আত তাক্ব-ওয়া ফাউন্ডেশান - আতাফ

আত তাক্ব-ওয়া ফাউন্ডেশান - আতাফ আত তাক্ব-ওয়া ফাউন্ডেশান (আতাফ) একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। হে মানুষ পরকাল'কে ভয় করো

15/06/2025

"হে নবী! তুমি সর্বোত্তম চরিত্রের উপর, সর্বোত্তম নীতি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত।"

আল কুর-আন

28/05/2025

সায়ীদ ইবনে ইয়াসার (রহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হালাল উপায়ে অর্জিত মাল সদকা করে, আল্লাহ তা’আলা হালাল অর্থাৎ পবিত্রকেই কবুল করেন – তাহা হইলে উক্ত সদকা সে আল্লাহর হাতে দিল। আল্লাহ্ পাক তাহাকে এইভাবে লালন-পালন করেন, যেইভাবে তোমরা ঘোড়ার বাচ্চা কিংবা উটের বাচ্চা লালন-পালন কর। শেষ পর্যন্ত সেই সদকা (বর্ধিত হইয়া) পর্বতসমান হইয়া যায়।

24/05/2025

আর আমি তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে যারা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম।

’ (সুরা : রাদ, আয়াত : ২২)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদকাকে বাড়িয়ে দেন।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৬)

24/05/2025

আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা দান প্রকাশ্যে করো, তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২৭১)।

Address

Satkhira

Telephone

+8801729440539

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত তাক্ব-ওয়া ফাউন্ডেশান - আতাফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আত তাক্ব-ওয়া ফাউন্ডেশান - আতাফ:

Share