Asma ul husna

Asma ul husna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asma ul husna, Digital creator, Satkhira.

আরিয়ানের সকাল সকাল গোসল 🤣🤫🤫
08/09/2024

আরিয়ানের সকাল সকাল গোসল 🤣🤫🤫

মায়ের মহব্বত,মায়ের ত্যাগ,মায়ের ভালোবাসা।💔আল্লাহু আকবর। গ্রামের মহিলা সম্ভবত সাঁতার পারতো, স্বার্থপরের মত একা বাঁচতে পারত...
01/09/2024

মায়ের মহব্বত,মায়ের ত্যাগ,মায়ের ভালোবাসা।💔
আল্লাহু আকবর।
গ্রামের মহিলা সম্ভবত সাঁতার পারতো, স্বার্থপরের মত একা বাঁচতে পারতো, কিন্তু ছোট্ট বাচ্চাটাকে বুকে জড়িয়েই মারাগেল 😢💔 ছবিটা আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে।
আল্লাহ মা ও সন্তানকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।আমিন।

“আবরার তোমায় মনে পড়ে,©বন্যায় যখন মানুষ মরে।©পেতে চাইলে মুক্তি, ©ছাড়ো ভ!রত ভক্তি!”©নিরহ আমার ভাইদের চোখে কেন আজ অশ্রু ...
23/08/2024

“আবরার তোমায় মনে পড়ে,©
বন্যায় যখন মানুষ মরে।©

পেতে চাইলে মুক্তি, ©
ছাড়ো ভ!রত ভক্তি!”©

নিরহ আমার ভাইদের চোখে কেন আজ অশ্রু
কবে বুঝবে বাঙালি ভারত চিরদিনের শত্রু।।

উঠে দাঁড়াবো, লড়বো আমরা ✊
আমাদের দমানো নয়তো সোজা ✊
কাঁধে কাঁধ মিলিয়ে করব লড়াই 🙋‍♂️
দশের লাঠি একের বোঝা ✊🔴

©

কোরআন তেলাওয়াতের প্রোগ্রামে আপত্তি তোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনকে পদত্যাগ করিয়ে তার কক্ষেই কুরআন তেলাওয়াত করলেন শিক্ষার...
19/08/2024

কোরআন তেলাওয়াতের প্রোগ্রামে আপত্তি তোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনকে পদত্যাগ করিয়ে তার কক্ষেই কুরআন তেলাওয়াত করলেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা তার মঙ্গল কামনায় মোনাজাতও করেন। এতে মোনাজাতে অংশ নেন সেই ডিনও

😔😔
19/08/2024

😔😔

01/05/2024

চরম গরমে (আমার স্ত্রী) সালাত আদায়ের সময় বিদ্যুৎ চলে গেলে, হাতপাখা দিয়ে তাঁকে বাতাস করতে লাগলাম।

কিন্তু দেখলাম তাঁর সালাত আগের চেয়েও আরো দীর্ঘ হচ্ছে। আমার হাত ব্যথা করছে। তবুও হাতপাখা ঘুরানো বন্ধ করিনি।

অবশেষে সে সালাত শেষ করলো! নাতিদীর্ঘ মোনাজাত করলো। জিজ্ঞেস করলাম, আজকের সালাত, মোনাজাত এতো লম্বা করলে যে?

সে বললো :
জান্নাতের বাতাস গায়ে লাগছে তো তাই ইবাদতের স্বাদ বেড়ে গিয়েছে!

আপনার কি কষ্ট হইছে?

মুচকি হেসে বললাম : জান্নাতের আশপাশে কি কোন কষ্ট থাকে?

একটা মুচকি হাসি দিয়ে তাঁর সেই চিরায়ত নিয়মেই "নাহ্" বলে বুকে মাথা ঠুকে দিলো!!

আমিও এক জান্নাতি আবহে হারিয়ে গেলাম।

নেককার জীবনসঙ্গী একটা সংসারকে জান্নাতের সৌরভে মুখরিত করে রাখে।
মনে রাখবেন, সঙ্গী ভালো হলে দুর্গম যাত্রাও আনন্দের হয়ে যায়।
তাই রূপ কিংবা অর্থ নয়;দ্বীনদারীকেই প্রাধান্য দিন।❤️🍂

26/03/2024
Welcome To My Wew Gaming Point Page
11/11/2021

Welcome To My Wew Gaming Point Page

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asma ul husna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share