11/08/2024
তারপর আমি চলে গেলে পরে মনে কর যদি খুব একা
একা হয়ে গেছো তুমি - ভাব যদি কোথায় সে ঘাসের আশ্রয়ে
চলে গেল - ভালোবেসে, ঘৃণা পেয়ে; এই ব্যথা ভয়ে
জেগে থাক যদি তুমি অন্ধকারে- সেজো নাকো ব্যথার রেবেকা;
___জীবনানন্দ।