22/04/2025
লাখো মালয়েশিয়া প্রবাসীদের প্রশ্নের উত্তর একসাথে 👇
১। বর্তমান সময়ে অনেকে জিজ্ঞাসা করেন ই-পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে?
উত্তর: ই-পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেস সমূহ
📌ESKL অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি ।
📌পুরানো পাসপোর্টের কপি অর্থাৎ বর্তমানে সর্বশেষ যে পাসপোর্টটি আপনার কাছে তার কপি ।
📌বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধনের কপি । যাঁদের রানিং ভিসা তাদের অবশ্যই পাসপোর্টের সাথে নিজের বয়স, নাম ও বাবা মার নাম মিল থাকতে হবে ।
📌মালয়েশিয়ান ভিসা অথবা RTK রেজিস্ট্রেশন কপি
২।সাধারণত ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট করতে কত খরচ পড়ে?
উত্তর: বাংলাদেশী শ্রমিক ও ছাত্রছাত্রীদের জন্য খরচ
📌৫ বছরের জন্য ১৯৬ রিঙ্গিত
📌১০ বছরের জন্য ৩০৫ রিঙ্গিত
৩। বর্তমানে পাসপোর্ট করতে কি পুলিশ রিপোর্ট লাগে ?
উত্তর : আপনার কাছে যদি পাসপোর্টের ফটোকপি থাকে সেটি দিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারবেন । পুলিশ রিপোর্ট লাগবে না । যদি সত্যি আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেন, সে ক্ষেত্রে পুলিশ রিপোর্ট করা ভালো, বিভিন্ন ঝামেলা থেকে রক্ষা পাবেন ।
৪। ESKL কি Appointment ছাড়া পাসপোর্ট করা যায়?
উত্তর: বর্তমানে নতুন পাসপোর্ট করার চাপ অনেক থাকায়, ESKL এ Appointment ছাড়া পাসপোর্ট করা যায় না ।
৫। বর্তমানে একটা পাসপোর্ট তৈরি বা পেতে কতদিন সময় লাগে?
উত্তর: আপনার সব ডকুমেন্ট সঠিক থাকলে আবেদন করার পর ৩০-৫০ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন ।
৬। যাঁদের ভিসা নাই তাঁরা কি পাসপোর্ট করতে পারবেন?
উত্তর: আপনার যদি আগে পাসপোর্ট থাকে কিন্তু কোন ধরনের ওয়ার্কিং ভিসা বা RTK রেজিস্ট্রেশন না থাকলেও আপনি ই-পাসপোর্ট করতে পারবেন ।
৭। যারা টুরিস্ট কিংবা শ্রমিক নয় তাদের পাসপোর্ট করতে খরচ কেমন হবে?
উত্তর: যারা মালয়েশিয়াতে শ্রমিক ও ছাত্রছাত্রী নয়, তাদের জন্য ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট খরচ
📌৫ বছরের জন্য ৬০৫ রিঙ্গিত
📌১০ বছরের জন্য ৭৪১ রিঙ্গিত
৮। ESKL বা পাসপোর্ট করার অফিসের ঠিকানাটি কোথায়?
উত্তর: মূলত বর্তমান সময়ে নিচের এই ঠিকানা থেকে পাসপোর্ট রিনিউ করতে হয় 👇
SOUTHGATE COMMERCIAL CENTER
JALAN DUA, OFF, Jalan Chan Sow Lin,
55200 Kuala Lumpur,
৯। বর্তমানে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে কোথায় যেতে হবে?
উত্তর: বর্তমানে যারা সরাসরি পাসপোর্ট সংগ্রহ করবেন তাদের নিচের ঠিকানায় যোগাযোগ করবেন 👇
30, Jln Ampang, City Centre, 50250 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur
১০ । হাই কমিশনের নতুন ঠিকানা টি কোথায়?
উত্তর: গত মাসে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ঠিকানা পরিবর্তন করে নিচের ঠিকানায় থেকে কার্যক্রম শুরু করেছে 👇
8, Lorong Yap Kwan Seng, Kampung Baru, 50450 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur
১১। সরাসরি পাসপোর্ট সংগ্রহ করলে কি Active করতে হয় ?
উত্তর: যারা যারা ই-পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি সংগ্রহ করবেন তাদের ই-পাসপোর্ট Active করতে ESKL অফিসে গিয়ে active করতে হবে।
১২। পোস লাজুর মাধ্যমে ই-পাসপোর্ট সংগ্রহ করলে কি Active হয় ?
উত্তর: যারা পোস লাজুর মাধ্যমে ই-পাসপোর্ট সংগ্রহ করবেন তাদের Active করতে হয় না । কারণ হাই কমিশন Active করে পাসপোর্ট পাঠানো হয়ে থাকে ।
১৩। হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে কি Appointment লাগে ?
উত্তর: বর্তমানে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে কোনো Appointment লাগে না ।
১৪। ই-পাসপোর্ট Activate করতে কি ESKL এ Appointment নিতে হয় ?
উত্তর: Appointment নিতে হয় না ।
ধন্যবাদ সবাইকে, এছাড়া আপনাদের যদি আরও কোন প্রশ্ন থাকে কমেন্টে বক্সে করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ।
Collected
#প্রবাসি #মালয়েশিয়া #বাংলাদেশ_হাইকমিশন #পাসপোর্ট াসপোর্ট #প্রবাসবার্তা