Merina 's Story

Merina 's Story Digital creator

28/07/2025

ইয়া আল্লাহ
অসহায়, ক্ষুধার্ত, মাজলুম গাঁজা বাসীর প্রতি আপনি রহম করুন ....

যেখানে  যার কাছে গেলে বেশি কষ্ট পাই মন সেখানেই বেশি টানে!
27/07/2025

যেখানে যার কাছে গেলে বেশি কষ্ট পাই মন সেখানেই বেশি টানে!

27/07/2025

সবাই কেমন আছেন?

হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুদের জান্নাত দান করো। আহতদের দ্রুত সুস্থ করো। তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দাও। আমাদের দেশ...
22/07/2025

হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুদের জান্নাত দান করো। আহতদের দ্রুত সুস্থ করো। তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দাও। আমাদের দেশকে আর কখনো এমন দুঃখজনক ঘটনার মুখোমুখি করো না। আমিন।"

19/07/2025

কিছু কষ্ট একান্ত নিজেরই যা কারও সাথে শেয়ার করা যায় না।

নারী ভাঙে একবারই, তারপর গড়ে তোলে এক অন্যরকম নিজেকে:নারীকে ভাঙা হয়তো সহজ— কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, বিশ্বাস করে চো...
17/07/2025

নারী ভাঙে একবারই, তারপর গড়ে তোলে এক অন্যরকম নিজেকে:

নারীকে ভাঙা হয়তো সহজ— কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, বিশ্বাস করে চোখ বুঁজে, আর নিজেকে বিলিয়ে দেয় নিঃশেষে। কিন্তু যখন সেই বিশ্বাস, সেই ভালোবাসা অবহেলার ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়— তখন সে আর আগের মতো থাকে না। সে ভাঙে, তবে হারে না। কারণ সে জানে, অন্য কেউ এসে তার ভাঙা হৃদয় জোড়া দেবে না। সে নিজেই নিজেকে জোড়া লাগায়— নিঃশব্দে, নিঃসঙ্গতায়, এবং ধীরে ধীরে।

নারী ভাঙার আগে শেষ পর্যন্ত চেষ্টা করে— সম্পর্ক টিকিয়ে রাখতে, অনুভূতিকে বোঝাতে, ভালোবাসার অস্তিত্ব প্রমাণ করতে। কিন্তু বারবার যখন তার কণ্ঠ নিস্পৃহতায় ডুবে যায়, আবেগ অবহেলার দেয়ালে ধাক্কা খায়, তখন সে চুপচাপ সরে আসে। অভিমান করতে করতে এক সময় সে বুঝে যায়— তার চোখের জল, তার না বলা কথাগুলো, তার অপেক্ষা— আসলে কোনো গুরুত্বই রাখে না সেই মানুষটার কাছে, যার জন্য সে এতটা ভেবেছিল।

তখনই সে নিজেকে গুটিয়ে নেয়— নরম মনের চারপাশে গড়ে তোলে এক কঠিন আবরণ। যে মেয়েটা একসময় সামান্য অবহেলায় ভেঙে পড়ত, এখন সে এক নিঃশব্দ পাহাড়— অনুভূতির ছায়াও যেখানে পড়ে না। কে ভালোবাসলো, কে ভুলে গেল, কে কাছে এলো, কে দূরে গেল— এসবের হিসেব রাখা বন্ধ করে দেয়। তার জন্য তখন নিজের শান্তিটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়।

মানুষ বদলে গেলে সেটি হয় প্রচণ্ড তীব্রতায়। একবার পোড়া মাটি যেমন আর আগের মতো নরম হয় না, তেমনি একবার আহত হৃদয়ও আর আগের মতো কোমলতায় সাড়া দেয় না। মেয়েরা যখন বদলায়, তখন তাদের ভেতরের আলো নিভে যায়— কিন্তু তার ভস্মে গড়ে ওঠে এক কঠিন বাস্তবতা। তখন আর কেউ চাইলেও সেই আগের সহজ-সরল মেয়েটাকে ফেরাতে পারে না।

তাদের বদলে যাওয়া হয় না প্রতিশোধের জন্য— হয় আত্মরক্ষার জন্য। হয় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর সেই বদলে যাওয়া মেয়েটাই একদিন দাঁড়িয়ে যায় এমন এক জায়গায়, যেখান থেকে ফিরে তাকানোর আর কিছুই থাকে না। তখন সে নিজেকে ভালোবাসতে শেখে— একা থাকতে শেখে, এবং বুঝে যায়, ভাঙা মনেও গড়ে তোলা যায় এক নতুন জীবন।
's story

বৃষ্টিভেজা শুভ দুপুরের শুভেচ্ছা।
10/07/2025

বৃষ্টিভেজা শুভ দুপুরের শুভেচ্ছা।

বাঁশ বাড়িয়া সমুদ্র  সৈকত।
28/06/2025

বাঁশ বাড়িয়া সমুদ্র সৈকত।

শুভ সকাল 🌸নতুন দিনের নতুন আলো নিয়েআসুক তোমার জীবনে শান্তি আর ভালোবাসা।প্রতিটি মুহূর্ত হোক সাফল্যে ভরা,হাসি থাকুক প্রতিটি...
24/06/2025

শুভ সকাল 🌸
নতুন দিনের নতুন আলো নিয়ে
আসুক তোমার জীবনে শান্তি আর ভালোবাসা।
প্রতিটি মুহূর্ত হোক সাফল্যে ভরা,
হাসি থাকুক প্রতিটি নিঃশ্বাসে 💫

শুভ সকাল! দিনটা হোক মনের মতো সুন্দর! ☀️💐
's story

শুভ সকাল।  দিনটা সবার ভালো কাটুক।   's story
20/06/2025

শুভ সকাল। দিনটা সবার ভালো কাটুক।

's story

11/06/2025

আপনাদের ঈদ কেমন কাটলো?

20/08/2024

Address

Satkhira

Telephone

+8801982987231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Merina 's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Merina 's Story:

Share