06/04/2025
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং একাধিকবার নির্বাচিত সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও বারের স্মরণ সভা অনুষ্ঠিত হবে আজ রবিবার।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল ইসলাম জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে দায়রা জজ আদালতের এজলাস কক্ষে সকল বিচারকের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স এবং দুপুর সাড়ে ১২টায় সমিতির হল রুমে সভাপতি এড. এম, শাহ আলমের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
জানাযায়, মরহুম এড. মো. ইউনুস আলী ব্রেন স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৩১ মার্চ বিকাল ৩টায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম এড. ইউনুস আলী ১৯৮৭ সালের ২৬অক্টোবর আইনজীবী হিসেবে সনদ লাভের পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন। তাঁর স্ত্রী এড. সুলতানা পারভীন (শিখা) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা। বড় কন্যা ফ্রাহিম মারজান স্কুল শিক্ষক এবং পুত্র সাদাত আল কাবিজু মেরিন ইঞ্জিনিয়ার।
মরহুম ইউনুস আলী মুক্তিযুদ্ধের সময় দশম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, খুলনা সিটি কলেজ থেকে ডিগ্রি এবং পরবর্তীতে এল-এল,বি পাশ করেন। ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ১৯৭০ এর নির্বাচনে সরব ভূমিকা পালন করেন তিনি। ১৯৭১ সালের ১৩এপ্রিল তিনি ভারতের টাকি যান এবং সেখান থেকে আসামের হাফলং এ ট্রেনিং নেন। তিনি ৯ নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার আব্দুল জলিল এবং সাব কমান্ডার শাহজাহান মাস্টারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন।
মরহুম এড. ইউনুস আলী সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড়স্থ মধুমল্লারডাংগী এলাকায় বসবাস করতেন। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ সরদারের পুত্র। তার ভাই হাফেজ রবিউল বাশার সাতক্ষীরা জেলা জানায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একাধিক আইনজীবী পত্রদূতকে জানান, এড. মো. ইউনুস আলী সাতক্ষীরা বারের সর্বশেষ আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁরা আরও জানান, তিনি সমিতির বিগত তিন বছরের সংকট নিরসনে একটি নির্বাচিত কমিটির হাতে বারের দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক ভাবে সহযোগিতা করেছিলেন।
মরহুমের মৃত্যুতে বিচার বিভাগ, সাতক্ষীরা এবং জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বদিউজ্জামান: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং একাধিকবার নির্বাচিত সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও .....