24/09/2022
দক্ষতা অর্জনের গুরুত্বঃ ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই যেটা প্রয়োজন,সেটা হলো দক্ষতা। দক্ষতা অর্জন ছাড়া এই পেশায় উন্নতি করা সম্ভব নয়।তাই আমাদের সকলের উচিৎ এই পেশায় উন্নতি করার জন্য দক্ষতা অর্জন করা উচিত।প্রতিটি দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাই অনেকগুলো দক্ষতা অর্জনের প্রকল্প যদি আপনি একসঙ্গে নেন, তাহলে উল্লেখযোগ্য ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যাবে। যে কোনা সময়ই করতে পারেন নতুন পরিকল্পনা কিংবা শিখতে পারেন নতুন কিছু। বর্তমান সময়ে আমি বলবাে, যে কোনাে একটাকাজে পড়ে থাকার চেয়ে কোনো কাজে দক্ষতা অর্জন করা ভালাে দক্ষতা অর্জনের বিকল্প নেই। তাই আমরা এখন থেকে অনলাইন কিংবা অফলাইন দুই জায়গাতেই দক্ষতা অর্জন করবো। কোনো কাজে দক্ষতা ছাড়া সফল হওয়া যায় না। আমাদের সকলকে এজন্য দক্ষ হতে হবে।।।।।।।