Sugrib Bardya Official Blog

Sugrib Bardya Official Blog Hi! I'm Digital Marketer
https://www.facebook.com/sugrib.bardya.3

24/09/2022

দক্ষতা অর্জনের গুরুত্বঃ ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই যেটা প্রয়োজন,সেটা হলো দক্ষতা। দক্ষতা অর্জন ছাড়া এই পেশায় উন্নতি করা সম্ভব নয়।তাই আমাদের সকলের উচিৎ এই পেশায় উন্নতি করার জন্য দক্ষতা অর্জন করা উচিত।প্রতিটি দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাই অনেকগুলো দক্ষতা অর্জনের প্রকল্প যদি আপনি একসঙ্গে নেন, তাহলে উল্লেখযোগ্য ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যাবে। যে কোনা সময়ই করতে পারেন নতুন পরিকল্পনা কিংবা শিখতে পারেন নতুন কিছু। বর্তমান সময়ে আমি বলবাে, যে কোনাে একটাকাজে পড়ে থাকার চেয়ে কোনো কাজে দক্ষতা অর্জন করা ভালাে দক্ষতা অর্জনের বিকল্প নেই। তাই আমরা এখন থেকে অনলাইন কিংবা অফলাইন দুই জায়গাতেই দক্ষতা অর্জন করবো। কোনো কাজে দক্ষতা ছাড়া সফল হওয়া যায় না। আমাদের সকলকে এজন্য দক্ষ হতে হবে।।।।।।।

24/09/2022

ফিন্যান্সিং পেশাঃ ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। ফিন্যান্সিং এমন একটি পেশা যেটা আপনার কাজের স্বাধীনতা কে প্রকাশ করে। আর এই কাজটা আপনি পৃথিবীর যে কোন জায়গা থেকে স্বাধীনভাবে করতে হলে শুধু আপনার ইচ্ছা শক্তি এবং ধের্য শক্তি থাকতে হবে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার হাজার টা কাজ শেখা লাগবে না, যেকোনো একটা সেক্টরে কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। শুধু যে কাজটা শিখবেন সে কাজের উপর আপনার পর্যাপ্ত পরিমানে দক্ষতা থাকতে হবে। তাহলে, আপনি নিজেকে সফল ফ্রিল্যান্সারের সারিতে নিয়ে যেতে পারবেন। আসুন কাজ শিখে ফ্রীলান্সিং এ কাজ করার দক্ষতা অজন করি। এবং অন্যদের ও এ কাজ করার জন্য উৎসাহিত করি।আর যারা এ কাজ করতে ইচ্ছুক,তারা আমার সাথে যোগাযোগ করুন।মোবাইল:০১৬১১৯৮৭৩২৯

24/09/2022

দেশের বেকারত্ব সমস্যাঃ বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলাে বেকারত্ব। আমাদের দেশের বেকারত্বের সংখ্যা অনেক বেশি। বেকারত্ব একটি সামাজিক ব্যাধি। পরিবার ও সমাজের ও রাষ্টের জন্য অনেক বড় একটি অভিশাপ হলো বেকারত্ব। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে অনেক বেশি। আমরা ছােট থেকেই জানি " লেখাপড়া করে যে,গাড়ি ঘোড়া চড়ে সে।কিন্তু বতমানে তার ঠিক উল্টোটা হচ্ছে, লেখাপড়া করে যে বেকার বেশি হয় েস, কারন অনেক স্টুডেন্টরা শুধুমাএ চাকরির জন্য পড়াশােনা করে। তাদের একটা দিকে ফোকাস করাটা খুব খারাপ লক্ষন। এতে তাদের সফলতা তো আসেই না উল্টো হতাশা আকড়ে ধরতে থাকে। একটা সময় আমরা এমন খবর শুনতাম যে এতো পড়াশােনা করেও চাকরি পায় না। কারন এগুলো দেশের অনেক স্টুডেন্টদের অনাগ্রহী করে দেয় আর ছোটদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তাই জীবনে চলতে গেলে নিজেকে কোনো একদিকে ফোকাস না করে প্রত্যকটা বিষয়ে দক্ষ হয়ে ওঠার অভ্যাস করতে হবে। এতে সবার যেমন কর্মের ব্যবস্হা হবে তেমনি বেকারত্ব আর থাকবেনা। তাই প্রত্যেকটা স্টুডেন্টের শিক্ষিত বেকার হয়ে উঠার চেয়ে নিজ নিজ কর্ম্ উদ্যগী হওয়া উচিত।

23/09/2022


Topic:content writting
Home work done...!!!

ধন্যবাদ: আমার অনেক দিনের একটা সপ্ন পূরন হলো এবং ধন্যবাদ জানাই আমার বড় ভাই আবিদ হোসেন কে। আমি প্রথমে freelancing কি সেটা জানতাম না। কিন্তু বড় ভাই আবিদ হোসেন এর কাছ থেকে কিছুটা ধারনা নেওয়ার পর আমি আপনাদের এই বিষয়ে আগ্রহি হয়ে উঠি। এখন আপনাদের সাথে ক্লাসে যোগদানের পর freelancing বিষয়ে ভাল ধারনা করতে পারছি। আর এই বিষয়ে ধিরে ধিরে আরো অভিজ্ঞতা করতে পারছি। আমার বিশ্বাস আমি যদি আবিদ ভাই ও আপনাদের সাথে এই ভাবে থাকতে পারি বা আপনাদের সহায়তা পেতে থাকি তাহলে আরো ভালো কিছু করতে পারবো।

Collage Time...🥰🥰🥰   ❤️
19/09/2022

Collage Time...🥰🥰🥰
❤️

Address

Satkhira Sadar
Satkhira
9400

Telephone

+8801611987329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sugrib Bardya Official Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sugrib Bardya Official Blog:

Share