
28/06/2025
৮ নং #ঢেমশা_ইউনিয়নের_ভারপ্রাপ্ত_চেয়ারম্যান_হিসেবে_ইয়াবা_ব্যবসায়ী_আবু_তাহেরের_নিয়োগে_জনমনে_ক্ষোভ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮ নং ঢেমশা ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এক বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে পরিচিত #আবু_তাহের নামক এক ব্যক্তি, যিনি বিগত আওয়ামী লীগ শাসনামলে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে এলাকায় কুখ্যাতি অর্জন করেছিলেন, তাকেই বর্তমানে ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যানের পদে বসানো হয়েছে।
জনসাধারণের অভিযোগ, পাঁচই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর, আবু তাহের প্রভাবশালী মহলের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। ৮ নং ঢেমশা ইউনিয়ন জামায়াত শাখার সভাপতি #নিজাম_উদ্দিন ও সেক্রেটারি #হোসাইন_আল_শিহাব_জাবেদের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান #রিমনকে সরিয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিজেকে স্থাপন করান আবু তাহের। এ সিদ্ধান্তে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন ৮নং ঢেমসা ইউনিয়নের সভাপতি হোসাইন আল শিহাব জাবেদ।
উল্লেখ্য, আবু তাহেরের বিরুদ্ধে #ইয়াবা ব্যবসা এবং একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়দের মতে, এরকম একজন অভিযুক্তকে নেতৃত্বের আসনে বসানো নৈতিক এবং রাজনৈতিকভাবে গর্হিত কাজ। জনগণ মনে করে, এই নিয়োগ ফ্যাসিবাদের একটি নতুন রূপ, যা ইনসাফভিত্তিক রাজনীতির বিপরীত।
ঢেমশা ইউনিয়নের সচেতন জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, "ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক রাজনীতির আশায় ছিলাম। কিন্তু যদি ইয়াবা ব্যবসায়ীই নেতা হয়, তাহলে ফ্যাসিবাদ আবার নতুন রূপে ফিরে আসবে।
#জনগণের_দাবি
জনগণ স্পষ্টভাবে জানিয়েছেন যে, অবিলম্বে ইয়াবা ব্যবসায়ী আবু তাহেরকে ইউনিয়ন চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে, সৎ, নিষ্ঠাবান, ইনসাফভিত্তিক এবং জনগণের আস্থাভাজন একজন প্রতিনিধিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হোক।