12/12/2025
ভদ্রমহিলার কথা শুনলাম...
উনার ৩ সন্তান। ৭/৯ বছর, ২ বছর আর ৩ মাস...
উনি মাঠে ট্রলি উল্টিয়ে যাওয়া দেখতে যাচ্ছিলেন ছোট দুই বাচ্চাকে দুই কোলে নিয়ে।
পথে উনার ডানা ব্যাথা হয়ে গেলে দুই বছরের বাচ্চাটা কে নামিয়ে হাঁটতে বলেন।
এই পর্যন্ত ওকে...
সে একটা বাচ্চা নিয়ে আগে আগে হাঁটছিলো, আর এই বাচ্চাটা পিছনে পিছনে।
মা গর্ত পার হয়ে গেছে, খেয়াল করেনি।
বাচ্চা গর্তে পরে গেছে সে বুঝতেও পারেনি। এখনকার আপডেট অনুযায়ী ১৫০-২০০ ফুট গভীর গর্তে বাচ্চা পরে চিৎকার করার পরে বুঝেছে।
ভেবেছে পুকুরে পরেছে।
তারমানে পাশে পুকুর ও আছে!
⛔আমি সত্যি কোনও কিছু হলেই মায়ের দোষ খোঁজা মানুষ না।
কিন্তু এখানে আমার কেন যেন মনে হচ্ছে এই মা যথেষ্ট পরিমাণে দায়িত্ব জ্ঞানহীন। (সে হয়তো ইচ্ছাকৃত এমন করেনি। )
মানে...
প্রথমত তোমার এতটুকুন দুইটা বাচ্চা নিয়ে ট্রলি উদ্ধার করার ইচ্ছা পেলে কোথায়!
আচ্ছা, পায়লা ভালো কথা... তার আগেই ড্যানা ব্যাথা ও হয়ে গেলো, বাচ্চা নামিয়ে ও দিলো কোল থেকে... ,ওকে।
কিন্তু বাচ্চার হাতটা ধরতে তোহ ড্যানা ব্যাথা হতো না!
সে নিজেই বলছে যে, মনে করেছে পুকুরে পড়ে গেছে। তারমানে মহিলা গর্ত চোখে না দেখলেও পুকুর তোহ দেখেছে! যে গর্ত করে এভাবে রেখে দিয়েছে সে তো এক অপরাধী.. কিন্তু গর্তে না পরে বাচ্চা টা পুকুরে ও পরতে পারতো। কুকুর শেয়ালে টেনে ও নিয়ে যেতে পারতো...
কোনও মা-বাচ্চা নিয়ে কথা বলতে গেলেই মানুষ বলে "মায়ের চেয়ে মাসির দরদ বেশি"। কিন্তু সত্যি করে শুধু জন্ম দিয়ে মা হয়ে যাওয়া এই মানুষ গুলোর দরদ আসলে কতটা... তা ভাবাচ্ছে....