NPS News Protidin

NPS News Protidin সাংবাদিক গাজী আখতারুজ্জামান

01/09/2024

হারিয়েছে, হারিয়েছে,হারিয়েছে---
বিষয়:-এস এস সি সাটিফিকেট হারানো ।
প্রতিষ্ঠানের নাম:-বল্লী মোঃ মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় ,সাতক্ষীরা
পরীক্ষার নাম:-এস এস সি
কেন্দ্রের নাম:-টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ,সাতক্ষীরা ।
শিক্ষাথীর নাম:-সোহাগ হোসেন
পিতার নাম:-কামরূল ইসলাম,মাতার নাম:-রোজিনা খাতুন
রোল নং-২৭৮৩৩৪ , রেজিষ্টেশন নং-২৭০০৪৮৩৪১৪
শিক্ষাবরষ:-২০১৮ , পাশের সাল-২০২০ , ফলাফল-জিপিএ ৪,৮৬
জন্ম তারিখ:- ১০ ই মে ২০০৪ ইং
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোড ,ঢাকা
স্থায়ী ঠিকানা:--১৮৮,ইউনিয়ন/ওয়াড:--বল্লী ,গ্রাম :-বল্লী ,থানা:-সাতক্ষীরা সদর, জেলা-- সাতক্ষীরা
জাতীয় পরিচয় পত্র নং-=৪২২৮৭৭৪৬৬৯
মোবাইল নং-- ০১৬০৮৪৮২৮৫৮
ঘটনার বিবরন---সাটিফিকেটটি বল্লী রাস্তার মোড়ের পাশে নিজের অজান্তে হারিয়ে যায় ।গত রবিবার ২৫ আগষ্ট ২০২৪, সকাল ১১.৩০ ঘটিকার সময় হারিয়ে যায় । সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হয়েছে ।খোজাখুজির পরেও কোন সন্ধান পাওয়া যায় নি ।যদি কোন ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল ।
অনুরোধক্রমে ---গাজী আক্তারুজ্জামান

গনমাধ্যম ও মানবাধিকার এন পি এস সাতক্ষীরা জেলা , সাতক্ষীরা ।আসছে আগামী ২ রা সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার ন্যাশনাল প্রেস সোস...
31/08/2024

গনমাধ্যম ও মানবাধিকার এন পি এস
সাতক্ষীরা জেলা , সাতক্ষীরা ।
আসছে আগামী ২ রা সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস এর ১৭ তম প্রতিষ্ঠা বাষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।উক্ত অনষ্ঠানে সাতক্ষীরা জেলা এন পি এস এর সকল সদস্য / সদস্যা গনকে উপস্থিত থাকার জন্য আহবান করা হলো ।
স্থান--- সাতক্ষীরা জজ কোট সংলগ্ন ,ফারজানা ক্লিনিকের পাশে ।
সময়---সকাল ১১.০০টা ।
ধন্যবাদান্তে,
গাজী আক্তারুজ্জামান---সভাপতি এনপি এস ,সাতক্ষীরা জেলা
যোগাযোগ নাম্বার ---০১৭২৮-২৪২৫০৮

বিসমিল্লাহির রাহমানির রহিমপ্রিয়,সুধী আগামী ২ রা সেপ্টেম্বর ২০২৪ গনমাধ্যম ও মানবাধিকার (NPS) এর ১৭ তম প্রতিষ্ঠা বাষিকী র্...
30/08/2024

বিসমিল্লাহির রাহমানির রহিম
প্রিয়,সুধী আগামী ২ রা সেপ্টেম্বর ২০২৪ গনমাধ্যম ও মানবাধিকার (NPS) এর ১৭ তম প্রতিষ্ঠা বাষিকী র্উপলক্ষে বৈষম্য বিরোধী আন্দোলন ও বন্যায় ক্ষতিগ্রস্থ সকল আহত ও নিহতদের জন্য দোয়া ও রুহের মাগফিরাত আলোচনা সভা ।
স্থান-- ন্যাশনাল প্রেস সোসাইটি( N P S) সাতক্ষীরা কা র্যালয় ।
সাতক্ষীরা জজকোট সংলগ্ন ফারজানা ক্লিনিকের পাশে ।
সময় সকাল ১১.০০ ঘটিকা ।
প্রধান অতিথি---এ্যাড: তোজাম্মেল হোসেন ,সদস্য আহবায়ক কমিটি, সাতক্ষীরা জেলা বি এন পি ,সাবেক সাধারন সম্পাদক আইনজীবি সমিতি সাতক্ষীরা জজকোট ।
প্রধান আলোচক ---জনাব এ্যাড: মহিতুল ইসলাম ,সাবেক সহসভাপতি আইনজীবি সমিতি সাতক্ষীরা জজকোট ,চেয়ারম্যান ১২ নং বল্লী ইউনিয়ন
বিশেষ অতিথি ---সাহা আবিদুর রহমান ( বাবু ),সাবেক যুগ্ন সম্পাদক সাতক্ষীরা জেলা বি এন পি ।
সভাপতিত্ব করবেন ---গাজী আক্তারুজ্জামান ,সভাপতি, গনমাধ্যম ও মানবাধিকার এন পি এস সাতক্ষীরা জেলা ।
অনুষ্ঠান পরিচালনায় ---মোছাঃ রত্না খাতুন ,সাধারন সম্পাদক ,গনমাধ্যম ও মানবাধিকার এন পি এস সাতক্ষীরা জেলা ।
সহযোগীতায় --মোশারফ হোসেন আব্বাস, আঃ রব ,ডাঃ শারফুদ্দীন , মশিউর রহমান, আজিজুল ইসলাম,দোলন, রেজওয়ান, হাবিবুল্লাহ ।
আয়োজনে ---ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস ,সাতক্ষীরা জেলা ।

হারানো বিজ্ঞপ্তি---মোছাঃ খাদিজা খাতুন (২২), পিতা-পীরালী গাজী,গ্রাম-বড়দল,ইউনিয়ন -বড়দল , আশাশুনি , সাতক্ষীরা ,এখান থেকে ১ম...
18/07/2024

হারানো বিজ্ঞপ্তি---
মোছাঃ খাদিজা খাতুন (২২), পিতা-পীরালী গাজী,গ্রাম-বড়দল,ইউনিয়ন -বড়দল , আশাশুনি , সাতক্ষীরা ,এখান থেকে ১মাস আগে বাড়ি থেকে চলে যায় কারো কিছু না বলে , তার একটি ছেলে সন্তান আছে ,নাম -হোসেন আলী (৬),সব জায়গায় খোজ খবর নেয়া হয়েছে কিন্তু পাওয়া যায়নি , যদি কোন সহৃদয়বান ব্যক্তি চিনে থাকেন /পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল---
যোগাযোগ নাম্বার---০১৭৫৮০০৮৩৩৫

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী-----------------খু...
14/07/2024

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী-----------------
খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে (১৩ জুলাই ) ডিআইজি মঈনুল হক বিপিএম (বার ),পিপিএম এর সভাপতিত্বে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে শ্রেষ্ঠ পুলিশ সুপার ঘোষনা করা হয় ।জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা সাতক্ষীরা জেলা , শ্রেষ্ঠ সার্কেল (সদর সার্কেল ) সাতক্ষীরার মীর আসাদুজ্জামান বিপিএম ,শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্য,কলারোয়া থানা মোঃ রফিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ এসআই কলারোয়া থানার মোঃ শাহাদাত হোসেন । খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় জেলা পুলিশ ,সাতক্ষীরা ।খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার),পিপিএম সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ”শ্রেষ্ঠ “হওয়ায় সন্মাননা প্রদান করেন ।
গাজী আক্তারুজ্জামান
এন পিএস নিউজ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

কলারোয়ায় অস্ত্রসহ নারী পুরুষ আটক-----সাতক্ষীরার কলারোয়ায় অস্ত্র সহ একজন নারী ওএকজন পুরুষকে আটক করেছে  র‌্যাব ।  গোপন সংব...
11/07/2024

কলারোয়ায় অস্ত্রসহ নারী পুরুষ আটক-----
সাতক্ষীরার কলারোয়ায় অস্ত্র সহ একজন নারী ওএকজন পুরুষকে আটক করেছে র‌্যাব । গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৬ এর একটি দল মঙ্গলবার রাতে কলারোয়া হাসপাতাল রোড থেকে তাদের আটক করে ।
আটককৃতরা হলো সাতক্ষীরার তুজুলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মনজিরা আক্তার (৩৪ ) ও তালার মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭) ।এ সময় আটককৃতদের তল্লাশি করে একটি ওয়ানশুটার গ্যান উদ্ধার করা হয় ।
র‌্যাব -৬ এর এ এসপি ফয়সাল তানভীর সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে অস্ত্র উদ্ধার করা হয় ।এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে ।
গাজী আক্তারুজ্জামান
এন পি এস নিউজ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

শোক সংবাদ , শোক সংবাদ,শোক সংবাদগনমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এন পি এস )এর সাতক্ষীরা সদর উপজেলার সহসভাপতি গ্রাম ডাঃ শারফু...
10/07/2024

শোক সংবাদ , শোক সংবাদ,শোক সংবাদ
গনমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এন পি এস )এর সাতক্ষীরা সদর উপজেলার সহসভাপতি গ্রাম ডাঃ শারফুদ্দীন আহম্মেদ এর খালুজান বিশিষ্ঠ আইনজীবি ( সাতক্ষীরা জজকোর্ট) ও মানবাধিকার (এন পি এস ) এর আইন বিষায়ক সম্পাদক এ্যাডঃ নওশের আলী আজ বুধবার দুপুরে আনুমানিক ১.৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

সাতক্ষীরার রইচপুরে ১মাস ২৪দিনের শিশুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা -----সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে সোমবার ভোররাতে ১মা...
09/07/2024

সাতক্ষীরার রইচপুরে ১মাস ২৪দিনের শিশুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা -----
সাতক্ষীরা পৌরসভার
রইচপুর থেকে সোমবার ভোররাতে ১মাস ২৪ দিনের মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০ )পুলিশ গ্রেপ্তার করে ।
রইচপুর গ্রামের মোজাফফার হোসেনের মেয়ে মুক্তা ওখুলনার গিলেতলা এলাকার মুছা শেখের স্ত্রী ।মুক্তা ছেলে মেয়েদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন ।
রইচপুর গ্রামের জাকির হোসেন জানান , রবিবার বিকাল থেকে শিশু কন্যা মমতাজকে পাওয়া যাচ্ছিল না । অনেক খোজাখুজির পর রাত এগারটার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করা হয় ।এ সময় শিশুটির মা শিশুটিকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করে।
তিনি আরও বলেন , এর আগে সে তার ছেলেকে ও হত্যার চেষ্টা করছিল ।মুক্তা মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় ।
এ ঘটনায় শিশুটির বাবা সাতক্ষীরা সদর থানায় স্ত্রী মুক্তা খাতুনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে ।ওসি মহিদুল ইসলাম জানান, শিশুটির মরাদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
মোঃ রেজওয়ান আহম্মেদ
দৈনিক অপরাধ তথ্যচিত্র
সাতক্ষীরা

সাতক্ষীরা শিশু হাসপাতালের বেহাল দশা -----জাতীয় অধ্যাপক এমআর খানের প্রতিষ্ঠিত সাতক্ষীরা শিশু হাসপাতালের বেহাল অবস্থা । সর...
07/07/2024

সাতক্ষীরা শিশু হাসপাতালের বেহাল দশা -----
জাতীয় অধ্যাপক এমআর খানের প্রতিষ্ঠিত সাতক্ষীরা শিশু হাসপাতালের বেহাল অবস্থা । সরজমিনে গিয়ে দেখা গেছে যে , শিশু হাসপাতালের সামনে অধিক ময়লা আর্বজনা ফেলানো। পরিষ্কার - পরিচ্ছন্ন করার মতো যেন কেউই নাই ।এসমস্ত ময়লা আর্বজনা থেকে বিভিন্ন মশা মাছি জন্ম নিচ্ছে যার ফলে হাসপাতালের শিশু গুলো প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে । এমনকি হাসপাতালের সামনে যে একটি রাস্তা আছে সেটার অবস্থা খুবই ভয়াবহ যেন মরনের ফাঁদে পরিনত হয়েছে । কোথাও ইট আছে আবার কোথাও মাটি বাহির হয়ে গেছে । প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে রোগী ও তার স্বজনরা । জরাজির্ণ রাস্তার বিষয় সাতক্ষীরা শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক জামান খান জানান যে , রাস্তাটি ঝুঁকিপূর্ণ এ জন্য অতিদ্রুত রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে ।
গাজী আক্তারুজ্জামান
সভাপতি ,
গনমাধ্যম ও মানবাধিকার ( এনপিএস )
সাতক্ষীরা জেলা

04/07/2024

সাংবাদিক বাহাবুল হাসনাইনের মৃত্যুতে ঝাউডাঙ্গা বেত্রবতী প্রেস ক্লাবের শোক -----
সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য বাহাবুল হাসনাইন বাবুল যশোর থেকে প্রকাশিত “দৈনিক প্রজন্ম,একাত্তর পত্রিকার প্রতিনিধি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।
তার মৃত্যুতে ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি । বিবৃতিরা হলেন বেত্রবতী প্রেস ক্লাবের সভাপতি গাজী আক্তারুজ্জামান ,সহসভাপতি মোশারফ হোসেন মুন্না ,মোছাঃ রত্না খাতুন , সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দীন , সাংগাঠনিক সম্পাদক ডাঃ মোশাররাফ হোসেন ,উজ্জল কুমার , এমদাদুল হক লিটন , গোলাম মোস্তফা ,সাইফুল ইসলাম বাবু ,মোকলেছুর রহমান , শারফুদ্দীন আহম্মেদ, আমানউল্লাহ আমান সহ অন্যান্য সদস্য বৃন্দ---

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরীকে ও এসডি করেছে স্বাস্থ্য মন্ত্রনালয় , সোমবার  (১জুলাই ) স্বাস্...
02/07/2024

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরীকে ও এসডি করেছে স্বাস্থ্য মন্ত্রনালয় , সোমবার (১জুলাই ) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব এস কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিষেশ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে ।
অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরে বিষেশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শেখ কুদরত ই খোদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে ।
গাজী আক্তারুজ্জামান
এন পি এস নিউজ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সেনা সদস্য আজিবর হত্যার আসামী আফসারকে দুদিনের রিমাণ্ড-----সাতক্ষীরার সেনা সদস্য আজিবর হত্যা মামলায় ৩০জুন সাতক্ষীরা চীফ জ...
01/07/2024

সেনা সদস্য আজিবর হত্যার আসামী আফসারকে দুদিনের রিমাণ্ড-----
সাতক্ষীরার সেনা সদস্য আজিবর হত্যা মামলায় ৩০জুন সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামী আফসারকে দুদিনের রিমাণ্ড মন্জুর করেছেন ।
৩ মে সন্ধ্যায় সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের সেনা সদস্য আজিবর রহমান তার ভাই কসাই আফসার আলীর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে গোলযোগের সৃষ্টি হয় ।টাকা না দিয়ে আফসার আলী তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে । এতে সেনা সদস্য আজিবর রহমানের মৃত্যু হয়।
নিহত সেনা সদস্য আজিবর রহমানের স্ত্রী ছাবিনা খাতুন আফসার আলীকে ১ নং আসামী করে ও ২ -৩ জনকে অজ্ঞাতনামা করে সাতক্ষীরা সদর থানায় ৩০২/ ৩৫ পেনাল কোড ১৮৬০ ধারায় হত্যা মামলা দায়ের করে । এঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
গাজী আক্তারুজ্জামান
এন পি এস নিউজ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

Address

Satkhira Sadar
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when NPS News Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share