protest sakib

protest sakib Sakib Al Hasan ❤️‍🩹🥺❤️‍🔥🫶❤️‍🔥

22/07/2025

আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।

একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।

আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।

❤️💛💚🧡🤎
21/07/2025

❤️💛💚🧡🤎

13/03/2024

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে লিখবো, পারলে শেয়ার করবেন।

১.
প্রোডাক্টিভ রমাদান নিয়ে আমাদের আইন বিভাগের ৪৮ ব্যাচের ১০-১২ জন মিলে একটি সেমিনার আয়োজন করেন, যেখানে কুরআন-হাদিস পাঠ করা এবং রমজান মাসের আমল নিয়ে আলোচনা করা হবে। মসজিদ কতৃপক্ষ অনুমোদন দেয়নি এবং তাদের মসজিদ থেকে একপ্রকার বের করে দেয়।

২.
তারা যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তায়,তখন তাদের উপর অতর্কিতে প্রায় ১০০ জনের উপর টোকাই গ্রুপ (পড়ুন বহিরাগত পলিটিশিয়ান) হামলা চালায়, প্রচন্ড জখম করে। তাদের পিটিয়ে মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়।

৩.
আমাদের ব্যাচের সবচেয়ে ভদ্র, চুপচাপ, শান্ত ছেলেগুলো আজকে রক্তাক্ত হলো, তাদের এই জখম কোনোদিন পূরণ হবে না। আমার ভাই শাহীনের মুখমণ্ডল থেতলে দেয়া হয়েছে, তাকে ডেন্টালে নিয়ে যাওয়া হয়েছে। একজন কথা বলতে পারছে না মাথায় আঘাত লাগার কারণে, অন্যরাও ভীষণ ভাবে আহত।

৪.
এতো কিছুর পিছনে কারণ কী?
কিছুই না! রমাদান বিষয়ক একটা সেমিনার। আমি সেই পলিটিক্যাল হেডাদেরকেও দোষ দিচ্ছি না, কারণ বড় পদ পাওয়ার জন্য তারা নিজেদের জাহির করতে এমন কাজ করতেই পারে, এটাই তো নরমাল, তাই না?

প্রশাসনকেও দোষ দিচ্ছি না, তাদের এতোকিছুর দিকে খেয়াল রাখতে হয়, এরমধ্যে প্রতিদিন দুই একটা অঘটন তো ঘটতেই পারে। নরমাল ব্যপার।
তাই না?

ডিপার্টমেন্টেরও তো দোষ নাই, কোনো সংশ্লিষ্টতা নাই। ছাত্ররা উদ্যোগ নিছে, সেখানে কী হইছে এটা ডিপার্টমেন্ট কী জানে!?

সবশেষে, দোষটা কার তাহলে?
আমার, আপনার। কারণ আমাদের মতো মেরুদণ্ডহীন নপুংসক সুওরের বাচ্চা এতো পরিমাণে কোনোদেশেই নাই। গজব সন্নিকটে। আমরা যে না খেয়ে মরি, ধুকে ধুকে মরি, চিকিৎসাহীনতায় মরি, এটাই সঠিক, এটাই পারফেক্ট।@আজিজুল হাকিম

2x Champion 🏆2x Runners-Up 🎖️4x Player Of the Tournament 🏅Highest Wicket Taker (149) 🔝4th Highest Run Scorer (2397) 🏏Gre...
29/02/2024

2x Champion 🏆
2x Runners-Up 🎖️
4x Player Of the Tournament 🏅
Highest Wicket Taker (149) 🔝
4th Highest Run Scorer (2397) 🏏

Greatest Player in the History of Bangladesh Premier League. The Owner Of BPL! 👑

"সাকিবের ফেরাটা সবসময় রাজার মতই হয়"২০২৪ বিপিএলের দ্রুততম ফিফটি হাকালেন, ৬ চার ও ৬ ছয়ে বিধ্বংসী ইংনিস 💥Once a king,  alwa...
14/02/2024

"সাকিবের ফেরাটা সবসময় রাজার মতই
হয়"

২০২৪ বিপিএলের দ্রুততম ফিফটি হাকালেন, ৬ চার ও ৬ ছয়ে বিধ্বংসী ইংনিস 💥
Once a king, always a king👑

দুনিয়ার একমাত্র ক্রিকেটার যে একসাথে তিন ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাংকিং এ নাম্বার ওয়ান ছিলো!
13/02/2024

দুনিয়ার একমাত্র ক্রিকেটার যে একসাথে তিন ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাংকিং এ নাম্বার ওয়ান ছিলো!

আগামী ২৪শে ফেব্রুয়ারি, ১১ই ফাল্গুন, রোজ: শনিবার ঐতিহাসিক নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ...
07/02/2024

আগামী ২৪শে ফেব্রুয়ারি, ১১ই ফাল্গুন, রোজ: শনিবার ঐতিহাসিক নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত।
আল মুমিন স্পোর্টস ও আল মুমিন ফাউন্ডেশন।

07/02/2024

Allhamdullia

📌সাকিব আল হাসান কে নিয়ে ক্রিকেট এবং এর বাহিরে থাকা বিশেষ কিছু ব্যাক্তিদের বিশেষ কিছু বক্তব্য-▶️সৌরভ গাংগুলি - সাকিব অসাধ...
04/02/2024

📌সাকিব আল হাসান কে নিয়ে ক্রিকেট এবং এর বাহিরে থাকা বিশেষ কিছু ব্যাক্তিদের বিশেষ কিছু বক্তব্য-
▶️সৌরভ গাংগুলি - সাকিব অসাধারণ একজন ক্রিকেটার, আধুনিক যুগে সাকিবের মতো অলরাউন্ডার পাওয়া আসলেও রেয়ার।

▶️শচীন টেন্ডুলকার - সর্বকালের সেরা একাদশে সাকিব জায়গা করে নিয়েছে অনেক আগেই।

▶️মাশরাফি মুর্তজা- সাকিব অতুলনীয় নিও একজন ক্রিকেটার,, সাকিবের তুলনা হয় না।

▶️বিরাট কোহলি - সাকিব অনেক প্রতিভাবান খেলোয়াড়,,সে জানে কখন কি করে ম্যাচ জিততে হয়।

▶️বাবর আজম - সাকিব লিজেন্ড,, সাকিবের মতো খেলোয়াড় দলে থাকলে, দলটা আরো শক্তিশালী হবে।

▶️মোহাম্মদ নবী - সাকিব লিজেন্ড,, সাকিব অকল্পনীয় একজন ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের নাম্বার ১ অল রাউন্ডার।

▶️মুশফিকুর রহিম - সাকিবের রিপ্লেসমেন্ট, শুধু বাংলাদেশ কেনো বিশ্ব ক্রিকেট এ রেয়ার

▶️মাহমুদউল্লাহ রিয়াদ- সাকিব বাংলাদেশ ক্রিকেট ইতেহাসের সেরা খেলোয়াড়।

▶️হুমায়ূন আহমেদ - কলমের কালি শেষ হয়ে যাবে কিন্ত সাকিবের ক্রিকেট অর্জন শেষ হবে না।

▶️মাইকেল হাসি- সাকিব আমার দেখা বাংলাদেশ ক্রিকেটের সেরা একজন খেলোয়াড়।তিনি তার পারফরম্যান্স অনুযায়ী আন্ডাররেটেড।আমার মতে,সে তার ক্রিকেট লাইফের শেষে কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিবেন।

▶️আকাশ চোপড়া- সাকিব আল হাসান দি ডেডি অফ রাউন্ডারস।

21/12/2023

- বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নাম
হচ্ছে - মায়া!🥀😔

যেদিন থেকে প্রকৃতির মুখোমুখি হতে শুরু করলাম, সেদিন থেকেই নিজেকে চিনতে শুরু করলাম।
23/10/2023

যেদিন থেকে প্রকৃতির মুখোমুখি হতে শুরু করলাম, সেদিন থেকেই নিজেকে চিনতে শুরু করলাম।

Address

Satkhira
9400

Telephone

+8801323916703

Website

Alerts

Be the first to know and let us send you an email when protest sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to protest sakib:

Share