
11/01/2024
রাজধানীর মৌচাকে ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাতক্ষীরার মেয়ে দিপু সানার মৃত্যু হয়েছে। বুধবার ১০ জানুয়ারি সন্ধ্যায় অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু সানার স্বামী তরুণ বিশ্বাস জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শান্তি নগর থেকে হেটে বাসায় যাচ্ছিলো। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। সানার বাড়ি সাতক্ষীরা। পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে দিপু সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
©তথ্য