Abdul kader gazi আব্দুল কাদের গাজী

Abdul kader gazi আব্দুল কাদের গাজী মদিনা টেইলাস

25/07/2025

নামাজ নিয়ে সুন্দর একটি ইসলাম কাটুন

25/07/2025

অসুস্থতার নেয়ামতে ভুগছি জ্বর সর্দি কাশি আল্লাহ শেফা দান করেন

11/07/2025

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ *যুবদল নেতা মঈন*সহ দুজনকে আটক করেছে।

এই যুগে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা—সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে—*আইয়ামে জাহেলিয়াত*কেও হার মানায়। এই দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয়।

এরা যে রাজনীতির কথা বলে—সেই রাজনীতিতে জনগণের জান-মাল কতটা নিরাপদ? যদি এদের হাতে রাষ্ট্রের দায়িত্ব যায়, তবে রাষ্ট্র কিংবা জনগণ—কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না।

আবার সেই *ফ্যাসিবাদের*ই পদধ্বনি শোনা যাচ্ছে।

11/07/2025

খুনি বিএনপিকে বয়কট করুন
বয়কট বিএনপি

11/07/2025

📌 জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ:

১. সুরা কাহফ তিলাওয়াত করা

হাদীস: “যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পড়বে, তার দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত থাকবে।”
— (সহিহ আল-জামি, হাদীস: 6470)

২. গোসল করা, সুন্দর পোশাক পরা ও আতর ব্যবহার করা

হাদীস: “জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর গোসল করা, মিসওয়াক করা এবং যদি থাকে তাহলে আতর ব্যবহার করা ওয়াজিব।”
— (সহিহ মুসলিম, হাদীস: 846)

৩. জুমার সালাত আদায় করা এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা

সময় মতো মসজিদে গিয়ে, ইমামের পেছনে মনোযোগ সহকারে নামাজ ও খুতবা শোনা।

৪. কসরত করে দরুদ শরীফ পড়া

হাদীস: “তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”
— (আবু দাউদ, হাদীস: 1531)

৫. জুমার দিনে একটি বিশেষ দোয়ার সময় আছে

এই সময়ে যে দোয়া করা হয়, তা কবুল হয়।

হাদীস: “জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলমান সে সময়টায় দোয়া করে, তবে আল্লাহ তাআলা তা কবুল করেন।”
— (সহিহ বুখারী, হাদীস: 935)

অধিকাংশ উলামা বলেন, এই সময়টি আসর থেকে মাগরিবের মাঝখানে।

৬. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা

৭. সদকা বা দান করা

জুমার দিন দান করলে তা আরও বেশি ফজিলতপূর্ণ।

---

📌 সংক্ষেপে:

আমল ফজিলত

সুরা কাহফ দুই জুমার মাঝে নূর
গোসল, আতর, পরিষ্কার পোশাক সুন্নাহ এবং সওয়াব
জুমার নামাজ ফরজ
দরুদ শরীফ দোয়া কবুলের মাধ্যম
বিশেষ সময় দোয়া দোয়া কবুল হয়
যিকির ও তাসবিহ অনেক সওয়াব

11/07/2025

আমাদের সন্তানদের নেক সন্তান হিসেবে কবুল করেন

11/07/2025

ওনা বৃষ্টি থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন যে বৃষ্টির মধ্যে কল্যাণ নেই আমাদের উপকার নেই এমন বৃষ্টি আমাদেরকে দান করবেন না

17/04/2025
17/04/2025
13/02/2025

হা হা 😂😂

13/02/2025

বি এ পি মানে বিনোদন

05/02/2025

সহমত

Address

Satkhira

Telephone

+8801798741216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul kader gazi আব্দুল কাদের গাজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul kader gazi আব্দুল কাদের গাজী:

Share