11/07/2025
📌 জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ:
১. সুরা কাহফ তিলাওয়াত করা
হাদীস: “যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পড়বে, তার দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত থাকবে।”
— (সহিহ আল-জামি, হাদীস: 6470)
২. গোসল করা, সুন্দর পোশাক পরা ও আতর ব্যবহার করা
হাদীস: “জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর গোসল করা, মিসওয়াক করা এবং যদি থাকে তাহলে আতর ব্যবহার করা ওয়াজিব।”
— (সহিহ মুসলিম, হাদীস: 846)
৩. জুমার সালাত আদায় করা এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা
সময় মতো মসজিদে গিয়ে, ইমামের পেছনে মনোযোগ সহকারে নামাজ ও খুতবা শোনা।
৪. কসরত করে দরুদ শরীফ পড়া
হাদীস: “তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”
— (আবু দাউদ, হাদীস: 1531)
৫. জুমার দিনে একটি বিশেষ দোয়ার সময় আছে
এই সময়ে যে দোয়া করা হয়, তা কবুল হয়।
হাদীস: “জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলমান সে সময়টায় দোয়া করে, তবে আল্লাহ তাআলা তা কবুল করেন।”
— (সহিহ বুখারী, হাদীস: 935)
অধিকাংশ উলামা বলেন, এই সময়টি আসর থেকে মাগরিবের মাঝখানে।
৬. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা
৭. সদকা বা দান করা
জুমার দিন দান করলে তা আরও বেশি ফজিলতপূর্ণ।
---
📌 সংক্ষেপে:
আমল ফজিলত
সুরা কাহফ দুই জুমার মাঝে নূর
গোসল, আতর, পরিষ্কার পোশাক সুন্নাহ এবং সওয়াব
জুমার নামাজ ফরজ
দরুদ শরীফ দোয়া কবুলের মাধ্যম
বিশেষ সময় দোয়া দোয়া কবুল হয়
যিকির ও তাসবিহ অনেক সওয়াব