Abu Saleh Muhit

Abu Saleh Muhit বই পড়ি সমাজ গড়ি

11/11/2024

প্রথমে আপনার এখনকার 'আমি'র হদিস বের করুন। এরপর ফিরে আসুন আগের চেয়ে ভালো,সত্য ও মুক্ত নতুন এক 'আমি'র দিকে।
____________________রিক্লেইম ইয়োর হার্ট।

আগামী ০১/০৬/২৪ থেকে ০৩/০৬/২৪ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ২০২৩-২৪ সেশনের মৌখিক সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। বিস...
27/05/2024

আগামী ০১/০৬/২৪ থেকে ০৩/০৬/২৪ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ২০২৩-২৪ সেশনের মৌখিক সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

বিস্তারিত ছবিতে👇

বি: দ্র: সাক্ষাতকার সাধারণত প্রথম দিনেই সব হয়ে যায়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট (ধর্মতত্ত্ব অনুষদ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষা ১১ই মে ২০২৪আবেদন শুরু : ১৩/০৪/২৪ ...
03/04/2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট (ধর্মতত্ত্ব অনুষদ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১১ই মে ২০২৪
আবেদন শুরু : ১৩/০৪/২৪ রাত ১২:০১
আবেদনের শেষ তারিখ : ২৫/০৪/২৪ রাত ১১:৫৯।

21/03/2024

إن الشباب والفراغ والْجِدَة مفسدة للمرء أي مفسدة-
যৌবন, অবসর ও প্রচুর্য- এই তিনটি যখন একসাথে হয়, তখন তা হয় খুবই ভয়ংকর।

20/03/2024

আমি বেশ কিছু জাতির সঙ্গে মেলামেশা করেছি। তোমরা তোমাদের দিরহাম -দিনারের প্রতি যতটুকু মনোযোগী, তারা তাদের সময়ের প্রতি তার চেয়েও বেশি মনোযোগী। (হাসান বসরি)

19/03/2024

মৃত্যুই যদি হয় জীবনের শেষ ওয়াক্ত, কিই-বা পার্থক্য তার,লম্বা নাকি সংক্ষিপ্ত!

(নাম না জানা মহান কবি)

28/12/2023

আজকের টাইমলাইন নব্য প্রভাষক ও সহকারী শিক্ষকদের দখলে। অনেক পরিচিত প্রিয় মানুষের নাম উত্তীর্ণদের তালিকাতে দেখে চক্ষু শীতল হচ্ছে আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

‘আমি ঠকিনি বন্ধু’মক্কার ধনী উমাইয়া।ধনে-মনে সব দিক দিয়েই কুরাইশদের একজন প্রধান ব্যক্তি সে। প্রাচুর্যের যেমন তার শেষ নেই, ...
18/12/2023

‘আমি ঠকিনি বন্ধু’

মক্কার ধনী উমাইয়া।ধনে-মনে সব দিক দিয়েই কুরাইশদের একজন প্রধান ব্যক্তি সে। প্রাচুর্যের যেমন তার শেষ নেই, ইসলাম বিদ্বেষেও তার কোন জুড়ি নেই। শিশু ইসলামকে ধ্বংসের কোন চেষ্টারই সে কোন ত্রুটি করে না। এই ঘোরতর ইসলাম বৈরী উমাইয়ার একজন ক্রীতদাস ইসলাম গ্রহন করেছে। তা জানতে পারল উমাইয়া। জানতে পেরে ক্রোধে ফেটে পড়লো সে। অকথ্য নির্যাতন সে শুরু করলো। প্রহারে জর্জরিত সংজ্ঞাহীন-প্রায় ক্রীতদাসকে সে নির্দেশ দেয়, “এখনও বলি, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর। নতুবা তোর রক্ষা নেই।”

কিন্তু তার ক্রীতদাস বিশ্বাসে অটল। শত নির্যাতন করেও তাঁর বিশ্বাসে বিন্দুমাত্র ফাটল ধরানো গেল না। ক্রোধে উন্মাদ হয়ে পড়লো উমাইয়া। শাস্তির আরো কঠোরতর পথ অনুসরণ করল সে।
একদিনের ঘটনা। আরব মরুভূমির মধ্যাহ্ন। আগুনের মত রৌদ নামছে আকাশ থেকে। মরুভূমির বালু যেন টগবগিয়ে ফুটছে। উমাইয়া তার ক্রীতদাস্কে নির্দয় প্রহার করল। তারপর তাকে সূর্যমুখী করে শুইয়ে দেওয়া হল। ভারি পাথর চাপিয়ে দেওয়া হল বুকে। ক্রীদাসের মুখী কোন অনুনয়-বিনয় নেই। মনে নেই কোন শংকা। চোখে কোন অশ্রু নেই, মুখে কোন আর্তনাদও নেই। উর্ধমুখী তাঁর প্রসন্ন মুখ থেকে বেরিয়ে আসছে আল্লাহর প্রসংসা ধ্বনি-‘আহাদ’, ‘আহাদ’।

ঐ পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর (রা)। ‘আহাদ’ ‘আহাদ’ শব্দ তাঁর কানে গেল। অনুসন্ধিৎসু হয়ে শব্দ লক্ষ্যে তিনি মরুভূমির বুকে শায়িত ক্রীতদাসের সমীপবর্তী হলেন। উমাইয়াকে দেখে সব ব্যাপারটাই তিনি মনে মনে বুঝে নিলেন। বললেন, “উমাইয়া, আপনাকে তো ধনী ও বিবেচক লোক বলেই জানতাম। কিন্তু আজ প্রমাণ পেলাম, আমার ধারণা ঠিক নয়। দাসটি যদি এতই না পছন্দ, তাকে বিক্রি করে দিলেই পারেন। এমন নির্দয় আচরণ কি মানুষের কাজ ।”

হযরত আবু বকরের ঔষধে কাজ হলো। উমাইয়া বললেন, “এত বাহাদুরী দেখাবেন না। দাস আমার এর উপর সদাচার-কদাচার করবার অধিকার আমারই। তা যদি এতই দয়া লেগে থাকে, তবে একে কিনে নিলেই পারেন।”

হযরত আবু বকর (রা) এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। তিনি চত করে রাজী হয়ে গেলেন। একজন শ্বেতাংগ ক্রীতদাস ও দশটি স্বর্ণমুদ্রা দিয়ে কিনে নিলেন কৃষ্ণাংগ ক্রীতদাসকে। হযরত আবু বকর (রা) মরুভূমির বুক থেকে টেনে তুলে গা থেকে ধূলো ঝেড়ে দিলেন। উমাইয়া বিদ্রুপের হাসি হেসে বললেন, “কেমন বোকা তুমি বলত? এ অকর্মন্য ভৃত্যটাকে একটি সুবর্ন মুদ্রার বিনিময়েই বিক্রি করে দিতে চেয়েছিলাম। এখন আমার লাভ ও তোমার ক্ষতি দেখে হাসি সম্বরণ করতে পারছি না।”

আবু বকর (রা)ও হেসে বললেন, “আমি ঠকিনি বন্ধু! এ ক্রীতদাসকে কেনার জন্য আমার সমস্ত সম্পত্তি দিতে হলেও আমি কুন্ঠিত হতাম না। কিন্তু একে আমি ধারণাতীত সস্তা মুল্যে ক্রয় করে নিয়ে চললাম।”
এ দাসটিই ছিলেন বিশ্ব বিশ্রুত বিলাল। ইসলামের প্রথম মুয়াযযিন হযরত বিলাল।

আমরা সেই সে জাতি ( ১ম খন্ড )
-আবুল আসাদ

21/09/2023

আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বহুল প্রতীক্ষিত অ্যালামনাই রিইউনিয়ন -২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর -২০২৩ রোজ শনিবার।
সফলতা কামনা করছি।
সুন্দর ভিডিও ধারণ ও প্রস্তুত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাইকে🥰

31/07/2023

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে (কুরআন, হাদীস,দাওয়াহ) ও আরবি সাহিত্য বিভাগে গতকাল ৩২০ জন শিক্ষার্থী ২০২২-২৩ সেশনে ভর্তি হয়েছে। তারা নিজেকে ইবির ছাত্র পরিচয় দিয়ে ফেসবুকে পোস্ট করছে গতকাল থেকেই। স্ক্রোল করলে ওদের পোস্ট গুলোই সামনে আসে। যতই দেখি ততই ভালো লাগে। এখানের প্রায় ১৫০ জন আমাদের কাছে ছিল। ওদেরকে কাছ থেকে পরিচর্যা করার চেষ্টা করেছিলাম আমরা। আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমার অনুভূতি ২০১৭ সালে নিজের ভর্তি হওয়ার চেয়ে বেশি মনে হচ্ছে। আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করুন।

সকলকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে অভিনন্দন।

[ভিডিওটি ২০২১-২২ সেশনে আল-হাদীস বিভাগে নবীনদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য-২০২২ ]

ভিডিওটি পাঠিয়েছে প্রিয় অনুজ Sahzada Yamin

ভর্তি আবেদন পদ্ধতি ভিডিও লিংকঃ
11/05/2023

ভর্তি আবেদন পদ্ধতি ভিডিও লিংকঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি-উনিটে ভর্তি আবেদন পদ্ধতি || IU Admission Application system 2022-23 || Islamic University➤আবেদন লিংকঃ https://admission.iu.ac.bd/===...

যারা অল্প সময়ে নিজেদের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে চাও তাদের জন্য।ইসলামি বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট: থিওলজি ও কলা অনুষদভুক্...
03/05/2023

যারা অল্প সময়ে নিজেদের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে চাও তাদের জন্য।

ইসলামি বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট: থিওলজি ও কলা অনুষদভুক্ত আরবি সাহিত্য বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুখবর।
সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ এক্সাম ব্যাচে ভর্তি চলছে।

★রেজিষ্ট্রেশন শেষ তারিখ ৮ই মে।
★ক্লাস শুরু ৯ই মে।
এই কোর্সে যা যা থাকছে :
১. সাবজেক্ট ভিত্তিক ক্লাস: ৭টি
২. সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট :৭ টি
৩. চূড়ান্ত মডেল টেস্ট : ৭ টি
৪. সাকসেস সাপ্লিমেন্ট
রেজিস্ট্রেশন ফিঃ ১,৫০০/-
বিকাশ : 01795579586 (পার্সোনাল)
বি দ্রঃ রেজিস্ট্রেশন ফি প্রদান করে , নিচের ফরম পূরণ করুন। ধন্যবাদ
রেজিস্ট্রেশন ফরম লিংকঃ https://forms.gle/2J5i4pHu4CZvSJsY6

যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (D Unit) ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরিক্ষার জন্য অধির আগ্রহে বসে আছেন তাদের জন্য সুখবর!➤আবেদন...
03/05/2023

যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (D Unit) ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরিক্ষার জন্য অধির আগ্রহে বসে আছেন তাদের জন্য সুখবর!

➤আবেদন শুরু- ১০/০৫/২৩ রাত-১১.৫৯
➤আবদনের শেষ তারিখ -২১/০৫/২০২৩ রাত ১১.৫৯
➤আবেদন ফি- ১৩৫০ টাকা
➤ভর্তি পরিক্ষা- ০৫/০৬/২৩

বিস্তারিত বিজ্ঞপ্তিতে👇

ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি মুমিন হৃদয়। কোরআনের  শিক্ষা, তাকওয়ার দীক্ষা আর পরিশুদ্ধতায় উজ্জীবিত হোক পবিত্র ঈদুল ফিতর।জা...
21/04/2023

ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি মুমিন হৃদয়। কোরআনের শিক্ষা, তাকওয়ার দীক্ষা আর পরিশুদ্ধতায় উজ্জীবিত হোক পবিত্র ঈদুল ফিতর।
জালেমদের হাত থেকে মুক্তিপাক মজলুমরা।
কবি মতিউর রহমান মল্লিকের ভাষায় - ঈদের খুশি অপূর্ণ রবে ততদিন,খোদার হুকমত হবে না কায়েম যতদিন।

😍ইদ মোবারক 🥰

تقبل الله منا ومنكم صالح الأعمال، وأدام عليكم الصحة والعافية، ووفقكم لخير الدنيا والآخرة.

Address

Satkhira

Telephone

+8801785778938

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Saleh Muhit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Saleh Muhit:

Videos

Share