সাতক্ষীরা পরিবার-Satkhira Poribar

সাতক্ষীরা পরিবার-Satkhira Poribar দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ব্যক্তিদের এই পেইজে স্বাগতম।

28/04/2025
সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরার গর্ব।আমাদের সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দত্তডাঙ্গা গ্রামের কৃতিস...
20/04/2025

সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরার গর্ব।
আমাদের সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দত্তডাঙ্গা গ্রামের কৃতিসন্তান "সোহেল ইসলাম মিলু" বাংলাদেশ জাতীয় ক্রীকেট দলের স্পিন বোলিং কোচ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভকামনা।
তথ্যচিত্রঃ সংগৃহীত

ঢাকার মগবাজার এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটার দি...
12/04/2025

ঢাকার মগবাজার এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান, রামপুরা থানার ম্যাসেজ পেয়ে সদর থানার একটি টিম ভোর রাতে নিউমার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পত্রদূত ডেস্ক: ঢাকার মগবাজার এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়েছে। শন.....

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্ন সিঁড়ির নতুন সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উভয়ে...
06/04/2025

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্ন সিঁড়ির নতুন সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উভয়ের পাশাপাশি নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন।

মা বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়েছে বুদ্ধি প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম (৩৬)। দীর্ঘ ২৫দিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি ত...
06/04/2025

মা বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়েছে বুদ্ধি প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম (৩৬)। দীর্ঘ ২৫দিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার মা বাবাসহ পরিবারের সদস্যদের মাঝে চরম হতাশা ও আহাজারির সৃষ্টি হয়েছে।
বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেতে সহায়তা কামনা করে যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের দাউদ আলী মোল্লা জানান, ঈদের জামা কাপড় পছন্দ না হওয়ায় অভিমান করে বাড়ি ছেড়েছে একমাত্র ছেলে শরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১২ মার্চ সন্ধ্যার দিকে শরিফুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় গত ২৫ মার্চ শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (নং-১১২৯)।
নিখোঁজ শরিফুল ইসলামের পিতা আরও জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সে কম কথা বলে এবং প্রায়ই ইংরেজি শব্দ ব্যবহার করে। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।
বুদ্ধি প্রতিবন্ধী শরিফুল ইসলাম এর সন্ধান পেলে ০১৯২৩-৮৬১৩৫০ এবং ০১৭১১-১২৮৪ ৫২ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা দাউদ আলী মোল্লা ও মাতা রিজিয়া খাতুন।

বিশেষ প্রতিনিধি: মা বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়েছে বুদ্ধি প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম (৩৬)। দীর্ঘ ২৫দিন পেরি....

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং একাধিকবার নির্বাচিত সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউ...
06/04/2025

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং একাধিকবার নির্বাচিত সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও বারের স্মরণ সভা অনুষ্ঠিত হবে আজ রবিবার।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল ইসলাম জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে দায়রা জজ আদালতের এজলাস কক্ষে সকল বিচারকের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স এবং দুপুর সাড়ে ১২টায় সমিতির হল রুমে সভাপতি এড. এম, শাহ আলমের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

জানাযায়, মরহুম এড. মো. ইউনুস আলী ব্রেন স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৩১ মার্চ বিকাল ৩টায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম এড. ইউনুস আলী ১৯৮৭ সালের ২৬অক্টোবর আইনজীবী হিসেবে সনদ লাভের পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন। তাঁর স্ত্রী এড. সুলতানা পারভীন (শিখা) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা। বড় কন্যা ফ্রাহিম মারজান স্কুল শিক্ষক এবং পুত্র সাদাত আল কাবিজু মেরিন ইঞ্জিনিয়ার।

মরহুম ইউনুস আলী মুক্তিযুদ্ধের সময় দশম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, খুলনা সিটি কলেজ থেকে ডিগ্রি এবং পরবর্তীতে এল-এল,বি পাশ করেন। ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ১৯৭০ এর নির্বাচনে সরব ভূমিকা পালন করেন তিনি। ১৯৭১ সালের ১৩এপ্রিল তিনি ভারতের টাকি যান এবং সেখান থেকে আসামের হাফলং এ ট্রেনিং নেন। তিনি ৯ নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার আব্দুল জলিল এবং সাব কমান্ডার শাহজাহান মাস্টারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন।

মরহুম এড. ইউনুস আলী সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড়স্থ মধুমল্লারডাংগী এলাকায় বসবাস করতেন। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ সরদারের পুত্র। তার ভাই হাফেজ রবিউল বাশার সাতক্ষীরা জেলা জানায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একাধিক আইনজীবী পত্রদূতকে জানান, এড. মো. ইউনুস আলী সাতক্ষীরা বারের সর্বশেষ আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁরা আরও জানান, তিনি সমিতির বিগত তিন বছরের সংকট নিরসনে একটি নির্বাচিত কমিটির হাতে বারের দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক ভাবে সহযোগিতা করেছিলেন।

মরহুমের মৃত্যুতে বিচার বিভাগ, সাতক্ষীরা এবং জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

বদিউজ্জামান: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং একাধিকবার নির্বাচিত সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও .....

সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভেজাল দুধ তৈরির কারখানায় ভেজাল দুধ ও ঘি তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়...
06/04/2025

সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভেজাল দুধ তৈরির কারখানায় ভেজাল দুধ ও ঘি তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোমল ঘোষ (৩৮) ও দিলীপ ঘোষ (৪৩) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা দুজনই সদর উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা।
রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ৫ এপ্রিল রাত ১০টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এসআই (নিঃ) কাবেল আহমেদের নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পুরাতন গোয়ালঘরে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানকালে ওই কারখানা থেকে ২৬০ লিটার ভেজাল দুধ, ২০ লিটার ভেজাল ঘি, ১ ড্রাম ভেজাল ক্রিম, ১২ লিটার সয়াবিন তেল, সোডা ও কাস্টিকসহ ভেজাল তৈরির বিভিন্ন উপকরণ এবং একটি ব্লেন্ডার মেশিন, ওজন মেশিন ও দুধ মেশানোর যন্ত্র জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে কোমল ঘোষ ও দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভেজাল দুধ ও ঘি তৈরি করে স্থানীয় বাজার ছাড়াও মিল্ক ভিটা ও ব্র্যাকের মতো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

মো: হোসেন আলী: সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভেজাল দুধ তৈরির কারখানায় ভেজাল দুধ ও ঘি তৈরির বিভিন্.....

এসো হে বন্ধু মোর টানে, প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে এসো.............
29/03/2025

এসো হে বন্ধু মোর টানে, প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে
এসো.............

বাংলার কৃষকের জীবন শঙ্খ করাতের মতো। ফসল না হইলেও মরা, ফসলের বাম্পার ফলন হইলেও মরা।এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে কিন্তু ...
29/03/2025

বাংলার কৃষকের জীবন শঙ্খ করাতের মতো। ফসল না হইলেও মরা, ফসলের বাম্পার ফলন হইলেও মরা।
এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে কিন্তু বাজার দর নাই , বিক্রি করে উৎপাদন খরচ উঠেনা। ঋণের টাকা, সুদ পরিশোধের উপায় কি? পত্রিকার হিসাবে বিঘাপ্রতি লোকসান ৪২ হাজার টাকা।
ঋণের দায়ে, রাগে, দূ:খে, ক্ষোভে, পেঁয়াজের জমিতে যেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে কৃষক।
আমাদের কোন প্রতিক্রিয়া নাই বরং একটা স্বস্তির ভাব আছে, বাজারে দাম কম। বাজারে দাম কম থাকা যেমন জরুরি, কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিত করাও জরুরি। সরকারের দায়িত্ব এই ব্যবস্থাপনা, ফ্যাসিলিটেশন, মনিটরিং নিশ্চিত করা।
এ সবের দাবিতে আগামীকাল রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পাবনা কমিটি একসাথে নামবে, প্রতিবাদ করবে। আপনাদেরকেও যুক্ত হবার অনুরোধ করি।

Address

Satkhira

Telephone

01774575911

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাতক্ষীরা পরিবার-Satkhira Poribar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category