
08/02/2025
🔴 আপনি মানেন বা না মানেন এই আসরের Chittagong Kings দলটি এখন পর্যন্ত BPL ইতিহাসের সেরা দল!
অনেকে এই কথা শুনে হাসবেন বা বলবেন চট্টগ্রামের মানুষ তাই এ কথা বলছি কিন্তু আপনি ক্রিকেটের সেন্স দিয়ে চিন্তা করলে দেখবেন এই Chittagong Kings এমন একটা দল যে দলে ছিলো না কোনো Global Star নেই, ছিলো না কোনো দেশী Star Player তারপরও 2nd Position থেকে গ্রুপ পর্ব শেষ করলো এবং ফাইনালেও গেলো। Final-এ Fortune Barishal এর মতো Star সমৃদ্ধ দলকে রীতিমতো নাকানিচুাবানী খাইয়েছে ম্যাচ জিত্তে। এই দলের কাউকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই এই দলের সবাই Global Star অন্তত আমার কাছে। এই দলের ১১ জন প্লেয়ারই তাদের সর্বোচ্চটা দিয়েই প্রতি ম্যাচ খেলেছে। আপনি বেশি না Rangpur Riders এর দিকে তাকালেই বুঝবেন Star Player দিয়ে দল সাজালেই ফাইনলা খেলা যায় না।
আমার কাছে Chittagong Kings এর এই দলটিই এখন পর্যন্ত বিপিএল ইতিহাসের সেরা দল হয়ে থাকবে।....💝