
13/07/2025
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত ৬ নং রমজান নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সোরা, ও ২,৩ নং ওয়ার্ড চাঁদখালী ও সোনাখালি এর মধ্যকার সেমিফাইনাল খেলায় অনেক আনন্দঘন মুহূর্তে খেলাটি টানটান উত্তেজনা ও আড্ডা হাড্ডি লড়াই এর মাধ্যমে এক এক গোলের মাধ্যমে খেলা ড্র হয় এবং টাই ব্রেকারের মাধ্যমে ৫ টি পাঁচটি করে সট এর মাধ্যমে ড্র হয় পরবর্তীতে এক একটি করে সট এর মাধ্যমে দুই ও তিন নং ওয়ার্ড এক গোলে যিতে যায়, এই খেলায় যারা অংশগ্রহণ করে সকলকে রমজান নগর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা এবং এই খেলার প্রাণ দর্শকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।