Kalaroa Speech -কলারোয়ার কথা

Kalaroa Speech -কলারোয়ার কথা সবার কথা বলে।
(সত্য ও ন্যায়ের পথে)
আমরা গতানুগতিক কোন সংবাদ মাধ্যম না।

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেও একাউন্টে মাত্র ৩৪১২ টাকা
26/10/2025

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেও একাউন্টে মাত্র ৩৪১২ টাকা

আশাশুনিতে আদালতের রায় ডিগ্রী প্রাপ্তদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনএস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে বি...
26/10/2025

আশাশুনিতে আদালতের রায় ডিগ্রী প্রাপ্তদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে বিক্রীত জমির অতিরিক্ত দখল আদালতে ডিগ্রী প্রাপ্তির পর বিবাদী পক্ষ দখলে নেওয়ায় অপ্রপচারের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বিবাদী রবিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
উপজেলার জেলপাতুয়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সানার ছেলে দীনেশ চন্দ্র সানা লিখিত বক্তব্যে জানান, তার বাবা ২০০২ সালে ফকরাবাদ মৌজায় ৬০৫ ও ৬০২ দাগে এসএ উল্লেখ করে, একই গ্রামের মৃত মনোহর সানার ছেলে দুঃখীরাম সানার কাছে ৩৩ শতক জমি বিক্রয় করেন। দলিলে ৬০৫ দাগের (বিআরএস খতিয়ান ১০৩৭, দাগ ২৩৪৫) ৩৩ শতক বিলান জমি গ্রহিতা দুঃখীরাম সানার নামে রেকর্ড হয়। সেই থেকে অদ্যাবধি ৬০৫ দাগের জমিতে দুঃখীরাম ভোগদখলে আছেন। বিআরএস খতিয়ান বের হওয়ার পর আমরা জানতে পারি যে, দুঃখীরাম সানা তার প্রাপ্ত ৩৩ শতক জমি দখল ছাড়াও ৬০২ দাগে অতিরিক্ত (বিআরএস ২২৯৫ দাগে) বাগান সম্পত্তি প্রায় ১০ শতক জমি জবর দখল করে আছে। এ নিয়ে গ্রামের গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আনুমানিক ৬ বছর আগে সালিশী বৈঠক হয়। সালিসে দুঃখীরাম সানাকে অতিরিক্ত দখলকৃত ১০ শতক সম্পত্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে ১ মাস সময় প্রার্থনা করলে ১ মাসের মধ্যে জমি ছেড়ে দিতে বলা হয়। কিন্তু জমি ছেড়ে না দিলে পরবর্তীতে গন্যমান্য ব্যক্তিরা পুনরায় সালিশ আহবান করা হলে দুঃখীরাম সানার শ্যালক আওয়ামীলীগ নেতা সমীরন গাইন নেতাকর্মী ও দুঃষ্কৃত ব্যক্তিদের নিয়ে প্রকাশ্য দিবালোকে আমাদের বাড়িতে ঢুকে সালিশ চলাকালিন সময়ে আমাদেরকে প্রাণ নাশের হুমিক দিয়ে তার লোকজন নিয়ে চলে যায়। এবং ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করে। মুচলেকায় স্বাক্ষর করিয়ে নেয়। এছাড়া আদালতে ১৪৫ ধারা মামলা এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল সাতক্ষীরা আদালতে পৃথক মামলা দায়ের করে। মুচলেকায় বিজ্ঞ আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ স্ব স্ব স্থানে অবস্থান করবে মর্মে লিখিত আপোষ নামায় স্বাক্ষর করিয়ে নেয়। বিজ্ঞ আদালত গত ২০ আগস্ট ১৪০৬নং মামলা (যার বাদী দুঃখীরাম সানা) খারিজ করতঃ বিবাদীদের পক্ষে আদেশ বা
রায় ডিগ্রী প্রদান করেন। ডিগ্রী মোতাবেক বিবাদী পক্ষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরবৃন্দকে অবহিত করলে চেয়ারম্যান সাহেব মেম্বরের মাধ্যমে ডিগ্রী প্রাপ্তদের দখল বুঝে দিতে উভয় পক্ষকে অবহিত করেন এবং ৪ দিন সময় দেওয়া হয়। বিবাদী (আমি) গত ২৫ অক্টোবর শান্তিপূর্ন ভাবে উক্ত জমিতে দখল বুঝে নেই। এবং ঘেরা বেড়া দিয়ে সীমানা চিহ্নিত করেছি। বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে গাছগাছালি কর্তন, লাঠি শাবল নিয়ে জনৈক মেম্বরের নেতৃত্বে জমি জায়গা দখলের মিথ্যা অভিযোগ এনে ২৫ অক্টোবর আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। আমরা মিথ্যা অভিযোগ সংবাদ সম্মেলনের তিব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। # #

ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্বেগে, নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে...
26/10/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্বেগে, নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান সাহেব।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের পীর সাহেব চরমোনাই মনোনীত হাত পাখার এম, পি, পদপ্রার্থী মাওলানা মোঃ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা এফ, এম, আসাদুল হক।
উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুফতি আবু তলহা নুরী সম্মানিত ছদর সাহেব বাংলাদেশ মুজাহিদ কমিটি কলারোয়া উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজী আসাদুল্লাহ সভাপতি ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা শেখ মাহমুদুল হাসানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সাতক্ষীরা ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল বৃন্দ।

26/10/2025

সাতক্ষীরাসহ খুলনার ৩৬ আসনের মনোনয়ন প্রত্যাশীকে সোমবার ঢাকায় ডেকেছে বিএনপি।।তারেক রহমানের সঙ্গে বৈঠক

26/10/2025

হেফাজতের আমীর একজন প্রবীন আলেম। আমরা মনে করি বয়সের কারণে তার ভারসাম্য হারিয়ে ফেলছেন। কতিপয় অতি উৎসাহী ঘৃণলোকজন তাকে বারবার স্টেজে মাইক দিয়ে তার ইমেজ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দশ্য ইসলামী শক্তি গুলোকে মুখমুখি দাড় করানো।
আতিকুর রহমান খান অনিক

26/10/2025
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে তালা উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদবাংলাদেশ জামায়াতে ইসল...
26/10/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে তালা উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে জড়িয়ে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা উপজেলা জামায়াতে ইসলামী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারি বলেন, গত শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তালা হাসপাতালের অভ্যন্তরে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে বলা হয়, তালা উপজেলার রহিমাবাদ এলাকায় পারিবারিক জমিজমা নিয়ে দুই পক্ষ—আব্দুস সাত্তার গং ও মোস্তাফিজুর রহমান রাজু গং—এর মধ্যে ঝগড়াঝাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে তালা হাসপাতালে ভর্তি হয়।
এসময় নিকটবর্তী বাড়িতে বসবাসকারী জামায়াত নেতা এডভোকেট মশিয়ার রহমান ও মোস্তাফিজুর রহমান রেন্টুসহ কয়েকজন নেতৃবৃন্দ আহতদের দেখতে হাসপাতালে যান। সেখানে উপস্থিত অবস্থায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তারা উভয় পক্ষকে শান্ত থাকার ও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করার পরামর্শ দেন।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক নামধারী নাজমুল হক ও রাজু গং-এর পক্ষ হয়ে অপর পক্ষকে উত্তেজিত করেন এবং মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ শুরু করেন। পরে এই ভিডিওর অংশ ব্যবহার করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে।
তালা উপজেলা জামায়াতে ইসলামী জানিয়েছে— ঘটনাটি স্থানীয় দুই পরিবারের পারিবারিক বিরোধ, এর সঙ্গে জামায়াতে ইসলামী বা তাদের কোনো নেতাকর্মীর কোনো সংশ্লিষ্টতা নেই। সংগঠনটি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছে এবং প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ করেছে।

ঐতিহাসিক হিন্দু সম্মেলন - ২০২৫ ডুমুরিয়া, খুলনা-৫
26/10/2025

ঐতিহাসিক হিন্দু সম্মেলন - ২০২৫
ডুমুরিয়া, খুলনা-৫

ওমরা শেষ দেশে আসতে পারেন তারেক রহমান!
26/10/2025

ওমরা শেষ দেশে আসতে পারেন তারেক রহমান!

26/10/2025

জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকেই ভোট, এই সংশোধনী বদলাতে ইসিতে বিএনপির চিঠি!

আশাশুনি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন সম্পন্নআশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ...
26/10/2025

আশাশুনি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজিনুর রহমান সাজুর পিতা আব্দুর রশিদ সরদারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪.৩০ টায় আশাশুনি আলিম মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ নামাজে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়।
আশাশুনি গ্রামের মৃত জোহর আলী সরদারের ছেলে আঃ রশিদ সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা নেওয়ার পথে শনিবার ভোর ৬:৩০ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের জামাতা হাফেজ শাহ জামাল। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার,কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য আশাশুনির মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান মিনু,বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, আসিফুর রহমান তুহিন,জামায়াতের উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মোরতাজা, অধ্যক্ষ ড.আবুল হাসান,মাষ্টার আবুল কাশেম,মরহুমের পুত্র মাস্টার মনজুরুল ইসলাম প্রমুখ জানাযা পূর্ব আলোচনায় অংশ নেন। পরিচালনা করেন এবিএম আলমগীর পিন্টু ও আবুল কালাম আজাদ বুলবুল। এসময় বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। # # #

Address

Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Kalaroa Speech -কলারোয়ার কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share