাম। একদিন ড. মোহাম্মদ ইউনূস আসলেন প্রেস ইনষ্টিটিউট ( পিআইবি) ভবনে। আমাদের একসাথেই সকালে চা নাস্তা করলেন। ড. ইউনূস সাহেবের প্রতিষ্টিত গ্রামিন ব্যাংক এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে নিয়ে যাওয়া হলো টাঙ্গাইলের মির্জাপুরে। প্রথমে টাঙ্গাইলের ধান গবেষণা ইনইষ্টিটিউট পরিদর্শন করানো হলো। এটি সরকারের কৃষি উন্নয়নে গবেষণা ইনস্টিটিউট । এখানে নতুন নতুন ধান উদ্ভাবন সহ কৃষি জমিতে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় তার উপরে চলে ব্যাপক গবেষণা । বিশাল বিশাল গবেষণাগার । চমৎকার সুন্দর ভবনগুলো এবং কৃষি জমিতে গবেষণা চালানোর সুযোগ সুবিধা রয়েছে । ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা টাঙ্গাইল সার্কিট হাউসে পৌঁছলাম। সার্কিট হাউসে পৌঁছে দেখলাম পাশে মহান মুক্তিযুদ্ধের বীর কাদের সিদ্দিকীর ভাস ভবন। সময় ছিলনা তাই সার্কিট হাউসে ফিরে দুপুরের আহার শেষ করে নিয়ে যাওয়া হলো গ্রামিণ ব্যাংকের প্রথমিকে শুরু করা কর্মকান্ড পরিদর্শনে জামুর্কি ইউনিয়নে। গ্রাম গুলো পরিদর্শন করে গেলাম সন্তোষ নির্লোভ রাজনীতিবিদ স্বদেশ প্রেমিক মৌলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জেয়ারত করলাম। এতোবড় মাপের একজন মানুষ যিনি থাকতেন সামান্য কুড়েঁ ঘরে। তখন জাহাঙ্গীর ভাই ও তার আপন ভাই ড.মুহাম্মদ ইউনূস সহ পিআইবি'র কর্মকর্তারাও ছিলেন। প্রশিক্ষণ শেষে এ ভ্রমণটি ছিল অনুসন্ধানী আনন্দদায়ক। আমাদের সাথে এ প্রশিক্ষণে অংশ নেয়া নোয়াখালী মাইজদির সাংবাদিক বন্ধু দৈনিক বাংলার কামালউদ্দিন আহমদ, লক্ষীপুরের দৈনিক বাংলার রফিকভাই, সিলেটের আবদুল মালিক ভাই, কুমিল্লার দৈনিক বাংলাও বাংলাদেশ টেলিভিশন এর আমার বন্ধু কবি আলী হোসেন ( আলী হোসেনের পুত্র রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ওপপ কর্মকর্তা মিরাজ চৌধুরী পরে কুমিল্লায়), ফেনীর নুরুল ইসলাম, আবুল কাশেম আজাদ চৌধুরী, মাহফুজুল হক,আবু তাহের, কক্সবাজার এর বদিউল আলমসহ অনেকে। । একদিন আমি বরিশালের সাংবাদিক বদিউর রহমান ভাইয়ের ঢাকায় কলাবাগান বাসভবনে যাচ্ছিলাম। যাবার পথে দেখা হলো জাহাঙ্গীর ভাই এর সাথে। তিনি তখন রিকশায় যাচ্ছিলেন। আমাকে দেখে উনার রিক্সা থামিয়ে আমাকে ডাক দিলেন। জিজ্ঞেসা করলেন আমি কোথায় যাচ্ছি । বললাম সাংবাদিক বদিউর রহমান এর বাসায়। কৌশলাদি জিঙ্গাসা করে বললেন আমি ( জাহাঙ্গীর ভাই) টেলিভিশনে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে লেট নিউজে পড়তে । রাত দশটার ইংরেজি সংবাদ পড়তে। কত বিনয়ের সাথে অনুরোধ করলেন যেন উনার বাসায় যাই। জাহাঙ্গীরভাই বললেন " মাহফুজভাই আমার বাসায় আসলে সত্যি খুশী হবো" । সব সময় উনাকে দেখেছি হাসি-খুশিভরা মনে খুবই আন্তরিকতা দিয়ে কথা বলতেন। আজো ভূলতে পারিনি। মহান আল্লাহ আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

-------------    শোক  সংবাদ   -------------                                                            সাতকানিয়ার কৃর্তি...
03/07/2025

------------- শোক সংবাদ ------------- সাতকানিয়ার কৃর্তি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি'র চেয়ারম্যান, চট্টগ্রাম সমিতি-ঢাকা'র সাবেক সভাপতি, ঢাকাস্থ সাতকানিয়া লোহাগাড়া সমিতির সাবেক সভাপতি,সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের সন্তান, জনাব আবদুল করিম (প্রকাশ করিম সাহেব) ঢাকাস্থ ধানমন্ডি গ্রীন লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন! (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের এ কৃর্তি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব গুণিজন জনাব আবদুল করিম এর মৃত্যুতে সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ঢাকাস্থ সাতকানিয়া -লোহাগাড়া সমিতির আজীবন সদস্য ও চট্টগ্রামস্হ সাতকানিয়া সমিতির আজীবন সদস্য সৈয়দ মাহফুজ-উননবী খোকন শোক প্রকাশ করেছেন ।
মরহুম আবদুল করিম ছিলেন অত্যান্ত সং নিষ্ঠাবান দায়িত্বশীল সুদক্ষ একজন ভালো মানুষ ছিলেন। এমন একজন গুণিজন সবার শ্রদ্ধার ব্যাক্তিত্বকে হারিয়েছেন সাতকানিয়াবাসী। তাঁর মৃত্যুতে আমি শোকাভিভূত হয়েছি।
আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

সাতকানিয়া প্রেসক্লাব এর ইফতার মাহফিলের একাংশ
18/06/2025

সাতকানিয়া প্রেসক্লাব এর ইফতার মাহফিলের একাংশ

দক্ষিণ চট্টগ্রাম এর সাংবাদিকদের জন্য সাতকানিয়া প্রেসক্লাবের ব্যবস্হাপনায় PRESS INSTITUTE of Bangladesh (Pib) এর উদ্দ্যেগ...
18/06/2025

দক্ষিণ চট্টগ্রাম এর সাংবাদিকদের জন্য সাতকানিয়া প্রেসক্লাবের ব্যবস্হাপনায় PRESS INSTITUTE of Bangladesh (Pib) এর উদ্দ্যেগে আয়োজিত কর্মশালার একাংশ । ঢাকা থেকে আসা পিআইবি'র মহা পরিচালক জনাব শাহ আলমগীর বক্তব্য রাখছেন ।

সাতকানিয়া প্রেসক্লাব ভবনে সমগ্র দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকদের জন্য Press Institute of Bangladesh (Pib)কর্তৃক বুনিয়াদি ক...
18/06/2025

সাতকানিয়া প্রেসক্লাব ভবনে সমগ্র দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকদের জন্য Press Institute of Bangladesh (Pib)কর্তৃক বুনিয়াদি কর্মশালা শেষে প্রেসক্লাব ভবনের সামনে কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকদের একাংশ ।

সাতকানিয়া প্রেসক্লাব এর নিজস্ব ১০শতক জমির উপর  নির্মিত সাতকানিয়া প্রেসক্লাব ভবনের দেয়াল খোঁদাই করে পাথর স্টোন স্থাপিত হয়...
18/06/2025

সাতকানিয়া প্রেসক্লাব এর নিজস্ব ১০শতক জমির উপর নির্মিত সাতকানিয়া প্রেসক্লাব ভবনের দেয়াল খোঁদাই করে পাথর স্টোন স্থাপিত হয়েছে বহু বছর আগে ।

নিচে স্কীনে দেয়া এই দুটি ফেসবুক আইডি একেবারেই ভূয়া ফঁ্যাক আইডি।  সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে নিচে স্কীনে দেয়া ...
15/06/2025

নিচে স্কীনে দেয়া এই দুটি ফেসবুক আইডি একেবারেই ভূয়া ফঁ্যাক আইডি। সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে নিচে স্কীনে দেয়া এই দুটি ফেসবুক আইডি " সাতকানিয়া প্রেসক্লাবে আইডি নয়"।
এই দুটি ভূয়া ফেসবুক ফ্যাঁক আইডি। এখানে কোন কেউ বিজ্ঞাপন, লাইক শেয়ার বা কোন ধরনের পোষ্ট না দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।

সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে নিচে স্কীনে দেয়া এটি সাতকানিয়া প্রেসক্লাবে আইডি নয়। এটি ফ্যাঁক আইডি। এখানে কোন লাই...
15/06/2025

সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে
নিচে স্কীনে দেয়া এটি সাতকানিয়া প্রেসক্লাবে আইডি নয়।
এটি ফ্যাঁক আইডি। এখানে কোন লাইক শেয়ার বা কোন ধরনের পোষ্ট না দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।

📍জরুরী সতর্কতা: আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ...
11/06/2025

📍জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।

✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।

✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

Address

Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satkania Press Club - সাতকানিয়া প্রেসক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share