10/07/2025
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারই আপনভাই সাংবাদিক জাহাঙ্গীর স্মৃতিকথা ------------------------------------------------------------------নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনূস ও সাংবাদিক প্রিয় জাহাঙ্গীর ভাইকে যেভাবে দেখেছি যে, সদা হাস্যজ্জ্বল সহজ সরল প্রকৃতির মানুষ। স্বাধীনতার পর থেকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার পরিচয় ও আত্মার সম্পর্ক গড়ে উঠে । ড. মোহাম্মদ ইউনূস ও জাহাঙ্গীরভাই চট্টগ্রামেরই কৃর্তি সন্তান এবংড. মোহাম্মদ ইউনূস ও সাংবাদিক জাহাঙ্গীর উনারা দুজনেই আপন ভাই । জাহাঙ্গীর ভাই অধুনালুপ্ত জাতীয় দৈনিক " দৈনিক বাংলা " সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্র পত্রিকায়, তংকালিন রেডিও বাংলাদেশ ও টেলিভিশনে পেশাগত দায়িত্ব পালন করেছেন । জাহাঙ্গীর ভাই বাংলাদেশ প্রেস ইনইষ্টিটিউ এর একজন প্রশিক্ষক ছিলেন। জাতীয় ও স্হানীয় পত্র পত্রিকা টিভি চ্যানেল গুলোর সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সাংবাদিকদের মান্নোয়নে অবদান রেখে গেছেন । ঢাকায় বাংলাদেশ প্রেস ইনইষ্টিটিউটে দেশের প্রায় তিরিশ জন সাংবাদিকদের প্রশিক্ষণে অন্যান্যদের সাথে আমি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি দৈনিক আজাদীর সাংবাদিক পরবর্তী কালে বিটিবির উপস্হাপক এবং সিভয়েজ এর এডিটর ছিলেন সাংবাদিক নাসিরুল হক, দৈনিক বাংলার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক জাহিদুল করিম কচি ভাই, দৈনিক সংবাদ চট্টগ্রাম প্রতিনিধি ও পরবর্তী দৈনিক পূর্বকোণ এর সিনিয়র সাংবাদিক স ম কামরুল ইসলাম একসাথে এ প্রশিক্ষণে ছিলাম। একদিন ড. মোহাম্মদ ইউনূস আসলেন প্রেস ইনষ্টিটিউট ( পিআইবি) ভবনে। আমাদের একসাথেই সকালে চা নাস্তা করলেন। ড. ইউনূস সাহেবের প্রতিষ্টিত গ্রামিন ব্যাংক এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে নিয়ে যাওয়া হলো টাঙ্গাইলের মির্জাপুরে। প্রথমে টাঙ্গাইলের ধান গবেষণা ইনইষ্টিটিউট পরিদর্শন করানো হলো। এটি সরকারের কৃষি উন্নয়নে গবেষণা ইনস্টিটিউট । এখানে নতুন নতুন ধান উদ্ভাবন সহ কৃষি জমিতে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় তার উপরে চলে ব্যাপক গবেষণা । বিশাল বিশাল গবেষণাগার । চমৎকার সুন্দর ভবনগুলো এবং কৃষি জমিতে গবেষণা চালানোর সুযোগ সুবিধা রয়েছে । ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা টাঙ্গাইল সার্কিট হাউসে পৌঁছলাম। সার্কিট হাউসে পৌঁছে দেখলাম পাশে মহান মুক্তিযুদ্ধের বীর কাদের সিদ্দিকীর ভাস ভবন। সময় ছিলনা তাই সার্কিট হাউসে ফিরে দুপুরের আহার শেষ করে নিয়ে যাওয়া হলো গ্রামিণ ব্যাংকের প্রথমিকে শুরু করা কর্মকান্ড পরিদর্শনে জামুর্কি ইউনিয়নে। গ্রাম গুলো পরিদর্শন করে গেলাম সন্তোষ নির্লোভ রাজনীতিবিদ স্বদেশ প্রেমিক মৌলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জেয়ারত করলাম। এতোবড় মাপের একজন মানুষ যিনি থাকতেন সামান্য কুড়েঁ ঘরে। তখন জাহাঙ্গীর ভাই ও তার আপন ভাই ড.মুহাম্মদ ইউনূস সহ পিআইবি'র কর্মকর্তারাও ছিলেন। প্রশিক্ষণ শেষে এ ভ্রমণটি ছিল অনুসন্ধানী আনন্দদায়ক। আমাদের সাথে এ প্রশিক্ষণে অংশ নেয়া নোয়াখালী মাইজদির সাংবাদিক বন্ধু দৈনিক বাংলার কামালউদ্দিন আহমদ, লক্ষীপুরের দৈনিক বাংলার রফিকভাই, সিলেটের আবদুল মালিক ভাই, কুমিল্লার দৈনিক বাংলাও বাংলাদেশ টেলিভিশন এর আমার বন্ধু কবি আলী হোসেন ( আলী হোসেনের পুত্র রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ওপপ কর্মকর্তা মিরাজ চৌধুরী পরে কুমিল্লায়), ফেনীর নুরুল ইসলাম, আবুল কাশেম আজাদ চৌধুরী, মাহফুজুল হক,আবু তাহের, কক্সবাজার এর বদিউল আলমসহ অনেকে। । একদিন আমি বরিশালের সাংবাদিক বদিউর রহমান ভাইয়ের ঢাকায় কলাবাগান বাসভবনে যাচ্ছিলাম। যাবার পথে দেখা হলো জাহাঙ্গীর ভাই এর সাথে। তিনি তখন রিকশায় যাচ্ছিলেন। আমাকে দেখে উনার রিক্সা থামিয়ে আমাকে ডাক দিলেন। জিজ্ঞেসা করলেন আমি কোথায় যাচ্ছি । বললাম সাংবাদিক বদিউর রহমান এর বাসায়। কৌশলাদি জিঙ্গাসা করে বললেন আমি ( জাহাঙ্গীর ভাই) টেলিভিশনে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে লেট নিউজে পড়তে । রাত দশটার ইংরেজি সংবাদ পড়তে। কত বিনয়ের সাথে অনুরোধ করলেন যেন উনার বাসায় যাই। জাহাঙ্গীরভাই বললেন " মাহফুজভাই আমার বাসায় আসলে সত্যি খুশী হবো" । সব সময় উনাকে দেখেছি হাসি-খুশিভরা মনে খুবই আন্তরিকতা দিয়ে কথা বলতেন। আজো ভূলতে পারিনি। মহান আল্লাহ আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।